অকশন পর্ব থেকেই হিট হাওড়া টেনিস ক্রিকেট প্রিমিয়ার লিগ!

Howrah News: ধামাকা খবর! হাওড়ার ইতিহাসে এই প্রথম আইপিএল-এর ধাঁচে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

হাওড়া: টেনিস ক্রিকেট ইতিহাসে হাওড়ায় এই প্রথম আইপিএল-এর ধাঁচে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট! শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। সাড়ম্বরে অনুষ্ঠিত হল হাওড়া প্রিমিয়ার লিগের অকশন পর্ব। ক্রিকেট নিয়ে চর্চা সারা দেশ জুড়ে। যেখানে সচিন তেন্ডুলকারকে দেখা গেছে ISPL টেনিস ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। ময়দান থেকে অলিগলিতে দারুণ চল রয়েছে টেনিস ক্রিকেট খেলার। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা এবং দেশের বড় বড় শহরগুলিতে বড় বড় টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। সেই দিক থেকে বর্তমান সময়ে টেনিস ক্রিকেট খেলোয়াড়দের কদরও বেশ। সম্প্রতি আইপিএল-এর অনুকরণের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলার আয়োজন ও অনুষ্ঠানে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তণ ক্রিকেটারদেরও দেখা যায়। আগামী দিনে আইপিএলের পথেই এগোতে পারে টেনিস খেলা এমনটাই মনে করছেন অনেকে। ফলে আরও বেশি টেনিস খেলার দিকে ঝুঁকেছে যুব সমাজ। বিশেষ করে টেনিস ক্রিকেট খেলায় আরও বেশি আস্থা পাচ্ছে। যে কারণে যুব সমাজ এই খেলার প্রতি আরও বেশি করে উৎসাহিত।

সারা দেশে টেনিস ক্রিকেট নিয়ে জোরচর্চা। জেলায় টেনিস ক্রিকেট খেলোয়াড়দের প্রতিভা থাকলেও নিজেদের তুলে ধরার সুযোগ মিলছে না। সেইদিকটাই গুরুত্ব রেখেই জেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ‘হাওড়া প্রিমিয়ার লিগ’। এই টুর্নামেন্টে শুধুমাত্র হাওড়া জেলার খেলোয়াড়ই সুযোগ পাবেন। বর্তমানে টেনিস ক্রিকেট খেলার চল দারুণ রয়েছে হাওড়া জেলায়। খেলোয়াড়দের মান উন্নত করতে এই টুর্নামেন্টে বিশেষ নিয়ম। যেখানে প্রতিটি দলে কমপক্ষে ২ জন ৪০ ঊর্ধ্ব বয়সী খেলোয়াড় ও একজন অনুর্ধ ২০ বছরের খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। এতে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়রা প্রবীণ খেলোয়ারদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। যার মাধ্যমে আরও বেশি পরিণত হবে জেলার নতুন টেনিস ক্রিকেট তারকা। হাওড়া প্রিমিয়ার লিগে অংশগ্রহণে খেলোয়ার রেজিস্ট্রেশন এবং ১৬ টি দলের রেজিস্ট্রেশন আগেই সম্পন্ন হয়েছে। এরপর হাওড়া টাউন হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় অকশন পর্ব। লিগ শুরু আগেই দারুণভাবে সাড়া ফেলেছে হাওড়া প্রিমিয়ার লিগ।

আরও পড়ুন: ৫ সরকারি স্কুলের বিকাশ মেলা! টেক্কা দিল বেসরকারি স্কুলকে

হাওড়া প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী নিলামের আগেই প্রতিটি দল একজন করে ব্র্যান্ড খেলোয়াড় রাখতে পারবেন। প্রতিটি দলের হাতে দশ হাজার পয়েন্ট থাকবে। সেখান নিলামে পয়েন্টের মাধ্যমে ১৫ জনের দল তৈরি করতে পারবেন দলের মালিক। প্রতিটি খেলোয়াড় বেস প্রাইস ৩০০ পয়েন্ট রাখা হয়।

আরও পড়ুন: গ্রাম বাংলার পছন্দের টক ঝাল মিষ্টি স্বাদের এই ভর্তা! এক থালা গরম ভাত উঠে ‌যাবে নিমেষে

এ প্রসঙ্গে সিনিয়র টেনিস ক্রিকেট খেলোয়ার পিন্টু জাসওয়াল জানান, এটি জেলার টেনিস খেলোয়াড়দের জন্য সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। ওখান থেকেই বড় মঞ্চে নিজেদেরকে তুলে ধরার সুযোগ।

এ প্রসঙ্গে উদ্যোক্তারা পার্থ জিৎ পাঁজা ও অরিজিৎ দাস জানান, জেলার টেনিস ক্রিকেট খেলোয়াড়দের মান উন্নত করতে এই লীগের আয়োজন। নতুন প্রতিভাবান খেলোয়াড়দের পরিণত করতে লিগে বিশেষ নিয়ম রাখা হয়েছে। যেখানে সিনিয়র খেলোয়াড়রা মাঠে যুব সমাজের সাথে থাকবে। সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা আর যুব খেলোয়াদের পরিশ্রম মাঠে অন্য মাত্র পাবে প্রতিযোগিতা। আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবো এই খেলা। প্রথমে লীগ ও পরে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। খেলোয়াড়রা প্রত্যেকেই তাঁদের অকশন মূল্যও পাবেন খেলা চলাকালীন। ফলে বলা যেতেই পারে, টেনিস ক্রিকেটারও এবার পেশাদার মর্যাদা পেতে চলছে। ১৯ শে নভেম্বর থেকে ২৪ শেনভেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত বা হাওড়ার আন্দুল রাজ মাঠে।

রাকেশ মাইতি