কবে কর্মসূচি?

RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের সিজিও কমপ্লেক্স অভিযান! বড় ঘোষণা কিঞ্জল নন্দের

কলকাতা: আবার প্রতিবাদে নামছেন জুনিয়র ডাক্তাররা। এমনটাই শনিবার আরজি কর হাসপাতালের গণ কনভেনশন থেকে কিঞ্জল নন্দ ঘোষণা করলেন। ৩০ অক্টোবর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সিবিআই দফতর, সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের একাংশ শনিবার নতুন সংগঠন তৈরি করে। বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করা হচ্ছে! শনিবার আরজি কর সমাবেশেও বেশিরভাগই বাইরের লোক, অভিযোগ জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন নিজেদের প্রকাশ্যে আনল। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।

আরও পড়ুন: কালীপুজোতে ঝড়বৃষ্টি? দানার প্রভাব কাটতেই আবহাওয়ার বিরাট আপডেট আলিপুরের

প্রেস মিটিংয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্র আন্সারুল হক বললেন, “রিয়া বেরা, অভয়ার পোস্ট মরটেম যিনি সই করেছিলেন, তাঁরও আজ ২৮ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স। আমাদের নামে মিথ্যে বলেছে অনিকেত মাহাতোরা। আমাদের নামে কোনও কেস নেই।” নতুন সংগঠনের ডাক্তারদের দাবি, অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: অভিষেকের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই ঐশ্বর্যার জীবনের বড় সত্য প্রকাশ্যে! ইনস্টাগ্রামে দিলেন বিরাট ইঙ্গিত

তাৎপর্যপূর্ণ ভাবে এই দিনই আরজি কর নিয়ে ফের পথে নামার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। নতুন সংগঠনের জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগ রয়েছে পুরনো সংগঠনের আন্দোলনকারীদের নিয়ে, কী হয় সেটাই দেখার।