দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Weather Update: ‘দানা’র দাপট কমলেও রেহাই নেই বাংলার! কাঁপিয়ে ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি…! ভাসবে ৩ জেলা, কালীপুজোও কি ভেস্তে যাবে? জানিয়ে দিল IMD Gallery October 26, 2024 Bangla Digital Desk প্রবল প্রভাব ফেলতে পারেনি ঘূর্ণিঝড় ‘দানা’। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে দক্ষিণের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। পুরুলিয়া জেলাতেও ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে। টানা ঝড় বৃষ্টির হয়েছে জেলায়। এইদিন ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই হালকা মেঘলা আকাশ থাকছে। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হচ্ছে জেলায়। ক্রমাগত ওঠা-নামা করছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এইদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস । টানা ঝড় বৃষ্টির কারণে অনেকখানি তাপমাত্রার পারদ এক ঝটকায় কমে গিয়েছে। দানার প্রভাব প্রবলভাবে না পড়লেও মোটের উপর দক্ষিণের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। রবিবারও একই রকম থাকবে পরিস্থিতি। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের প্রায় সর্বত্র। কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ছে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে উত্তরের বেশ কিছু জেলা। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সর্বত্র। দক্ষিণের জেলাগুলিতে টানাপোড়েন লেগেই থাকবে ঝড় বৃষ্টির। কোনওভাবেই স্বস্তি পাবে না দক্ষিণবঙ্গবাসী। জেলা পুরুলিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত।