পুণে: প্রথম ব্যাটিং বিপর্যয়, তারপর নিরাশ করল বোলাররাও। পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে কোণঠাসা ভারতীয় দল। ১৩ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের ভ্রুকুটি দেখছে টিম ইন্ডিয়া। কিউইদের প্রথম ইনিংসে ২৫৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৬ রানে। প্রথম ইনিংসে ১০৩ রানের মহামূল্যবান লিড পায় ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৯৮ রানে ৫ উইকেট। লিড ৩০১ রানের।
প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ঘূর্ণির সামনে দ্বিতীয় দিনের সকালেই ভারতের ব্যাটিং বিপর্যয়। দাঁড়াতেই পারল না গোটা ব্যাটিং লাইন। যে ভারতীয় দলকে স্পিনের সামনে বিশ্বের সেরার ব্যাটিং মনে করা হয়, তারাই অসহায় আত্মসমর্পণ কর কিউই স্পিনারদের সামনে। রোহিত, কোহলি, পন্থ, সরফরাজ সকলেই ব্যর্থ। ৩০ রান করে কিছুটা লড়াই দেন যশস্বী ও গিল।
প্রথম ইনিংসে ভারতের হয়ে সাত উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। আর নিউজিল্যান্ডের হয়ে ৭ উইকেট নিয়ে পাল্টা দেন মিচেল স্যান্টনার। এছাড়া ২টি উইকেট পেয়েছেন গ্লেন ফিলিপস ও একটি টিম সাউদি। পুণের উইকেটে ১০৩ রানের লিড বিশাল ব্যাপার। যে উইকেটে ভারতীয় ব্য়াটাররা দাঁড়াতে পারেনি, সেই উইকেটেই দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ৮৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন টম ল্যাথাম। ৩০ রান করে অপরাজিত টম ব্লান্ডেল।
আরও পড়ুনঃ GK: বলুন তো, ভারতের কোন ট্রেন সাড়ে তিন বছর লেটে গন্তব্যে পৌছেছিল? এই ঘটনা জানলে চমকে যাবেন
দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়াতে হলে কম রানের মধ্যে নিউজিল্যান্ডকে অলআউট করতে হত ভারতকে। সেখানে ইতিমধ্যেই ১৯৮ রান করে ফেলেছে কিউইরা। লিড হয়ে গিয়েছে ৩০১ রানের। তৃতীয় দিনে সকাল-সকাল নিউজিল্যান্ডের ইনিংস শেষ করতে না পারলে লড়াই করার মত কোনও জায়গাই থাকবে না ভারতের। এমনিতেই এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করে খুবই সমস্যার হবে। কতটা লড়াই দিতে পারে ভারতীয় দল এখন সেটাই দেখার।