কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক, তাঁকে ছুঁতেই প্রাণ গেল সুপারভাইজারেরও!

Factory: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক, তাঁকে ছুঁতেই প্রাণ গেল সুপারভাইজারেরও!

পশ্চিম বর্ধমান: বেসরকারি লৌহ-ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আসানসোলের রানীগঞ্জ থানার মঙ্গলপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় এই বিপর্যয় ঘটে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠন নেতৃত্বরা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কারখানায় পাইপ নামানোর কাজ চলছিল। সেই সময় একজন ঠিকাশ্রমিক বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন।

আরও পড়ুন- চারিদিকে বিষধর সাপ কিলবিল করছে! ‘দানা’ এ কী করল? ডাক্তার সহ- ২৮ জন হাসপাতালে! কী হল জানুন

তা দেখে ওই কারখানার এক সুপারভাইজার তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন, দু’জনেরই মৃত্যু হয়। এই ঘটনার পর শ্রমিক সংগঠনের নেতৃত্বে কারখানা চত্বরে বিক্ষোভ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছায়। শ্রমিক সংগঠনের দাবি, মৃতদের পরিবারকে আর্থিক ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কতৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- উইলে ড্রাইভার, রাঁধুনিরও নাম রয়েছে, কিন্তু ভাই নোয়েলকে কিছুই দেননি রতন টাটা? কেমন ছিল তাঁদের সম্পর্ক?