কেকেআরের ক্যাপ্টেন বদল! শ্রেয়সকে মোটা টাকা দিতে রাজি ২টি দল, বড় আপডেট

তাঁর হাত ধরেই গতবার কলকাতায় এসেছিল আইপিএল ট্রফি। অনেকে অবশ্য তাঁকে কৃতিত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, কেকেআরের ট্রফি জয়ে কৃতিত্ব প্রাপ্য গৌতম গম্ভীরের।
তাঁর হাত ধরেই গতবার কলকাতায় এসেছিল আইপিএল ট্রফি। অনেকে অবশ্য তাঁকে কৃতিত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, কেকেআরের ট্রফি জয়ে কৃতিত্ব প্রাপ্য গৌতম গম্ভীরের। সেখানে শ্রেয়স আইয়ারের তেমন কোনও অবদান নেই।
আইপিএল জয়ী অধিনায়কের এবার ঠিকানা বদল হতে পারে। আইপিএলে তা হলে কেকেআরের অধিনায়ক বদল নিশ্চিত! খবর পাওয়া যাচ্ছে এমনই।
আইপিএল জয়ী অধিনায়কের এবার ঠিকানা বদল হতে পারে। আইপিএলে তা হলে কেকেআরের অধিনায়ক বদল নিশ্চিত! খবর পাওয়া যাচ্ছে এমনই।
শোনা যাচ্ছে, দুটি ফ্র্যাঞ্চাইজির তরফে শ্রেয়স আইয়ারের কাছে মোটা টাকার অফার রয়েছে। ফলে তিনি কেকেআর ছাড়লে আর অবাক হওয়ার কিছু থাকবে না।
শোনা যাচ্ছে, দুটি ফ্র্যাঞ্চাইজির তরফে শ্রেয়স আইয়ারের কাছে মোটা টাকার অফার রয়েছে। ফলে তিনি কেকেআর ছাড়লে আর অবাক হওয়ার কিছু থাকবে না।
৩১ অক্টোবরের মধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। শোনা যাচ্ছে, কেকেআর হয়তো সেই তালিকায় রাখবে না শ্রেয়সকে!
৩১ অক্টোবরের মধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। শোনা যাচ্ছে, কেকেআর হয়তো সেই তালিকায় রাখবে না শ্রেয়সকে!
 আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং রিঙ্কু সিংকে রিটেইন করতে পারে কেকেআর। আনক্যাপড রমনদীপ সিং ও হর্ষিত রানাকেও রাখা হতে পারে দলে। বরুণ চক্রবর্তীকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং রিঙ্কু সিংকে রিটেইন করতে পারে কেকেআর। আনক্যাপড রমনদীপ সিং ও হর্ষিত রানাকেও রাখা হতে পারে দলে। বরুণ চক্রবর্তীকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না।
সূত্রের খবর, আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়সকে দলে নিতে নাকি ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস এবং আরসিবি। কারণ দুটি দলই নতুন মরশুমে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। শ্রেয়সের থেকে ভাল বিকল্প হতে পারে না। ফলে শ্রেয়সের জন্য তারা বড় দর হাঁকতেও রাজি।
সূত্রের খবর, আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়সকে দলে নিতে নাকি ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস এবং আরসিবি। কারণ দুটি দলই নতুন মরশুমে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। শ্রেয়সের থেকে ভাল বিকল্প হতে পারে না। ফলে শ্রেয়সের জন্য তারা বড় দর হাঁকতেও রাজি।