Diwali astro tips

Diwali Astro Trips 2024: দীপাবলির রাতে করুন এই কাজ, এক নিমেষে বদলে দেবে আপনার ভাগ্য, সংসারে আসবে সমৃদ্ধি

দীপাবলিতে হলুদের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে একে শুভ এবং পবিত্রতার প্রতীক হিসাবে দেখা হয়। হলুদ এক ধরণের মশলা। তবে রঙের কারণেই হলুদকে সূর্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা জীবনে ইতিবাচকতা এবং এনার্জি নিয়ে আসে। ধন, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সঙ্গেও একে জুড়ে দেওয়া হয়েছে।
দীপাবলিতে হলুদের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে একে শুভ এবং পবিত্রতার প্রতীক হিসাবে দেখা হয়। হলুদ এক ধরণের মশলা। তবে রঙের কারণেই হলুদকে সূর্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা জীবনে ইতিবাচকতা এবং এনার্জি নিয়ে আসে। ধন, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সঙ্গেও একে জুড়ে দেওয়া হয়েছে।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, হলুদ দেবী লক্ষ্মীর প্রিয় দ্রব্য। তাই দীপাবলির দিন বিশেষ করে লক্ষ্মী পুজোয় হলুদ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয়, পুজোয় হলুদ দিলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়িতে ধন- সম্পত্তির আগমন হয়। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তাছাড়া এই দিন কালো হলুদের পুজোও করা হয়ে থাকে।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, হলুদ দেবী লক্ষ্মীর প্রিয় দ্রব্য। তাই দীপাবলির দিন বিশেষ করে লক্ষ্মী পুজোয় হলুদ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয়, পুজোয় হলুদ দিলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়িতে ধন- সম্পত্তির আগমন হয়। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তাছাড়া এই দিন কালো হলুদের পুজোও করা হয়ে থাকে।
হলুদের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব: উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শিব শক্তি জ্যোতিষ ও বাস্তু কেন্দ্রের জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল লোকাল ১৮-কে বলেন, হলুদের ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। এই মশলাকে শুভ, পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মের অনুষ্ঠানে হলুদ ব্যবহারের চল বহু প্রাচীন। এটা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া। পাশাপাশি নেতিবাচক শক্তি দূর করতেও হলুদের ব্যবহারের পরম্পরা রয়েছে। তাছাড়া স্বাস্থ্যও ভাল থাকে। দীপাবলিতে ধন, সমৃদ্ধি এবং পরিবারের শান্তির জন্য হলুদ ব্যবহার করা হয়।
হলুদের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব: উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শিব শক্তি জ্যোতিষ ও বাস্তু কেন্দ্রের জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল লোকাল ১৮-কে বলেন, হলুদের ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। এই মশলাকে শুভ, পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মের অনুষ্ঠানে হলুদ ব্যবহারের চল বহু প্রাচীন। এটা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া। পাশাপাশি নেতিবাচক শক্তি দূর করতেও হলুদের ব্যবহারের পরম্পরা রয়েছে। তাছাড়া স্বাস্থ্যও ভাল থাকে। দীপাবলিতে ধন, সমৃদ্ধি এবং পরিবারের শান্তির জন্য হলুদ ব্যবহার করা হয়।
দীপাবলিতে ধন, সমৃদ্ধি লাভের জন্য দু'রকমভাবে হলুদ ব্যবহার করা যায়। এর মধ্যে প্রদীপে প্রতিকার এবং হলুদ পুজো অন্যতম।
দীপাবলিতে ধন, সমৃদ্ধি লাভের জন্য দু’রকমভাবে হলুদ ব্যবহার করা যায়। এর মধ্যে প্রদীপে প্রতিকার এবং হলুদ পুজো অন্যতম।
প্রদীপে প্রতিকার: দীপাবলির সকালে মাটির প্রদীপ জলে ভিজিয়ে রাখার সময় তাতে কিছু হলুদ মিশিয়ে দিতে হবে। মিনিট পনেরো ভেজানোর পর জল থেকে তুলে এবার শুকনোর পালা। সম্পূর্ণ শুকিয়ে গেলে সেই প্রদীপ কাউকে দান করতে হয়। এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। সম্পদ বৃদ্ধি পায়। পরিবারে সমৃদ্ধি আসে।
প্রদীপে প্রতিকার: দীপাবলির সকালে মাটির প্রদীপ জলে ভিজিয়ে রাখার সময় তাতে কিছু হলুদ মিশিয়ে দিতে হবে। মিনিট পনেরো ভেজানোর পর জল থেকে তুলে এবার শুকনোর পালা। সম্পূর্ণ শুকিয়ে গেলে সেই প্রদীপ কাউকে দান করতে হয়। এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। সম্পদ বৃদ্ধি পায়। পরিবারে সমৃদ্ধি আসে।
হলুদ পূজা: দীপাবলির সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজোর সময় কালো হলুদেরও পুজো করা উচিত। এমনটাই বলছেন জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল। এরপর বাড়ির সিন্দুকে পুজো করা কালো হলুদ রেখে দিতে হয়। এতে আর্থিক সমস্যা কেটে যায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
হলুদ পূজা: দীপাবলির সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজোর সময় কালো হলুদেরও পুজো করা উচিত। এমনটাই বলছেন জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল। এরপর বাড়ির সিন্দুকে পুজো করা কালো হলুদ রেখে দিতে হয়। এতে আর্থিক সমস্যা কেটে যায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল বলছেন, দীপাবলির দিন সুখ এবং সমৃদ্ধির জন্য এই দুই পদ্ধতিতে হলুদ ব্যবহার করা উচিত। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। সম্পদ বৃদ্ধি পাবে। তাঁর কথায়, এভাবেই দীপাবলি উৎসবকে হলুদ আরও বিশেষ করে তোলে, ভক্তদের মনে খুশি ও আনন্দ নিয়ে আসে।
জ্যোতিষী শকুন্তলা বেলওয়াল বলছেন, দীপাবলির দিন সুখ এবং সমৃদ্ধির জন্য এই দুই পদ্ধতিতে হলুদ ব্যবহার করা উচিত। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। সম্পদ বৃদ্ধি পাবে। তাঁর কথায়, এভাবেই দীপাবলি উৎসবকে হলুদ আরও বিশেষ করে তোলে, ভক্তদের মনে খুশি ও আনন্দ নিয়ে আসে।