Gold Price: ২০২৫-এর দীপাবলিতে সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা যা বলছেন

ধনতেরস যত এগিয়ে আসছে বুক কাঁপছে আম আদমির। যে হারে দাম বাড়ছে, এ বছর সোনা কেনা যাবে তো? এই প্রশ্নই এখন ফিরছে মুখে মুখে। তারওপর সামনেই বিয়ের মরশুম। সব মিলিয়ে দুশ্চিন্তার শেষ নেই।
ধনতেরস যত এগিয়ে আসছে বুক কাঁপছে আম আদমির। যে হারে দাম বাড়ছে, এ বছর সোনা কেনা যাবে তো? এই প্রশ্নই এখন ফিরছে মুখে মুখে। তারওপর সামনেই বিয়ের মরশুম। সব মিলিয়ে দুশ্চিন্তার শেষ নেই।
ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০,২৮২ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৮,৫৭৭ টাকা। অর্থাৎ এক বছরে সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। নিফটি ৫০-ও এত বাড়েনি। হ্যাঁ, পরিসংখ্যান বলছে, গত এক বছরে নিফটি ৫০ বেড়েছে ২৮ শতাংশ।
ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০,২৮২ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৮,৫৭৭ টাকা। অর্থাৎ এক বছরে সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। নিফটি ৫০-ও এত বাড়েনি। হ্যাঁ, পরিসংখ্যান বলছে, গত এক বছরে নিফটি ৫০ বেড়েছে ২৮ শতাংশ।
সোনা এখন শেয়ার বাজারকেও টেক্কা দিচ্ছে। ২০২৪ সালে ঘরোয়া বাজারে সোনার দাম ২৩ শতাংশ বেড়েছে। সেখানে বেঞ্চমার্ক সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। শেষ ৬ মাসে ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।
সোনা এখন শেয়ার বাজারকেও টেক্কা দিচ্ছে। ২০২৪ সালে ঘরোয়া বাজারে সোনার দাম ২৩ শতাংশ বেড়েছে। সেখানে বেঞ্চমার্ক সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। শেষ ৬ মাসে ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।
আশ্চর্যের বিষয় হল, দাম হু হু করে বাড়লেও সোনার চাহিদা কমেনি। দীপাবলির আগে ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অনিয়শ্চতার সময় সোনা বরাবরই নিরাপদ বিনিয়োগ বিকল্প। মুদ্রাস্ফীতি বা মন্দার সময়ে মূল্যবান হেজ হিসাবে কাজ করে।
আশ্চর্যের বিষয় হল, দাম হু হু করে বাড়লেও সোনার চাহিদা কমেনি। দীপাবলির আগে ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অনিয়শ্চতার সময় সোনা বরাবরই নিরাপদ বিনিয়োগ বিকল্প। মুদ্রাস্ফীতি বা মন্দার সময়ে মূল্যবান হেজ হিসাবে কাজ করে।
ডিএসপি মিউচুয়াল ফান্ডের ‘নেত্রা রিপোর্ট – অক্টোবর ২০২৪’-এ সোনার দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় শক্তিশালী রিটার্ন দিয়েছে সোনা হলুদ ধাতু। আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে মুদ্রার দাম কমেছে, কিন্তু সোনা শক্তিশালী হয়েছে। দাম বেড়েছে।
ডিএসপি মিউচুয়াল ফান্ডের ‘নেত্রা রিপোর্ট – অক্টোবর ২০২৪’-এ সোনার দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় শক্তিশালী রিটার্ন দিয়েছে সোনা হলুদ ধাতু। আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে মুদ্রার দাম কমেছে, কিন্তু সোনা শক্তিশালী হয়েছে। দাম বেড়েছে।
পোর্টফোলিওতে সোনা রাখার কথাও বলা হয়েছে রিপোর্টে। তাদের দাবি, এতে পোর্টফোলিওতে বৈচিত্র আসে, অস্থিরতা কমে এবং রিস্ক ম্যানেজমেন্ট সহজ হয়ে যায়। এর প্রভাব পড়ে রিটার্নে। বিনিয়োগকারীরা লাভবান হন।
পোর্টফোলিওতে সোনা রাখার কথাও বলা হয়েছে রিপোর্টে। তাদের দাবি, এতে পোর্টফোলিওতে বৈচিত্র আসে, অস্থিরতা কমে এবং রিস্ক ম্যানেজমেন্ট সহজ হয়ে যায়। এর প্রভাব পড়ে রিটার্নে। বিনিয়োগকারীরা লাভবান হন।
বর্তমান পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করা উচিত? জার্মিনেট ইনভেস্টর সার্ভিসেসের সিইও সন্তোষ জোসেফ বলছেন, “আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বলা যায়, সোনায় বিনিয়োগ করার এটাই আদর্শ সময়।” একই পরামর্শ দিয়েছে ভেঞ্চুরা সিকিউরিটিজও। তারা বলছে, “গোল্ড ইটিএফ, সোভেরিন গোল্ড বন্ড, ফিজিক্যাল সোনার পাশাপাশি গোল্ড ফিউচারেও (ডেরিভেটিভস) বিনিয়োগ করতে পারেন।” ফিনএজের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ গেহলটের কথায়, “সোনায় বিনিয়োগের আদর্শ সময় এই বছরের ধনতেরস। ফিজিক্যাল অথবা ইলেকট্রনিক, দু’ভাবেই বিনিয়োগ করা যায়।”
বর্তমান পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করা উচিত? জার্মিনেট ইনভেস্টর সার্ভিসেসের সিইও সন্তোষ জোসেফ বলছেন, “আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বলা যায়, সোনায় বিনিয়োগ করার এটাই আদর্শ সময়।” একই পরামর্শ দিয়েছে ভেঞ্চুরা সিকিউরিটিজও। তারা বলছে, “গোল্ড ইটিএফ, সোভেরিন গোল্ড বন্ড, ফিজিক্যাল সোনার পাশাপাশি গোল্ড ফিউচারেও (ডেরিভেটিভস) বিনিয়োগ করতে পারেন।” ফিনএজের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ গেহলটের কথায়, “সোনায় বিনিয়োগের আদর্শ সময় এই বছরের ধনতেরস। ফিজিক্যাল অথবা ইলেকট্রনিক, দু’ভাবেই বিনিয়োগ করা যায়।”
২০২৫-এর দীপাবলিতে ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে সোনা: বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে ট্রেন্ড চলছে, তা বজায় থাকলে আগামী বছর ধনতেরস এবং দীপাবলির সময় সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। তাঁরা বলছেন, ২০২৫ সালের দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম ১,০৩,০০০ টাকায় পৌঁছতে পারে।
২০২৫-এর দীপাবলিতে ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে সোনা: বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে ট্রেন্ড চলছে, তা বজায় থাকলে আগামী বছর ধনতেরস এবং দীপাবলির সময় সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। তাঁরা বলছেন, ২০২৫ সালের দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম ১,০৩,০০০ টাকায় পৌঁছতে পারে।