দার্জিলিং: কোনও বলিউড বা হলিউডের মতো বড় ইন্ডাস্ট্রি নয়, পাহাড়ের যুবক-যুবতীরাই লোকাল ভাষায় সিনেমা তৈরি করে নজর কাড়ছেন সকলের।
সাধারণত দেখা যায়, কোনও সিনেমা দেখতে হলে হলের বাইরে বক্স অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে সকলে টিকিট কেটে থাকে। এবার পাহাড়ের যুবক-যুবতীদের তৈরি নেপালি ভাষায় সিনেমার টিকিট বিক্রি হচ্ছে কার্শিয়াং পাহাড়ের খোলা বাজারে। এই সিনেমায় বড় কোনও তারকা নেই। দারুণ কোনও জায়গাও নেই। তবে স্থানীয় নেপালি ভাষায় তৈরি এই সিনেমায় রয়েছে মানুষের জীবনের কথা। পাহাড়ের যুবক-যুবতীদের নিয়ে তৈরি হয়েছে নেপালি ভাষায় ‘লিপস্টিক গোলাই’। এই সিনেমায় ফুটে উঠবে মানুষের দৈনন্দিন জীবনে ঘটে চলা বিভিন্ন ঘটনা। সিনেমায় অভিনয় করা যুবক-যুবতীরা রাস্তায় বসে টিকিট বিক্রি করছেন। এতে সাড়াও মিলছে। কোনও সিনেমা হলে নয় কার্শিয়াংয়ের একটি বেসরকারি স্কুল সেন্ট অরফানজো স্কুলে এই সিনেমা দেখানো হবে।
সিনেমার প্রযোজক বিবেক রাই বলেন, “লোকাল কমিউনিটির এই সিনেমাকে বলিউড বা হলিউড সিনেমার পর্যায়ে নিয়ে যেতেই আমাদের প্রয়াস চলছে। পাহাড়ের বাজারে দেদারে বিকোচ্ছে মুভির টিকিট।মুভির ট্রেলার রিলিজের পরেই সাধারণ মানুষের ব্যাপক সাড় পাওয়া গিয়েছে।”
সুজয় ঘোষ