এ বার ইরানে সরাসরি হামলা শুরু করল ইজ়রায়েল। রাজধানী তেহরানে শনিবার সকাল থেকে আকাশপথে একাধিক হামলা করা হয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, একাধিক যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইরানে। এই হামলার দায় স্বীকার করে ইজ়রায়েল জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করেছে তারা। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি। এ ছাড়া, ইরাক এবং সিরিয়াতেও একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তেল আভিভ।
ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে যে তারা ইরানের ‘সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার’ জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হোয়াইট হাউজ বলছে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইজরায়েল।