জানা গিয়েছে শান্টিং অপারেশনের সময়ে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ১২ কোচের এই ট্রেনটির মধ্যে ২টো কোচ দুর্ঘটনার কবলে পড়ে। প্রতীকী ছবি।

Cyclone Dana Train Cancelled: ‘দানা’র প্রভাব এখনই কাটছে না! শনিবারও হাওড়া-শালিমার থেকে বাতিল বহু গুরুত্বপূর্ণ ট্রেন

দানার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া এবং শিয়ালদহের লাইনে জল জমে থাকার কারণে শুক্রবারও বিঘ্নিত হয়েছিল স্বাভাবিক রেল চলাচল। প্রতীকী ছবি।
দানার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া এবং শিয়ালদহের লাইনে জল জমে থাকার কারণে শুক্রবারও বিঘ্নিত হয়েছিল স্বাভাবিক রেল চলাচল। প্রতীকী ছবি।
এবার শনিবারও বাতিল করা হল একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন। মোট ৫টি এক্সপ্রেস ট্রেনের বাতিল করার খবর আপাতত সামনে এসেছে। প্রতীকী ছবি।
এবার শনিবারও বাতিল করা হল একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন। মোট ৫টি এক্সপ্রেস ট্রেনের বাতিল করার খবর আপাতত সামনে এসেছে। প্রতীকী ছবি।
যার মধ্যে রয়েছে ১২২৪৫ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। প্রতীকী ছবি।
যার মধ্যে রয়েছে ১২২৪৫ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। প্রতীকী ছবি।
সেই সঙ্গে বাতিল করা হয়েছে ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ২২৮৩০ শালিমার-ভুজ এক্সপ্রেস এবং ০৬০৮৮ শালিমার-তিরুনেলভেলি স্পেশাল এক্সপ্রেস। প্রতীকী ছবি।
সেই সঙ্গে বাতিল করা হয়েছে ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ২২৮৩০ শালিমার-ভুজ এক্সপ্রেস এবং ০৬০৮৮ শালিমার-তিরুনেলভেলি স্পেশাল এক্সপ্রেস। প্রতীকী ছবি।
সব ক’টি ট্রেনই দক্ষিণ-পূর্ব রেলের। যদিও শনিবার ট্রেন বাতিল করার বিষয় পূর্ব রেলের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি, তাই পরিষেবা স্বাভাবিক থাকারই সম্ভাবনা। প্রতীকী ছবি।
সব ক’টি ট্রেনই দক্ষিণ-পূর্ব রেলের। যদিও শনিবার ট্রেন বাতিল করার বিষয় পূর্ব রেলের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি, তাই পরিষেবা স্বাভাবিক থাকারই সম্ভাবনা। প্রতীকী ছবি।