সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩৭.৪ কোটি টাকার নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। বার্ষিক বৃদ্ধির হার ৩০ শতাংশ। বাজার বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে বেশ কিছুটা বেশি। শুক্রবার বেসরকারি ঋণদাতা সংস্থা এমনটাই জানিয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষে সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থা ৭২১.২ কোটি টাকা নিট মুনাফা করেছিল।

Bandhan Bank Q2 Results: দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩৭.৪ কোটি টাকার নিট মুনাফা, ৩০ শতাংশ বৃদ্ধি, বিশেষজ্ঞদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল বন্ধন ব্যাঙ্ক

সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩৭.৪ কোটি টাকার নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। বার্ষিক বৃদ্ধির হার ৩০ শতাংশ। বাজার বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে বেশ কিছুটা বেশি। শুক্রবার বেসরকারি ঋণদাতা সংস্থা এমনটাই জানিয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষে সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থা ৭২১.২ কোটি টাকা নিট মুনাফা করেছিল।
সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩৭.৪ কোটি টাকার নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। বার্ষিক বৃদ্ধির হার ৩০ শতাংশ। বাজার বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে বেশ কিছুটা বেশি। শুক্রবার বেসরকারি ঋণদাতা সংস্থা এমনটাই জানিয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষে সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থা ৭২১.২ কোটি টাকা নিট মুনাফা করেছিল।
বন্ধন ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ২০.৭ শতাংশ। গত বছরের একই সময়ে ২,৪৪৩.৪ কোটি টাকা থেকে এ বছর ২,৯৪৮.২ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ব্যাঙ্ক ঋণ কার্যক্রমের মাধ্যমে সুদ থেকে যে আয় করে এবং গ্রাহকদের যে হারে সুদ দেওয়া হয়, তার মধ্যে পার্থক্যই নিট ইন্টারেস্ট ইনকাম।
বন্ধন ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ২০.৭ শতাংশ। গত বছরের একই সময়ে ২,৪৪৩.৪ কোটি টাকা থেকে এ বছর ২,৯৪৮.২ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ব্যাঙ্ক ঋণ কার্যক্রমের মাধ্যমে সুদ থেকে যে আয় করে এবং গ্রাহকদের যে হারে সুদ দেওয়া হয়, তার মধ্যে পার্থক্যই নিট ইন্টারেস্ট ইনকাম।
অন্য দিকে, গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৪.৬৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। জুন ত্রৈমাসিকে ৪.২৩ শতাংশ ছিল। নেট এনপিএ ১.২৯ শতাংশ হয়েছে। কোয়ার্টার-অন–কোয়ার্টার হিসাবে ১.১৫ শতাংশ ছিল। ত্রৈমাসিক ভিত্তিতে ৫,৩০৪.৪ কোটির বিপরীতে গ্রস এনপিএ দাঁড়িয়েছে ৬,১০৫.৩ কোটি। নেট এনপিএ ত্রৈমাসিকের ১,৩৯৬.৪ কোটির বিপরীতে ১,৬২০.২ কোটিতে এসেছে।
অন্য দিকে, গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৪.৬৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। জুন ত্রৈমাসিকে ৪.২৩ শতাংশ ছিল। নেট এনপিএ ১.২৯ শতাংশ হয়েছে। কোয়ার্টার-অন–কোয়ার্টার হিসাবে ১.১৫ শতাংশ ছিল। ত্রৈমাসিক ভিত্তিতে ৫,৩০৪.৪ কোটির বিপরীতে গ্রস এনপিএ দাঁড়িয়েছে ৬,১০৫.৩ কোটি। নেট এনপিএ ত্রৈমাসিকের ১,৩৯৬.৪ কোটির বিপরীতে ১,৬২০.২ কোটিতে এসেছে।
বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, H1 FY25-এ ৩,৭৯৬ কোটি টাকার অপারেটিং মুনাফা হয়েছে। H1 FY24-এ ৩,১৪৬ কোটি টাকা ছিল। H1 FY25-এ লাভ-ক্ষতির প্রভিশন (ট্যাক্স ব্যতীত) এবং কন্টিনজেন্সিগুলি গত বছরের এই সময়ে ১,২৩৮ কোটির তুলনায় কমে ১,১২৯ কোটি হয়েছে।সেপ্টেম্বরে শেষ হওয়া অর্ধ-বছরে ব্যাঙ্কের বার্ষিক রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইক্যুইটির হার যথাক্রমে ২.৩ শতাংশ এবং ১৭.৩ শতাংশ।
বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, H1 FY25-এ ৩,৭৯৬ কোটি টাকার অপারেটিং মুনাফা হয়েছে। H1 FY24-এ ৩,১৪৬ কোটি টাকা ছিল। H1 FY25-এ লাভ-ক্ষতির প্রভিশন (ট্যাক্স ব্যতীত) এবং কন্টিনজেন্সিগুলি গত বছরের এই সময়ে ১,২৩৮ কোটির তুলনায় কমে ১,১২৯ কোটি হয়েছে।
সেপ্টেম্বরে শেষ হওয়া অর্ধ-বছরে ব্যাঙ্কের বার্ষিক রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইক্যুইটির হার যথাক্রমে ২.৩ শতাংশ এবং ১৭.৩ শতাংশ।
২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট আয় ৩,৫৪৩ কোটি টাকায় এসে পৌঁছেছে। যা গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২,৯৮৪ কোটি টাকা থেকে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিনও বেড়েছে। তবে খুবই সামান্য। গত বছরের এই সময়ের ৭.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে বার্ষিক অপারেটিং প্রফিট ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৮৫৫ কোটিতে দাঁড়িয়েছে।
২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট আয় ৩,৫৪৩ কোটি টাকায় এসে পৌঁছেছে। যা গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২,৯৮৪ কোটি টাকা থেকে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিনও বেড়েছে। তবে খুবই সামান্য। গত বছরের এই সময়ের ৭.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে বার্ষিক অপারেটিং প্রফিট ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৮৫৫ কোটিতে দাঁড়িয়েছে।
মোট আমানত ২৭% YoY বেড়ে দাঁড়িয়েছে ১.৪৩ লক্ষ কোটি টাকা ৷ মোট আমানতের মধ্যে রিটেল অংশ প্রায় ৬৮% ৷ কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত ৩৩.২% এবং মোট লোন বুক বার্ষিক ২১% হারে বেড়ে দাঁড়িয়েছে ১.৩১ লক্ষ কোটি টাকা ৷
মোট আমানত ২৭% YoY বেড়ে দাঁড়িয়েছে ১.৪৩ লক্ষ কোটি টাকা ৷ মোট আমানতের মধ্যে রিটেল অংশ প্রায় ৬৮% ৷ কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত ৩৩.২% এবং মোট লোন বুক বার্ষিক ২১% হারে বেড়ে দাঁড়িয়েছে ১.৩১ লক্ষ কোটি টাকা ৷