হাইকোর্টে জামিনের আবেদন সন্দীপের! দেখালেন বিরাট ' যুক্তি '৷

Sandip Ghosh License Registration: হাইকোর্টে জামিনের আবেদন সন্দীপের! সিবিআইয়ের বিরুদ্ধে তুললেন বিরাট ‘যুক্তি’!

হাইকোর্ট একক বেঞ্চে জামিনের আবেদন করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে এর আগে ধাক্কা খেয়েছিলেন তিনি। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত বহালই থেকেছে।
হাইকোর্ট একক বেঞ্চে জামিনের আবেদন করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে এর আগে ধাক্কা খেয়েছিলেন তিনি। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত বহালই থেকেছে।
নিজের বক্তব্য পেশের সুযোগই পাননি--- এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। এর আগে নিম্ন আদালতের আগের নির্দেশ মতো সন্দীপ ঘোষকে ২১ অক্টোবর নিম্ন আদালতে হাজির করার কথা ছিল।
নিজের বক্তব্য পেশের সুযোগই পাননি— এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। এর আগে নিম্ন আদালতের আগের নির্দেশ মতো সন্দীপ ঘোষকে ২১ অক্টোবর নিম্ন আদালতে হাজির করার কথা ছিল।
ওইদিন তাঁকে সিবিআই হাজিরও করেনি এবং তাঁকে হেফাজতে পাওয়ার কোনও আবেদনও করেনি। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন সন্দীপের।
ওইদিন তাঁকে সিবিআই হাজিরও করেনি এবং তাঁকে হেফাজতে পাওয়ার কোনও আবেদনও করেনি। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন সন্দীপের।
বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে সোমবারই শুনানির সম্ভাবনা। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে সোমবারই শুনানির সম্ভাবনা। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আরজি করের দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যে ইডি আবারও জেরা করে সন্দীপ ঘোষকে। আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল।
আরজি করের দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যে ইডি আবারও জেরা করে সন্দীপ ঘোষকে। আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল।
আরজি কর দুর্নীতি কাণ্ডে এবার নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, গ্রেফতার হওয়া আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই।
আরজি কর দুর্নীতি কাণ্ডে এবার নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, গ্রেফতার হওয়া আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই।
আরজি কর তদন্ত যত এগিয়েছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক 'কীর্তি' সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
আরজি কর তদন্ত যত এগিয়েছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। তারপর আরজি করে চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। তারপর আরজি করে চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!