নদিয়া: লাভ, লোকসান যাই হোক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই কোথাও কাঠের জ্বালানি কোথাও বা গ্যাসের ব্লো ল্যাম্প জ্বালিয়ে সময় মতন অর্ডার সাপ্লাই দেওয়ার তৎপরতা মৃৎশিল্পীদের। ল্যান্ডফলের পর ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে ভারী এবং অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে যেমন ছোটখাটো ব্যবসাদার কৃষকরা সমস্যায় পড়েছেন ঠিক তেমনই সমস্যার মধ্যে রয়েছেন মৃৎশিল্পীরাও।
এ সময় কালীপ্রতিমা অর্ডার রয়েছে যথেষ্ট পরিমাণে এবং শান্তিপুরের ক্ষেত্রে জগদ্ধাত্রী এবং রাসেরও প্রতিমার অর্ডার থাকে যথেষ্ট। আর সাইক্লোন দানার ভ্রুকুটিতে বিগত দুদিন ধরেই সূর্যের আলোতে মাটির প্রতিমা শুকানোর পরিস্থিতি ছিল না। তাই ঠিক সময়ে অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য বাধ্য হয়েই সকাল থেকে কাঁচা মাটির প্রতিমা শুকানোর ব্যবস্থা হিসেবে কোথাও কাঠের জ্বালানি কোথাও গ্যাসের ব্লো ল্যাম্প ব্যবহার করছেন তারা।
তবে এর জন্য বাড়তি খরচ হচ্ছে যথেষ্টই কিন্তু মৃৎশিল্পীরা জানাচ্ছেন ঠিক সময় মতন অর্ডার সাপ্লাইয়ের জন্য প্রাকৃতিক দুর্যোগের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না তাই লাভ লোকসান পরের কথা ঠিক সময়ে প্রতিমা ডেলিভারি দেওয়াটাই বড় কথা তাই জন্যই এই সিদ্ধান্ত। তবে কুমারটুলির বাইরে থাকা প্রতিমা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন স্থানাভাবে। বৃষ্টিপাতের আবহে রঙের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা। কিন্তু এরই মধ্যে কর্মচারীদের কাজ দিতে এবং ঠিক সময়ে অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য তারাও বসে নেই কাজ করছেন একভাবে।
Mainak Debnath