KKR News: কেকেআরে বড় বদল! বাদের খাতায় পুরো ৫ বিদেশী তারকা! কী পরিকল্পনা নাইটদের

৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের দলগুলিকে দিতে হবে তাদের রিটেনশন তালিকা। তার আগে বড় চমক দিতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। এক নয়, দুই নয়, ৫ জন বিদেশী তারকাকে বাদ দিতে পারে কেকেআর।
৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের দলগুলিকে দিতে হবে তাদের রিটেনশন তালিকা। তার আগে বড় চমক দিতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। এক নয়, দুই নয়, ৫ জন বিদেশী তারকাকে বাদ দিতে পারে কেকেআর।
ফিল সল্ট: কেকেআরের ওপেনিংয়ে গত বছর বড় নিশ্চয়তা দিয়েছিলেন ইংল্যান্ডের মারকাটারি ব্যাটার ফিল সল্ট। ৪০০-র বেশি রান করেছিলেন তিনি। কিন্তু তারপরও রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন ফিল সল্ট।
ফিল সল্ট: কেকেআরের ওপেনিংয়ে গত বছর বড় নিশ্চয়তা দিয়েছিলেন ইংল্যান্ডের মারকাটারি ব্যাটার ফিল সল্ট। ৪০০-র বেশি রান করেছিলেন তিনি। কিন্তু তারপরও রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন ফিল সল্ট।
মিচেল স্টার্ক: আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি টাকা দিয়ে গতবার অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে দলে নিয়ে কেকেআর। তবে প্লেঅফ ও ফাইনাল বাদে খুব একটা আহামরি পারফরম্যান্স করেননি স্টার্ক। আর এবার এক জনের জন্য এত টাকা খরচ নাও করতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট।
মিচেল স্টার্ক: আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি টাকা দিয়ে গতবার অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে দলে নিয়ে কেকেআর। তবে প্লেঅফ ও ফাইনাল বাদে খুব একটা আহামরি পারফরম্যান্স করেননি স্টার্ক। আর এবার এক জনের জন্য এত টাকা খরচ নাও করতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট।
রহমানউল্লাহ গুরবাজ: কেকেআরের রিটেনশন লিস্টে না থাকার তালিকায় রয়েছে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। গত মরশুমে ফিল সল্টের কারণে প্লে অফের আগে সুযোগ পাননি। সীমিত সুযোগে খুব একচা দাগও কাটতে পারেননি তিনি।
রহমানউল্লাহ গুরবাজ: কেকেআরের রিটেনশন লিস্টে না থাকার তালিকায় রয়েছে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। গত মরশুমে ফিল সল্টের কারণে প্লে অফের আগে সুযোগ পাননি। সীমিত সুযোগে খুব একচা দাগও কাটতে পারেননি তিনি।
দুষ্মান্তা চামিরা: অনেক আশা করে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে দলে নিয়েছিল কেকেআর। গত মরশুমে একটি ম্যাচে সুযোগ দেওয়া হলেও ৩ ওভার বোলিং করে খরচ করেছিলেন ৪৮ রান। ফলে এবার তাকে বাদ দেওয়াটা পাকা বলা যেতেই পারে।
দুষ্মান্তা চামিরা: অনেক আশা করে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে দলে নিয়েছিল কেকেআর। গত মরশুমে একটি ম্যাচে সুযোগ দেওয়া হলেও ৩ ওভার বোলিং করে খরচ করেছিলেন ৪৮ রান। ফলে এবার তাকে বাদ দেওয়াটা পাকা বলা যেতেই পারে।
শেরফান রাদারফোর্ড:  ২০২৩ সাল থেকে কেকেআর দলে রয়েছেন শেরফান রাদারফোর্ড।  আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। কেকেআরে সুযোগ পাননি তিনি। তবে দেড় কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল নাইটরা। এবার অন্য কারও জন্য ঝাপাতে পারে কেকেআর।
শেরফান রাদারফোর্ড: ২০২৩ সাল থেকে কেকেআর দলে রয়েছেন শেরফান রাদারফোর্ড। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। কেকেআরে সুযোগ পাননি তিনি। তবে দেড় কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল নাইটরা। এবার অন্য কারও জন্য ঝাপাতে পারে কেকেআর।