সংগৃহীত ছবি 

Kali puja 2024: শিলিগুড়িতে অযোধ্যার ‘রাম মন্দির’! ধুমধাম করে কালীপুজো, থিমে বিরাট আয়োজন

শিলিগুড়ি: শিলিগুড়িতে হিন্দু সুরক্ষা সমিতির প্রথম বর্ষের কালীপুজোয় বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। মন্দিরের আদলেই জোরকদমে চলছে পুজো মন্ডপ নির্মাণ কাজ। এছাড়াও আলোক  এবং মণ্ডপসজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। উল্লেখ্য, কিছুদিন আগেই ‘ঐতিহাসিক রায়ে’ উত্তরপ্রদেশে তৈরি হয়েছে রাম মন্দির। শিলিগুড়িতে এ বার কালীপুজোয় তারা তৈরি করছেন বিশাল আকারের অযোধ্যার রামলালা মন্দির। মোট ১৫ লক্ষ টাকা ব্যয়ে এবার করা হচ্ছে এই পুজো। শিলিগুড়ির প্রধাননগরের এই পুজো দেখতে শহরবাসী ভিড় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তরা।

পুজো উদ্যোক্তারা জানান, পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে পরিবেশবান্ধব উপকরণে। ব্যবহার হচ্ছে বাঁশ, বাটাম, ফোম, ভেষজ রং,পাট ইত্যাদি। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। থাকবে শব্দের ব্যবহার। সেই শব্দের সঙ্গে প্রতি মুহূর্তে রং পরিবর্তন হবে মণ্ডপের। ৩১ শে অক্টোবর এই পুজোর শুভ উদ্বোধন হবে। এবার পুজো চলাকালীন থাকবে নানা সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও পুজোর দুই দিন ভোগের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

পুজো কমিটির কোষাধ্যক্ষ অর্ণব সরকার বলেন, “অযোধ্যার রামমন্দির তৈরি করতে যতটা জায়গার প্রয়োজন ততটা পাওয়া যায়নি। কিছুটা কাটছাঁট করেই এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। দক্ষিণা কালীরূপে মা পূজিত হবেন।” তিনি আরও বলেন, ভারতবর্ষে সবথেকে চর্চিত মন্দির রামমন্দির। গ্রামের বহু মানুষ আছেন যাঁদের রামমন্দির দেখার স্বপ্ন থাকলেও যাওয়ার উপায় নেই। বিশেষ করে তাঁদের কথা মাথায় রেখেই আমরা রামমন্দিরের অনুকরণে এই মণ্ডপ তৈরি করছি। সব মিলিয়ে শিলিগুড়িতে এই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হিন্দু সুরক্ষা সমিতির কালীপুজো নজর কাড়তে চলেছে উত্তরবঙ্গবাসীর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা।

অনির্বাণ রায়