উত্তরবঙ্গ, লাইফস্টাইল, শিলিগুড়ি Diabetes Control Rice: এই চালের ভাত খেতে ভাল নয় বলে নাক শিঁটকান, না এই চালে কোনও ক্ষতি নেই, ডায়াবেটিসের যম, এক মুঠো চালের গুণে পালাবে রোগ Gallery October 26, 2024 Bangla Digital Desk ডায়াবেটিক রোগীদের ব্রাউন রাইস খাওয়া অত্যন্ত উপকারী । এটি খাওয়া টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে । এর পাশাপাশি এর ব্যবহারে ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করা যায় । ব্রাউন রাইস খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে । এতে উপস্থিত ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক । ব্রাউন রাইস আপনাকে ওজন কমাতে সাহায্য করতে পারে ৷ এতে উপস্থিত ফাইবার এবং ভিটামিন ওজন কমাতে সাহায্য করে । কেউ যদি কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন তাহলে তাদের জন্যও ব্রাউন রাইস খুবই উপকারী হতে পারে । আসলে এতে উপস্থিত ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক । ব্রাউন রাইসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় । এই গুণের কারণে ব্রাউন রাইস ক্যানসার প্রতিরোধ এবং হার্টের রোগের বেশ সহায়ক।