ছবি প্রতিকী 

North 24 Parganas News: বৃষ্টিতে বিঘ্ন প্রতিমা তৈরি! চিন্তায় কুমোর পাড়ার শিল্পীরা, দিনরাত চলছে কাজ 

উত্তর ২৪ পরগনা: বৃষ্টিতে বিঘ্ন প্রতিমা তৈরি। চিন্তায় পড়েছেন কুমোরপাড়ার শিল্পীরা। কালীপুজোর আর হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু প্রায় শেষ লগ্নে এসেও এখনও কাজ শেষ করে উঠতে পারেনি প্রতিমা শিল্পীরা। সেই জন্য দিনরাত এক করে কাজ করে চলেছেন বসিরহাটের খোলাপোতা এলাকার প্রতিমা শিল্পীরা।  উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছিলেন তাঁরা। প্রতিমা তৈরি থেকে রোদে শুকনো, একাধিক কাজে বারবার ব্যাঘাত ঘটেছিল। সেই কারণে এখন যেন আর দম ফেলার সময় পাচ্ছেন না কারিগররা। যার জন্যই প্রতিমা তৈরির বরাত হাতে থাকলেও যথা সময়ে সেই প্রতিমা তৈরি শেষ করে উঠতে পারেননি কুমোরপাড়ার  কারিগররা।

প্যান্ডেল তৈরি এবং আলোকসজ্জা-সহ সব কাজ প্রায় শেষের দিকে। অপেক্ষা শুধু দেবী আসার। সেই জন্য তারা এখন ব্যস্ত সময় পার করছেন। দুর্গাপুজো শেষ হতে না হতেই কারিগররা  কালীপুজো উপলক্ষে প্রতিমা তৈরি করতে শুরু করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপকভাবে কাজে ব্যাঘাত পেয়েছেন প্রতিমার শিল্পীরা। এখনও পর্যন্ত প্রায় ত্রিশটি প্রতিমার রঙ তুলির কাজ শেষ করে সাজসজ্জার কাজ করতে হবে। বরাত পাওয়া প্রতিমা গুলি দু’এক দিন আগেই শেষ করতে হবে। আর সেই কারণেই রাতদিন এক করে কাজ করে চলেছেন।

সারাদিনে কাজের ব্যস্ততার পাশাপাশি প্রায় রাত জেগেও কাজ করেছেন শিল্পীরা। কারণ কালীপুজো একেবারে দোরগোড়ায়। দিন পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি।

জুলফিকার মোল্লা