কোচবিহার: ইতিমধ্যেই আতসবাজি বিক্রি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। কোচবিহার জেলাও সেই তালিকায় পিছিয়ে নেই। প্রতিবছর আতসবাজি মেলায় নিত্য নতুন আতসবাজি সম্ভার দেখতে পাওয়া যায়। চলতি বছরেও তার অন্যথায় হয়নি। এবারেও চার নতুন ধরনের আতসবাজি দেখতে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে। যেই আতসবাজি গুলি বাজারে আতসবাজি কিনতে আসা ক্রেতাদের অনেকটাই মন আকর্ষণ করছে। এই চার নতুন ধরনের বাজির দাম কিন্তু খুব একটা বেশি বাড়িয়ে রাখা হয়নি। সকল মানুষেরা যাতে কিনতে পারেন সেজন্য কম রাখা হয়েছে দাম।
আরও পড়ুন: নেপালি ভাষায় তৈরি সিনেমা সাড়া ফেলছে পাহাড়ে! খোলা বাজারে দেদার বিক্রি টিকিট
বাজারের আতসবাজি বিক্রেতা সুজয় ঘোষ জানান, “আতসবাজি বাজারে প্রতিবছর নতুন ধরনের আতসবাজি না এলে ক্রেতারা কী কিনবেন বুঝে উঠতে পারেন না। ফলে বিক্রির পরিমাণ কমে অনেকটাই। তাইতো প্রতিবছর নতুন ধরনের আতসবাজি আনার চেষ্টায় থাকেন বিক্রেতারা। এবারে জেলা কোচবিহারে চার নতুন ধরনের আতসবাজি নিয়ে আসা হয়েছে। একটির নাম গ্যাস সিলিন্ডার বাজি (Gas Cylinder Bomb), আরেকটি লাট্টু স্পিনার (I-Spin), আর বাকি দুটির নাম যথাক্রমে থ্রিডি তুবড়ি (3D Pot) এবং ময়ূর বাজি (Peacock Bomb)। সবমিলিয়ে এই বোম গুলি বেশ অনেকটাই আকর্ষণ করছে বর্তমানে বাজারে আসা ক্রেতাদের।”
আরও পড়ুন: ফোন করে ডাকেন প্রেমিকা…ত্রিকোণ প্রেমের বলি যুবক? ইসলামপুরে তুলকালাম
তিনি আরও জানান, “লাট্টু স্পিনার (I-Spin) পাওয়া যাচ্ছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা দামে। থ্রিডি তুবড়ি (3D Pot) পাওয়া যাচ্ছে ৩৩০ টাকা দামে। গ্যাস সিলিন্ডার বাজি (Gas Cylinder Bomb) পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। এবং ময়ূর বাজি (Peacock Bomb) পাওয়া যাচ্ছে ৯০০ টাকা থেকে শুরু করে ৯৫০ টাকায়। তবে এর ছোটটির দাম কিছুটা কম রয়েছে। একেবারে নতুন জিনিস হিসেবে দাম খুব একটা বেশি রাখা হয়নি। যাতে সকলেই এই আতসবাজি গুলি কিনে আনন্দ উপভোগ করতে পারেন সহজেই। তবে ইতিমধ্যেই ক্রেতারা এই বাজি গুলিকে বেশ অনেকটাই বেশি করে কিনছেন।”
ইতিমধ্যেই জেলার বাজারে বেশ অনেকটাই ট্রেডিং হয়ে উঠেছে এই বিশেষ চার আতসবাজি। ছোট থেকে বড় যাঁরা আতসবাজির আনন্দে মেতে ওঠেন। তাঁরা ইতিমধ্যেই এই আতশবাজি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন দীপাবলীর দিনে জ্বালিয়ে আনন্দ উপভোগ করার জন্য। বিশেষ করে ছোটদের মন অনেকটাই বেশি আকর্ষণ করছে এই আতসবাজি গুলি।
Sarthak Pandit