লখনউ: আবার ভারতীয় ট্রেন বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল৷ উত্তর প্রদেশের মালিহাবাদ এবং কাকোরি রেলওয়ের মধ্য এই ঘটনাটি ঘটে৷ ট্রেনটি দিল্লি থেকে লখনউ যাচ্ছিল৷
জানা গিয়েছে মালিহাবাদ এবং কাকোরি রেলওয়ের মধ্যে স্টেশনের ট্র্যাকে দুই ফুটের একটা লম্বা কাঠ ছিল৷ যার ওজন প্রায় ছয় কেজি৷ যার ফলে চালক ট্রেন থামাতে বাধ্য হয়৷
সূত্রের খবর অনুযায়ী ট্রেন নং ১৪২৩৬ বেরেলি-বারাণসী এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটে৷ চালকের সচেতনতার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে৷
অল্পের জন্য রক্ষা পেলেও এই ঘটনায় অন্তত দু’ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়৷ সঙ্গে সঙ্গেই স্টেশন মাস্টাররা আপ ও ডাউন ট্র্যাকে আসা বাকি ট্রেনের জন্যও সতর্কতা জারি করেছে৷
পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এই বড় কাঠের টুকরোটি সরিয়ে আনেন৷
সূত্রের খবর, সন্দেহ করা হচ্ছে এই ঘটনার পিছনে কোনও ধরনের নাশকতামূলক হাতও থাকতে পারে৷ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারায় মালিহাবাদ থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷