হুগলি: জল থৈ থৈ পুজো মণ্ডপ। ভিজে গিয়েছে প্যান্ডেলের কাপড়। থিম জলে গলে যাওয়ার উপক্রম। একটানা বৃষ্টিতে পান্ডুয়ার কালীপুজোর প্রস্তুতিতে তুমুল ব্যাঘাত। যার জেরে একদিন পুজো বাড়ানোর আবেদন পুজো উদ্যোক্তাদের।
বারাসত, নৈহাটিতে যেমন কালীপুজো হয় খুব বড় করে, হুগলির পান্ডুয়াতেও তাই। চারদিন ধরে হয় উৎসব। দর্শনার্থীদের ভিড় হয় মণ্ডপে মণ্ডপে । পান্ডুয়া থানা এলাকায় প্রায় ৪৬টি কালীপুজো হয় কেন্দ্রীয় পুজো কমিটির নিয়ন্ত্রণে। এছাড়াও অনেক কম বাজেটের পুজো হয়। দুর্গাপুজো খুব একটা জাঁকজমক করে হয় না। তাই কালীপুজোর বারোয়ারিগুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয়।
পুজো মণ্ডপ তৈরির কাজ এখনো বেশ কিছুটা বাকি। সেই কাজ কী করে হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। বৃষ্টিতে মণ্ডপ তৈরির কাজ থমকে গেছে। বাঁশ না শুকনো হলে কাজ করা যাবে না। কেন্দ্রীয় কমিটি থানা ও ব্লক প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে।