পূর্ব বর্ধমান জেলা জুড়ে বড় ক্ষতির মুখে চাষিরা৷

Cyclone Dana effect: এক ঝড়েই সব শেষ! ঋণ নিয়ে চাষ করে মাথায় হাত কৃষকদের

বর্ধমান: ঋণ নিয়ে চাষ করে মহা বিপদে কৃষকরা! দানায় হানায় মাথায় হাত পূর্ব বর্ধমানের মেমারি, জামালপুর ,রায়না, মন্তেশ্বর, খণ্ডঘোষের চাষীদের!

দানার প্রভাবে ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি,দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ ব্লক, রায়না সহ জামালপুর ব্লকের ধান চাষী সহ সব্জি চাষীরাও বেশ ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন: ভয় ছিল, কেন ততটাও ভয়াল রূপ নিল না দানা? জবাব দিলেন আবহাওয়া দফতরের শীর্ষ কর্তা

ভাদ্র মাসের শেষের দিকে অতিবৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল, তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল৷ তারপরে যেটুকু অংশ জমিতে ধান গাছ ছিল এই দানার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে কার্যত ব্যাপক ক্ষতির আশঙ্কায় চাষিরা।

এলাকার চাষীরা জানিয়েছেন, সবে আমন ধানের শীষ বার হয়েছে। এমতাবস্থায় বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে।
এতে আর ফসল পাওয়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন তাঁরা।