পাঁচমিশালি General Knowledge Story: বলুন তো মোবাইল নম্বরে কেন ১০টা ডিজিট থাকে? এর পিছনে রয়েছে এক অবাক করা কারণ, কেউ কখনও ভাবেনি Gallery October 28, 2024 Bangla Digital Desk বর্তমানে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন মোবাইল ছাড়া এক পা চলার কথাও ভাবতে পারি না। যত কাছেই যাই না কেন, ফোন ছাড়া আমাদের গতি নেই। কাজের জন্য হোক বা অবসরে আমাদের সঙ্গী মোবাইল। ল্যান্ডফোনের চল এখন আর নেই। এখন সবটাই মোবাইলের জমানা। খেয়াল করে দেখবেন মোবাইল ফোনে ১০টি নম্বর থাকে। কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল। যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়। ২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে।