উত্তরবঙ্গ IMD North Bengal Weather Update: ফুরফুরে হিমেল হাওয়া…শীতের চাদরে মুড়ছে পাহাড়! ঋতুবদল শীঘ্রই? দেখুন উত্তরবঙ্গের আবহাওয়া Gallery October 26, 2024 Bangla Digital Desk শনিবারের উত্তরের আবহাওয়া: শনিবার উত্তরবঙ্গের আকাশ মোটের ওপর পরিষ্কার। আংশিক মেঘলা সর্বত্র। সান্দাকফু ট্রেকে প্রাকৃতিক শোভায় মজে পর্যটকেরা। সঙ্গে শীতের আমেজ। বইছে উত্তুরে হাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাহাড় থেকে সমতলে। জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট। শিলিগুড়ি : হালকা রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। সন্ধ্যার পর ঠান্ডা পড়বে। তাপমাত্রা ২২-২৩ ডিগ্রি। সান্দাকফু : সুন্দর আবহাওয়া। পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মুগ্ধ হলেন বেড়াতে আসা পর্যটকেরা। তাপমাত্রা এখানে ১০ ডিগ্রি! দার্জিলিং : পরিষ্কার আকাশ। হালকা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। তাপমাত্রা ১২ ডিগ্রি। শীতের চাদরে মুড়েছে শৈলশহ কালিম্পং: ঠান্ডা হাওয়া। মেঘ আর কুয়াশা। তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজও। কালিম্পং: ঠান্ডা হাওয়া। মেঘ আর কুয়াশা। তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজও। জলপাইগুড়ি: পরিষ্কার আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.০৯ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স: মেঘলা আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার : এখানেও মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার : মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরদিনাজপুর : মেঘলা আকাশ রায়গঞ্জে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুর : আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর : মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুর : মেঘলা আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২১.০২ ডিগ্রি সেলসিয়াস।