Tag Archives: South Dinajpur News

South Dinajpur fire: দাউদাউ করে জ্বলছে গ্যারাজে রাখা গাড়ি,বাইক! আগুন ছড়াল বাড়িতেও!

দক্ষিণ দিনাজপুর: আগুনে ভস্মীভূত একটি গাড়ি, মোটরসাইকেল সহ দুটি ঘরের সমস্ত কিছু। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকার ১৪ নম্বর ওয়ার্ড শিমুলতলি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা শিলাদিত্য মুন্সির বাড়িতে আগুন লাগে৷ বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও বালুরঘাট থানার পুলিশকে।

এদিকে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই গ্যারেজ থেকে আগুন দেখতে পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শর্ট-সার্কিট থেকেআগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান। জানা গেছে, ওই গ্যারেজে থাকা একটি গাড়ি মোটরসাইকেল সহ দুটি ঘরের সমস্ত কিছু পুড়ে যায়।

আরও পড়ুন:এই গাছ বাড়িতে থাকলেই সর্বনাশ! নিয়ম না মেনে কাটলেও বিপদ! সব শেষ করে দেবে

ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়িটির বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে ছাই। কারণ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিদ্যুতের ঝলকানি তাঁরা দেখতে পেয়েছিলেন ঘরে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও অবধি পরিস্কার নয়৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: ভোট এলেই বিরাট চমক! সাজিয়ে ফেলেন নিজের ভ্যান, তারপরেই শুরু…

দক্ষিণ দিনাজপুর : দেখলে মনে হবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের ভ্যান রিকশা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। রাজনৈতিক দলের প্রচার-ই বটে। তবে ভাড়া করা নয়। কেবল ভালবাসা’র টানে প্রচার। উওর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় ভ্যান রিক্সা চালিয়ে হকারি করা মনোরঞ্জন ঘোষ এর এই প্রচার অভিযান যেন একপ্রকার নেশা। কারণ ভোট এলেই তিনি এই নেশায় মেতে উঠেন।

এই কাজে কোনও স্বার্থের ব্যাপার নেই। কেবল দলের প্রতি ভালবাসার টানেই তাঁর এই উদ্যোগ। তাই একশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তীব্র গরমকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি’ প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোরঞ্জন বাবু।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মনোরঞ্জন বাবুর দাবি, বিগত লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার যে ভোটে জিতে ছিলেন তার থেকে অনেক বেশি ভোটে তিনি এবারে লোকসভা নির্বাচনে জয়ী হতে চলেছেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে ফ্লেক্স, দলীয় পতাকা থেকে শুরু করে বিজেপি প্রার্থীর ছবি ছাপিয়ে তাঁর হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ২৬ শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে ২৪ তারিখ পর্যন্ত প্রচার অভিযান চলবে। মনোরঞ্জন বাবু এই ২৪ তারিখ পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার অভিযান চালিয়ে যাবেন।

মনোরঞ্জন বাবু জানান, “বিগত লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করেন। এবারে তিনি গত নির্বাচনের থেকে আরও বেশি সাধারণ মানুষের সারা পাচ্ছেন বলে। বর্তমানে বহু রাজনৈতিক নেতা রাজনীতিটাকে পেশা হিসাবে চিহ্নিতকরণ করেছে। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ তিনটি লোকসভা নির্বাচনে তিনি দিনরাত ভালবাসার টানে পরিশ্রম করে সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন। তিনি এই রাজনীতি আঙিনায় পা রাখা শুধুমাত্র নেশা, পেশা নয়।”

সুস্মিতা গোস্বামী

Mamata Banerjee: অসহায় মহিলার কাতর আর্জি! আদিবাসী নাচ শেষ হতেই মঞ্চেই সমস্যার সমাধান করলেন মমতা!

হরিরামপুরে নির্বাচনী প্রচারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন। সেই সময়ই মঞ্চে দেখা যায় একজন শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাছে পেয়ে তার সঙ্গে কথা বলছেন।সুস্মিতা গোস্বামী
হরিরামপুরে নির্বাচনী প্রচারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন। সেই সময়ই মঞ্চে দেখা যায় একজন শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাছে পেয়ে তার সঙ্গে কথা বলছেন।সুস্মিতা গোস্বামী
ওই মহিলা শিল্পী শুকুরমণি মমতাকে জানান তাঁর আর্জির কথা। তিনি বলেন তাঁর প্রতিবন্ধী কার্ড নেই। সব দফতরে ঘুরেও তাঁর সমস্যার সমাধান হয়নি।সুস্মিতা গোস্বামী
ওই মহিলা শিল্পী শুকুরমণি মমতাকে জানান তাঁর আর্জির কথা। তিনি বলেন তাঁর প্রতিবন্ধী কার্ড নেই। সব দফতরে ঘুরেও তাঁর সমস্যার সমাধান হয়নি।সুস্মিতা গোস্বামী
এরপরই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা আধিকারিককে ডেকে শুকুরমণির সমস্যা সমাধান করতে বলেন।সুস্মিতা গোস্বামী
এরপরই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা আধিকারিককে ডেকে শুকুরমণির সমস্যা সমাধান করতে বলেন।সুস্মিতা গোস্বামী
সভার শেষে শুকুরমণিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
সভার শেষে শুকুরমণিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একটা প্রতিবন্ধী কার্ডের জন্য বিগত চার পাঁচ বছর ধরে ঘুরছি। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সর্বত্রই গেছি, কিন্তু আমার সমস্যার কথা জানানোর পরেও আমি কার্ড পাইনি।”সুস্মিতা গোস্বামী
মুখ্যমন্ত্রী তাঁর সব কথা শুনেছেন মন দিয়ে এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।সুস্মিতা গোস্বামী
মুখ্যমন্ত্রী তাঁর সব কথা শুনেছেন মন দিয়ে এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।সুস্মিতা গোস্বামী

Ram Navami: জোড়া ডাব বা সুপুরি দিয়েই হয় পুজো! রামনবমীতে এই মন্দিরের কাহিনি অবাক করবে!

দক্ষিণ দিনাজপুর: পূর্ণতোয়া আত্রেয়ী নদীতে স্নান করে ডাব কিম্বা সুপুরি প্রভু রা কে সমর্পনের রীতি দীর্ঘ বছর ধরেই চলে আসছে। আত্রেয়ী নদীর গা ঘেঁষে অবস্থিত রঘুনাথের মন্দির। রাম, সীতা, লক্ষণ আর পবন পুত্রের মূর্তির মন্দির এটি। রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রামনবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। আনুমানিক ১৫০ বছর আগে এই মেলার শুভ সূচনা হয় বাংলাদেশে।

বালুরঘাটের রঘুনাথপুরে প্রায় ৭৫ বছর ধরে চলে আসছে এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে নিত্য দিনের পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি রামনবমীর দিন খুব নিষ্ঠার সঙ্গে বাৎসরিক পুজোও হয়। মূলত এই মেলা রঘুনাথের মেলা হিসেবেই পরিচিত জেলা জুড়ে।

আরও পড়ুন: কলার গায়ে লেগে থাকা সুতোর মতো অংশটি খেলে কী হয়? আপনি খেয়ে ফেলছেন না তো?

এবিষয়ে মেলা কমিটির সদস্য জানান, “রঘুনাথের নামে কেউ কোন মানত করলে তাঁর মনোস্কামনা পূর্ণ হয়। এই পুজোয় খাজা বাতাসা বা সন্দেশ ভোগ ছাড়াও ডাব দিয়ে পুজো দেওয়ার একটা চল রয়েছে। তবে, এই পুজোয় রীতি রয়েছে এই পুজো ও মেলার প্রধান ভোগই হল জোড়া ডাব। অনেকে আবার সুপারি ও মটর ডালও মানত করেন। তাই মানত পূর্ণ হলেই ভক্তবৃন্দরা জোড়া ডাব বা সুপারি, মটর ডাল নিয়ে রামের চরণে অর্পণ করেন।” রামনবমীর দিন ভোর হতে না হতেই দুরদুরান্ত থেকে ভক্তরা রঘুনাথ জিউয়ের পুজো দিতে রঘুনাথ মন্দিরে ভিড় জমান। রঘুনাথের পুজোয় মন্দির প্রাঙ্গণে বসে মেলা। মেলার প্রথম দিনেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভিড় সামাল দিতে একরকম হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

সুস্মিতা গোস্বামী

South Dinajpur News: তীব্র গরমে মাটির পাত্রেই প্রাণভরা স্বস্তি! চাহিদা বেড়েছে মাটির মটকার

দক্ষিণ দিনাজপুর: তীব্র গরম পড়তেই জেলায় ফিরতে শুরু করেছে পুরনো দিনের সেই মাটির মটকা। গঙ্গারামপুরের কুমোররা গ্রীষ্মকাল পড়তেই ব্যস্ত হয়ে পড়েছেন জল রাখার মাটির মটকা, বোতল তৈরিতে। তামা, পিতল, প্লাস্টিক ও কাঁচের বিভিন্ন ডিজাইনের পাত্র পাওয়া গেলেও সেই পুরনো দিনেই ফিরতে শুরু করেছেন স্বাস্থ্য সচেতন নাগরিকরা।

কুমোর পাড়ায় গেলেই দেখা মেলে একদল মাটি থেকে কাঁকড় পরিস্কার করে চলেছেন অনবরত। এরপর সেই মাটি মেশিনের মাধ্যমে ভালভাবে নরম হয়ে বিভিন্ন পাত্র তৈরির উপযুক্ত হয়ে বেরিয়ে আসছে। তারপর তা রোদে দেওয়া হচ্ছে শুকানোর জন্য। আগুন পুড়িয়ে তা ব্যবহারযোগ্য করা হচ্ছে। কুমোররা বিভিন্ন ডিজাইনের জলের মটকা,বোতল তৈরি করছেন। তারপর চিত্রশিল্পীদের হাতের ছোঁয়ায় সেই বোতল থেকে মাটির পাত্র আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

আরও পড়ুন:দামি দামি ডিও-পারফিউম নয়, এই ৪ টুকরো কাজে লাগান! ঘামের ‘পচা’ গন্ধ তাড়ানোর সেরা ভরসা

এবিষয়ে কুমোর শিবনাথ পাল জানান,”এবছর গরমে মাটির বোতলের চাহিদা বেশ ভালই। বিশেষ করে একবার ব্যবহার করলে সে পরের বছর ফের ব্যবহার করছে। তা শুনে আরও পাঁচজন আসছেন। চাহিদার সঙ্গে উৎপাদন বাড়ছে। মাটির মটকা, কলসিরও চাহিদা আছে।” বিভিন্ন ডিজাইনের মটকার সঙ্গে ট্যাপ লাগানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এমনকি জল রাখার বোতল তৈরি করছেন। সাইজ অনুযায়ী দাম রাখা হয়েছে। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: পুজোর মরশুম না হলেও ভোটের বায়না এখন ঢাকিদের বাড়তি আয়ের উৎস! মুখে চওড়া হাসি

দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পুজোপার্বন নয় ভোট এলেই ঢাকিদের কর্মব্যস্ততা থাকে তুঙ্গে। ভোট আসলেই তাদের মুখে চওড়া হাসি। মিছিলের জৌলুস বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের সঙ্গী ঢাক। তাই এইসময় বালুরঘাট শহরের খিদিরপুর ময়ামাড়ি সহ একাধিক জায়গায় ঢাকি পাড়ায় গেলেই তাদের কর্মব্যস্ততা।

পুজোর মরশুম না হওয়া সত্ত্বেও এই বায়না যেন হাতে চাঁদ পাওয়ার সমান। মিছিলে ঢাক বাজিয়ে এখন ভালই আয় হচ্ছে ঢাকিদের। এক একটা মিছিলে ঢাক বাজালেই মেলে প্রায় ৬০০- ৭০০ টাকা করে। এই গরমকালে তেমন একটা পুজো কোথাও হয় না। ফলে বেকার বসে থাকতে হয়। ঠিক সেই সময় ভোটের বাদ্যি বেজে ওঠায় আয় হচ্ছে ঢাকিদের।

আরও পড়ুন: মাছ-মাংসের সমান প্রোটিন এই সবজিতে! খেলেই কমবে ওজন! হাই-প্রেশার-হৃদরোগে মুক্তি!

ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচারেও দেখা যাচ্ছে ঢাকিদের। ভোট ঘোষণার দিনক্ষণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত দীর্ঘ প্রায় দেড় মাস যাবত বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাঁরা বরাত পেয়ে থাকেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

South Dinajpur News: ভোটের মুখে ফের জায়গা বদল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের! সংকটে পড়াশুনা

দক্ষিণ দিনাজপুর: ফের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ঠিকানা বদল। বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন ঠিকানার নোটিস জারি করা হয়েছে। নেই কোনও স্থায়ী ভবন। বিশ্ববিদ্যালয় কে ‌যেতে হচ্ছে বেসরকারি বি এড কলেজে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন এখন অন্যতম ইস্যু। বালুরঘাটে বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

তাই বিশ্ববিদ্যালয়ের জন্য পতিরামেও জায়গা দেখা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে জেলায়। জানা গেছে, প্রায় আট বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জট কাটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ২০২০ সালের শেষে পথচলা শুরু করে।এবিষয়ে, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, “আট বছর আগে তৈরি হওয়া ইউনিভার্সিটির একটা ইঁট গাঁথতে পারেনি রাজ্য সরকার। ২০২০ সালে ঘোষণা হলেও এখনও পর্যন্ত স্থায়ী ঠিকানা তৈরি হয়নি।”

আরও পড়ুন: দামি দামি ডিও-পারফিউম নয়, এই ৪ টুকরো কাজে লাগান! ঘামের ‘পচা’ গন্ধ তাড়ানোর সেরা ভরসা

অন্যদিকে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র বলেন,”উনি ইউনিভার্সিটিতে পড়াতে পারেন কিন্তু ইউনিভার্সিটি কিভাবে তৈরি হয় সেটা ওনার জানা নেই। একটা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে সময় লাগে।”বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসের খোঁজে। কিন্তু ফল মিলছে না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

Mock Tails: নামিদামি রেস্তোরাঁ নয়! তীব্র গরমে রঙিন ঠান্ডা পানীয় বিক্রি করে সাবলম্বী গৃহবধূরা

দক্ষিণ দিনাজপুর: প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত তখন তৃষ্ণা নিবারণ করতে কে না চায়? তবে এই তৃষ্ণা নিবারণ যদি রঙিন ঠান্ডা পানীয় দিয়ে হয় তাহলে তো কথাই নেই। সাধারণত নামিদামি দোকানে নয়, বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় বাড়ির গৃহবধূরা এই ঠান্ডা পানীয় বিক্রি করে সাবলম্বী হচ্ছেন।

ফলের রসের ‘মকটেল’ স্টলের প্রতি বহু লোক আকৃষ্ট হচ্ছেন। এই মকটেলে আম, লিচু, স্ট্রবেরি, লেবু সহ বিভিন্ন ফ্লেভারের ফলের রস গ্লাসের মধ্যে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সোডা, বরফের টুকরো, বিট নুন ও টক ঝাল মশলা মেশানো হচ্ছে। বিশেষ গন্ধের জন্য দেওয়া হচ্ছে পুদিনা পাতা। এই মকটেলের দাম প্রতি গ্লাস ৩০ টাকা। ক্রেতারাও এই মকটেলের প্রতি ব্যাপক আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুন:ক্যালসিয়ামে ঠাঁসা এই শাক ডায়াবেটিস, ডায়েরিয়া, অ্যানেমিয়ার যম, কমায় কোলন ক্যানসারের ঝুঁকি

এবিষয়ে মকটেল বিক্রেতা ইন্দ্রাণী সরকার জানান,”বাচ্চাদের বিশেষভাবে মন কেড়েছে এই রঙিন পানীয়। প্রায় দুবছর ধরে এই ব্যবসা করছেন তিনি। গরম পড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও রয়েছে বাজারে বেশ। এর স্বাদের মধ্যে মিষ্টি এবং হালকা টক দুটিই রয়েছে। এর মধ্যে দেওয়া সোডা ও ফলের সিরাপ এই মকটেলের স্বাদ বাড়িয়ে তোলে অনেকটাই।” জেলাশহরে ছোট থেকে বড় সকলের মধ্যেই এই রঙিন পানীয় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী

South Dinajpur News: ৩০০ বছর ধরে পূজিত চঞ্চলা কালী! বিশেষ পুজোয় ভক্তের ঢল মন্দিরে

দক্ষিণ দিনাজপুর: তিথি নক্ষত্র মেনে বালুরঘাটে শুরু হল চঞ্চলা কালী মায়ের পুজো ও মেলা। সাড়ে দশ হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমার প্রতিপদে। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম।আনুমানিক তিনশো বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিনরাজ্যের ভক্তরাও উপস্থিত হন। এই পুজোকে কেন্দ্র করে প্রচলিত একাধিক অলৌকিক গল্প। জানা গেছে, মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা।

এবিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় চৌধুরী বলেন, \”সঠিকভাবে বলা না গেলেও প্রায় তিনশো বছর আগে এই পুজোর শুভ সূচনা হয়। তবে মাঝে বেশ কিছুদিন এই পুজো বন্ধ ছিল। এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে দ্বিতীয় বারের জন্য এই পুজোর সূচনা করেন। নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে। আগামীতে ইচ্ছে রয়েছে এখানে প্রতিদিন পুজো অনুষ্ঠিত হবে। এবং এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার। পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলা। মোট তিন দিন চলে এই পুজো ও মেলা।\”

আরও পড়ুন: Bank Holiday in April 2024: ১ এপ্রিল থেকে বড়সড় পরিবর্তন! জরুরি কাজ আজ থেকেই সেরে নিন, সারা মাসে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: Skill Development Training: মহিলাদের জন‍্য বড় সুযোগ! সম্পূর্ণ বিনামূল‍্যে ট্রেনিং, সরকারি সার্টিফিকেট, রোজগারের দুর্দান্ত সুযোগ

প্রথমে মাটির মন্দির। তারপরে টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর। চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাশান কালীর মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন তাঁরাও তন্ত্র মতে ভক্তিভরে পূজিত হন। মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির যেখানে পুজোর পরে দুদিন রাতভর মঙ্গলচন্ডীর গান শোনানো হয়।

সুস্মিতা গোস্বামী

South Dinajpur News: ঝাঁ চকচকে হচ্ছে বালুরঘাট স্টেশন! বসছে লিফট, এস্কেলেটর! খুশি জেলার মানুষ

দক্ষিণ দিনাজপুর: রেল স্টেশন উন্নয়নে আরও একধাপ এগোল বালুরঘাট রেল স্টেশন। ইতিমধ্যেই বালুরঘাট রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দ্বিতীয় ফুট ওভারব্রিজ, এস্কেলেটর এবং লিফট তৈরির কাজ শুরু হয়েছে। এদিন ওই কাজের ফাউন্ডেশন তৈরির পাইলিং শুরু হয়। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুরঘাট রেল স্টেশনে আসেন সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার।

রেল মন্ত্রকের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম মানুষদের সুবিধার্থে দেশের ৫৯৭টি রেল স্টেশনে লিফট এবং এস্কেলেটরের ব্যবস্থা করা হয়েছে। এই কাজের ফলে একদিকে প্রবীণ নাগরিকদের সিঁড়ি ভাঙার ঝক্কি নিতে হবে না। অপরদিকে বিশেষভাবে সক্ষমদের সুবিধা হবে। তাঁরা সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্যত্র স্থান বদল করতে পারবেন। আবার সিঁড়িও ভাঙতে হবে না উপরে ওঠার জন্য।

আরও পড়ুন:পেনকিলারের দারুণ কাজ করবে এক চিমটি হিং, হবে অসাধ্য সাধন! নিমেষে কমবে ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা

২০২৩ সালের ডিসেম্বর মাসেই ৩৭২টি স্টেশনে ১২০০’‌র বেশি এস্কেলেটর বসানো হয়েছে বলে রেল মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার জানান,” পরিকল্পনা অনুযায়ী ৭ থেকে ৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। এরপর প্ল্যাটফর্মে সেডের কাজ এবং তিন নম্বর প্লাটফর্মের কাজ শুরু হবে। স্বাভাবিকভাবেই এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।” নতুন করে স্টেশন সেজে ওঠায় খুশি জেলার মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী