Tag Archives: Mobile Phone

Smartphone Tips and tricks: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।

এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে "মাইক্রোফোন গ্রিল"। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে “মাইক্রোফোন গ্রিল”। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।

কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।

উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।

Parenting Tips: মোবাইল ফোন একদম চুম্বকের মতো টানে আপনার শিশুকে, বড় ক্ষতি হওয়ার আগে এই ছোট্ট টিপসে ছাড়িয়ে দিন নেশা

স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। শিশুদের শান্ত রাখতে অভিভাবকরাই সন্তানদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন। এর ফলে শিশুরাও আসক্তি হয়ে পড়ছে মোবাইলে।
স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। শিশুদের শান্ত রাখতে অভিভাবকরাই সন্তানদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন। এর ফলে শিশুরাও আসক্তি হয়ে পড়ছে মোবাইলে।
অনেক শিশুই মোবাইল ছাড়া একটুও যেন খেতে চায় না। সন্তানের পেট ভরাতে বাধ্য হয়ে বাবা-মায়েরা তাই চালিয়ে দিচ্ছেন মোবাইল।
অনেক শিশুই মোবাইল ছাড়া একটুও যেন খেতে চায় না। সন্তানের পেট ভরাতে বাধ্য হয়ে বাবা-মায়েরা তাই চালিয়ে দিচ্ছেন মোবাইল।
এভাবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে খাবার গিলতে থাকে আপনার সন্তান যা মোটেও ঠিক নয়। এই বদভ্যাস ছাড়াতে মেনে চলুন কিছু টিপস।
এভাবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে খাবার গিলতে থাকে আপনার সন্তান যা মোটেও ঠিক নয়। এই বদভ্যাস ছাড়াতে মেনে চলুন কিছু টিপস।
শিশু বিশেষজ্ঞ ডা. ফারুক হোসেন জানান, একদিনে শিশুর অভ্যাস পরিবর্তন করতে পারবেন না। সেজন্য প্রতিদিন অল্প অল্প করে মোবাইলের ব্যবহারের সময় কমানোর চেষ্টা করুন।
শিশু বিশেষজ্ঞ ডা. ফারুক হোসেন জানান, একদিনে শিশুর অভ্যাস পরিবর্তন করতে পারবেন না। সেজন্য প্রতিদিন অল্প অল্প করে মোবাইলের ব্যবহারের সময় কমানোর চেষ্টা করুন।
প্রয়োজন ছাড়া খুব বেশি মোবাইলের ব্যবহার আপনার শিশুর সামনে করবেন না। নইলে আপনার দেখে সেও মোবাইল দেখায় অভ্যস্ত হয়ে পড়বে।
প্রয়োজন ছাড়া খুব বেশি মোবাইলের ব্যবহার আপনার শিশুর সামনে করবেন না। নইলে আপনার দেখে সেও মোবাইল দেখায় অভ্যস্ত হয়ে পড়বে।
খাওয়ার সময় একসঙ্গে খেতে বসুন। এতে পরিবারে সকলের মধ্যে সম্পর্কের বাঁধন অটুট থাকে। সেই সময় সারাদিনের কাজ নিয়ে আলোচনা করুন, সন্তানের সঙ্গে কথা বলুন।
খাওয়ার সময় একসঙ্গে খেতে বসুন। এতে পরিবারে সকলের মধ্যে সম্পর্কের বাঁধন অটুট থাকে। সেই সময় সারাদিনের কাজ নিয়ে আলোচনা করুন, সন্তানের সঙ্গে কথা বলুন।

Smartphone Use: সারাদিন চোখ আটকে মুঠোফোনে? ভয়ানক ক্ষতি হচ্ছে! সুস্থ থাকতে মনে রাখুন এই কয়েকটি টিপস

স্মার্টফোনের যুগ। হাতের মুঠোয় বন্দি গোটা বিশ্ব। আট থেকে আশি, সবার চোখ আটকে মোবাইলে। কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কোনও হুঁশ নেই। এর ফলে চোখের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন উৎপাদনকে ব্যাহত করে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। তাছাড়া দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ডিজিটাল আই স্ট্রেন হতে পারে। যেমন মাথাব্যথা, ঝাপসা দৃষ্টি, শুকনো চোখের মতো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন: বৃষ্টি এসেছে কিন্তু মৌসুমি বায়ু এখনও…কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে ঝড়বৃষ্টি? ৫ বছরের রেকর্ড ভেঙে ঠিক কবে আসছে বর্ষা?

এর হাত থেকে বাঁচতে স্ক্রিন টাইম কমানো, নীল আলোর এক্সপোজার কমাতে স্ক্রিন সেটিংস ঠিক করা, চোখের যত্ন নেওয়া ইত্যাদি অপরিহার্য। নাহলে অকালে দৃষ্টিশক্তি হারাতে হতে পারে। তাই চোখ বাঁচাতে কিছু পদ্ধতি অবলম্বন করা যায়।

২০-২০-২০ রুল অনুসরণ: প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিরতিতে ২০ ফুট দূরের কোনও বস্তুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে।

ব্লু লাইট ফিল্টার ব্যবহার: আগেই বলা হয়েছে, স্মার্টফোন থেকে নির্গত নীল আলো চোখের জন্য ক্ষতিকর। এ থেকে বাঁচতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা যায় কিংবা স্ক্রিন প্রোটেক্টর। এগুলো নীল আলোর এক্সপোজার কমায়।

স্ক্রিনের ব্রাইটনেস ঠিক রাখা: স্ক্রিনের ব্রাইটনেস যথাযথ রাখাটা গুরুত্বপূর্ণ। ব্রাইটনেস এমনভাবে সেট করতে হবে, যা চোখের জন্য আরামদায়ক হয়। খুব উজ্জ্বল বা খুব ডার্ক নয়, ব্রাইটনেস মাঝামাঝি রাখাই ভাল।

সঠিক দূরত্ব বজায় রাখতে হবে: স্ক্রিন এবং চোখের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কমপক্ষে ১৬ থেকে ১৮ ইঞ্চি দূরত্বকে আদর্শ ধরা হয়।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

নিয়মিত চোখের পলক ফেলা উচিত: স্ক্রিনের দিকে দীর্ঘসময় তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায়। তাই ঘনঘন পলক ফেলার পরামর্শ দেওয়া হয়। এটা চোখকে আর্দ্র রাখে।

নিয়মিত চক্ষু পরীক্ষা: যাঁদের মোবাইল বা কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করতে হয়, তাঁদের নিয়মিত চক্ষু পরীক্ষা করানো উচিত। যাতে যে কোনও সমস্যার দ্রুত সমাধান করা যায়।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওয়ার্ক প্রোফাইল যুক্ত করতে চান? দেখে নিন কী করতে হবে, রইল ধাপে ধাপে নির্দেশিকা

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যক্তিগত অ্যাপ এবং ডেটা থেকে ওয়ার্ক অ্যাপ, তার ডেটা আলাদা করার জন্য একটি পৃথক প্রোফাইল সেট আপ করতে পারেন। একটি কাজের প্রোফাইলের সাহায্যে ব্যবহারকারীরা নিরাপদে, ব্যক্তিগতভাবে কাজ এবং ব্যক্তিগত উদ্দেশ্যে একই ডিভাইস ব্যবহার করতে পারেন।

যে কোম্পানিতে কাজ করা হয়, সেটির ডেটা সুরক্ষিত রাখতে মোবাইল ম্যানেজমেন্ট ব্যবহার করলে, ডিভাইসে একটি গুগল ডিভাইস পলিসি অ্যাপ ইনস্টল করতে এবং একটি ওয়ার্ক প্রোফাইল তৈরি করতে হতে পারে।

একটি ব্যক্তিগত Android ডিভাইসে Google Workspace অ্যাকাউন্ট সেট-আপ করার উপায় –

– যদি কারও কাছে একটি নতুন বা ফ্যাক্টরি-রিসেট ডিভাইস থাকে, তাহলে ডিভাইসটি চালু করতে হবে এবং Google সাইন-ইন স্ক্রিনে যাওয়ার জন্য প্রম্পটগুলি অনুসরণ করতে হবে।

– যদি সেই ডিভাইসটি নতুন না হয়, তাহলে Settings > Accounts > Add account > Google অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

– অনুরোধ করা হলে, ডিভাইসের পাসওয়ার্ড দিতে হবে।

– এরপর Google Workspace-এর ই-মেলের ঠিকানা লিখতে হবে এবং Next অপশনে ট্যাপ ক্লিক করতে হবে (Google Workspace-এর ঠিকানা হল সেই ই-মেল ঠিকানা যা অফিস বা স্কুলের জন্য ব্যবহার করা হয়)

– এরপর নিজেদের পাসওয়ার্ড লিখতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে।

– পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি গ্রহণ করতে, i agree অপশনে ক্লিক করতে হবে।

অনুরোধ করা হলে, More > Next > Next অপশনে ক্লিক করতে হবে এবং একটি বিকল্প বেছে নিতে হবে –

– শুধুমাত্র কাজের জন্য

– কাজ এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য

ব্যবহারকারীরা অ্যাপ ড্রয়ার খুলে বাঁদিকে সোয়াইপ করে অথবা কাজের প্রোফাইল অ্যাক্সেস করতে “Work” অপশনে ক্লিক করে ওয়ার্ক অ্যাপ ইনস্টল করতে পারেন। এরপর নিচের দিকে একটি “briefcase” সহ অ্যাপ আইকন দেখতে পাওয়া যাবে। “briefcase” দিয়ে প্লে স্টোর ওপেন করতে হবে এবং নিজেদের প্রয়োজনীয় অ্যাপগুলি ইনস্টল করতে হবে।

আরও পড়ুন: পৃথিবীর অভ‍্যন্তরে চলছে ভয়ানক কাণ্ড! কোন ‘মহাপ্রলয়’ ঘনিয়ে আসছে? নতুন গবেষণায় চাঞ্চল‍্যকর তথ‍্য

ব্যবহারকারীরা তাঁদের হোম স্ক্রিনে কাজের অ্যাপ দেখতে পারেন এবং কাজের প্রোফাইল থেকে সমস্ত কাজের অ্যাপ অ্যাক্সেস করতে পারেন।

– সমস্ত অ্যাপ অ্যাক্সেস করতে, উপরে সোয়াইপ করতে হবে।

– Work অপশনে ক্লিক করতে হবে।

– (ঐচ্ছিক) আরও কাজের অ্যাপ খুঁজতে এবং ইনস্টল করতে, Google Play-তে যেতে হবে।

Wrong Number Call: দমকল দফতরে ফোন করে মোবাইল রিচার্জ করে দেওয়ার বায়না! তারপর যা হল…

উত্তর দিনাজপুর: দমকলকেন্দ্রে ফোন করে কারও আবদার মোবাইলে রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ! আবার কারো আবদার “ফোনে নেটওয়ার্ক নেই” নিত্যদিন এই ধরনের বিভিন্ন ফেক কল নিয়ে সমস্যায় পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।

প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসছে নানান রঙ্গরসিকতা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দমকল কেন্দ্রে এমন ধরনের ফোন কল আসায় বিভ্রান্তিতে পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে প্রতিদিন ভুয়ো কল আসায় বিরক্ত হয়ে উঠছেন দমকল কর্মীরা। ফলে, আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা।

আরও পড়ুন Health Tips in Summer: পচা গরম, শরীর অসুস্থ হতে পারে যখন তখন, কোন খাবারে মিলবে মুক্তি?

দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান ,দমকলের টোল ফ্রি নম্বর ১০১ ও দফতরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে।কখনো-কখনো শুনতে হচ্ছে নানান অশ্লীল গালিগালাজও।

এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকলকর্মী থেকে আধিকারিকরা।দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোন আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে।দমকল কেন্দ্রে অযথা এই ধরনের ভুয়ো কলের ফলে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের। ফলে কাজের সময় ফোন করেও পাওয়া যাচ্ছে না দমকলের প্রতিনিধিদের ।

পিয়া গুপ্তা

Smartphone Blast: ব্রাইটনেস বাড়িয়ে…এই ২ ভুল কখনও করবেন না! ফোন ফেটে যাবে বোমার মতো, এখনই সতর্ক হন

গ্রীষ্মের মরশুমে, মানুষের পাশাপাশি, আমাদের বাড়ির ইলেকট্রনিক আইটেম, গ্যাজেট এবং যন্ত্রপাতিগুলিও দ্রুত গরম হতে শুরু করে। এমন পরিস্থিতিতে, তাদের যথাযথ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। গরমে ফোন ব্লাস্ট হওয়ার এবং এসিতে আগুন ধরে যাওয়ার অনেক ঘটনাই এখন শোনা যাচ্ছে।
গ্রীষ্মের মরশুমে, মানুষের পাশাপাশি, আমাদের বাড়ির ইলেকট্রনিক আইটেম, গ্যাজেট এবং যন্ত্রপাতিগুলিও দ্রুত গরম হতে শুরু করে। এমন পরিস্থিতিতে, তাদের যথাযথ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। গরমে ফোন ব্লাস্ট হওয়ার এবং এসিতে আগুন ধরে যাওয়ার অনেক ঘটনাই এখন শোনা যাচ্ছে।
এমতাবস্থায় তাদের কিভাবে নিরাপদ রাখা যায় সেটাই দেখা দরকার। বিশেষ করে ফোন সম্পর্কে বলতে গেলে, এটি আমরা প্রতিদিন সবচেয়ে বেশি সময় ধরে ব্যবহার করি। তাই আমাদের ফোনগুলিও খুব দ্রুত গরম হয়ে যায়।
এমতাবস্থায় তাদের কিভাবে নিরাপদ রাখা যায় সেটাই দেখা দরকার। বিশেষ করে ফোন সম্পর্কে বলতে গেলে, এটি আমরা প্রতিদিন সবচেয়ে বেশি সময় ধরে ব্যবহার করি। তাই আমাদের ফোনগুলিও খুব দ্রুত গরম হয়ে যায়।
কিন্তু খুব কম মানুষই জানেন যে, ফোন গরম হয়ে যাওয়া আংশিক ভাবে আমাদের নিজেদের ভুলের কারণে হয়ে থাকে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ দুটি সাধারণ ভুল করে যার কারণে ফোন গরম হতে শুরু করে।
কিন্তু খুব কম মানুষই জানেন যে, ফোন গরম হয়ে যাওয়া আংশিক ভাবে আমাদের নিজেদের ভুলের কারণে হয়ে থাকে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ দুটি সাধারণ ভুল করে যার কারণে ফোন গরম হতে শুরু করে।
ব্রাইটনেস: আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ফোনের উজ্জ্বলতা সবসময় বাড়িয়ে রাখেন। কিন্তু খুব বেশি উজ্জ্বলতা ফোনের জন্য ক্ষতিকরও হতে পারে তা অনেকেই জানেন না। কিছু ফ্ল্যাগশিপ ফোন ৬,০০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে।
ব্রাইটনেস: আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ফোনের উজ্জ্বলতা সবসময় বাড়িয়ে রাখেন। কিন্তু খুব বেশি উজ্জ্বলতা ফোনের জন্য ক্ষতিকরও হতে পারে তা অনেকেই জানেন না। কিছু ফ্ল্যাগশিপ ফোন ৬,০০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে।
তবে এই উচ্চ উজ্জ্বলতা আমাদের ফোনের তাপমাত্রাও দ্রুত বাড়িয়ে দিতে পারে। কিছু ফোন রয়েছে যেগুলি অতিরিক্ত গরম হওয়া রোধ করতে স্বয়ংক্রিয় ভাবে ডিসপ্লের উজ্জ্বলতা অ্যাডজাস্ট করে।

তবে এই উচ্চ উজ্জ্বলতা আমাদের ফোনের তাপমাত্রাও দ্রুত বাড়িয়ে দিতে পারে। কিছু ফোন রয়েছে যেগুলি অতিরিক্ত গরম হওয়া রোধ করতে স্বয়ংক্রিয় ভাবে ডিসপ্লের উজ্জ্বলতা অ্যাডজাস্ট করে।
কিন্তু যদিফোন দ্রুত গরম হতে শুরু করে তাহলে ম্যানুয়ালি স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ঠান্ডা রাখতে হবে। অত্যধিক উজ্জ্বলতা শুধুমাত্র ফোনটিকে যে গরমই করে তা নয় বরং এর ব্যাটারিও দ্রুত শেষ করে দেয়।

কিন্তু যদিফোন দ্রুত গরম হতে শুরু করে তাহলে ম্যানুয়ালি স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ঠান্ডা রাখতে হবে। অত্যধিক উজ্জ্বলতা শুধুমাত্র ফোনটিকে যে গরমই করে তা নয় বরং এর ব্যাটারিও দ্রুত শেষ করে দেয়।
গরমে বেশি গেমিং টাইমও ভাল নয়: ফোনে বেশিক্ষণ গেম খেললে স্মার্টফোন খুব গরম হয়ে যেতে পারে। বিশেষ করে যদি গরম ঘরে বা বাড়ির বাইরে অর্থাৎ সরাসরি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে কেউ গেম খেলেন, তাহলে ফোন দ্রুত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
গরমে বেশি গেমিং টাইমও ভাল নয়: ফোনে বেশিক্ষণ গেম খেললে স্মার্টফোন খুব গরম হয়ে যেতে পারে। বিশেষ করে যদি গরম ঘরে বা বাড়ির বাইরে অর্থাৎ সরাসরি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে কেউ গেম খেলেন, তাহলে ফোন দ্রুত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে এবং ফোনের আয়ু বাড়াতে ফোনে কিছু সময় অন্তর বিরতি দিয়ে এবং বাড়ির ভিতরে বায়ুচলাচল করে এমন ঘরে বসে গেম খেলা উচিত। এতে করে ফোন দ্রুত গরম হওয়া থেকে রক্ষা পাবে।

ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে এবং ফোনের আয়ু বাড়াতে ফোনে কিছু সময় অন্তর বিরতি দিয়ে এবং বাড়ির ভিতরে বায়ুচলাচল করে এমন ঘরে বসে গেম খেলা উচিত। এতে করে ফোন দ্রুত গরম হওয়া থেকে রক্ষা পাবে।

Mobile Phone Hacks: মোবাইল গরম হচ্ছে, ব‍্যাটারি কমছে দ্রুত! ফোনের কভারই দায়ী? আরও কী কী সমস‍্যা হতে পারে? এখনই জানুন

মোবাইল ফোন এখন শুধু কাজের অংশ নয়, আমাদের স্টেটাস সিম্বলও হয়ে উঠছে। অনেকেই নিয়মিত ভাবে নতুন এবং দামি ফোন কেনেন। তবে দামি ফোন কেনার পরেও, এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে যায়।
মোবাইল ফোন এখন শুধু কাজের অংশ নয়, আমাদের স্টেটাস সিম্বলও হয়ে উঠছে। অনেকেই নিয়মিত ভাবে নতুন এবং দামি ফোন কেনেন। তবে দামি ফোন কেনার পরেও, এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে যায়।
তাই ফোন সুরক্ষিত রাখতে গ্রাহকরা সুন্দর ফোন কভার ব্যবহার করেন। ফোন যত বেশি দামি, ততই সুরক্ষিত কভার লাগানো হয় ফোনে। এই কভার ফোনকে ক্ষয় এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করে, কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেননি যে, ফোনের এই কভারই মোবাইলের ক্ষতি করতে পারে।
তাই ফোন সুরক্ষিত রাখতে গ্রাহকরা সুন্দর ফোন কভার ব্যবহার করেন। ফোন যত বেশি দামি, ততই সুরক্ষিত কভার লাগানো হয় ফোনে। এই কভার ফোনকে ক্ষয় এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করে, কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেননি যে, ফোনের এই কভারই মোবাইলের ক্ষতি করতে পারে।
আসলে, ফোনের কভার যা মোবাইলকে নিরাপদে রাখে, তা আবার অনেক ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গ্রীষ্মের মরশুমে এটি ফোনের ক্ষতি করতে পারে।
আসলে, ফোনের কভার যা মোবাইলকে নিরাপদে রাখে, তা আবার অনেক ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গ্রীষ্মের মরশুমে এটি ফোনের ক্ষতি করতে পারে।
ফোনের কভার যত মোটা হবে, তত বেশি ক্ষতি হতে পারে। তাই গরমের সময় ফোনের বিশেষ যত্ন নিতে হবে। ফোন গরম হওয়ার পর হ্যাং হতে শুরু করবে।
ফোনের কভার যত মোটা হবে, তত বেশি ক্ষতি হতে পারে। তাই গরমের সময় ফোনের বিশেষ যত্ন নিতে হবে। ফোন গরম হওয়ার পর হ্যাং হতে শুরু করবে।
কেন না, মোবাইলে কভার রাখলে এটি ফোনকে চারদিক থেকে সিল করে দেয়। এমন অবস্থায় বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ফোন দ্রুত গরম হতে শুরু করে। গ্রীষ্মকালে, ফোন খুব গরম হয়ে যায়, যার কারণে নতুন মোবাইলগুলিও হ্যাং হতে শুরু করে। এছাড়া কিছু ফোনে চার্জিংয়ের সমস্যাও দেখা দেয়।
কেন না, মোবাইলে কভার রাখলে এটি ফোনকে চারদিক থেকে সিল করে দেয়। এমন অবস্থায় বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ফোন দ্রুত গরম হতে শুরু করে। গ্রীষ্মকালে, ফোন খুব গরম হয়ে যায়, যার কারণে নতুন মোবাইলগুলিও হ্যাং হতে শুরু করে। এছাড়া কিছু ফোনে চার্জিংয়ের সমস্যাও দেখা দেয়।
নেটওয়ার্কের সমস্যা মোবাইলে ভারি কভার পরালে শুধু হ্যাং হওয়া নয়, সেন্সর কভারের কারণে নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে শুরু করবে। স্পষ্টতই, নেটওয়ার্ক ঠিক না থাকলে কল করা এবং ডেটা ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে হবে।

নেটওয়ার্কের সমস্যা
মোবাইলে ভারি কভার পরালে শুধু হ্যাং হওয়া নয়, সেন্সর কভারের কারণে নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে শুরু করবে। স্পষ্টতই, নেটওয়ার্ক ঠিক না থাকলে কল করা এবং ডেটা ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে হবে।
ব্যাটারি প্রভাবিত হবেফোন গরম হয়ে গেলে তা ব্যাটারির ক্ষমতাকেও প্রভাবিত করবে। ফোন গরম করা ব্যাটারির চার্জিংকে প্রভাবিত করবে এবং ধীরে ধীরে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যাবে। কভারটি যদি ভাল মানের না হয়, তাহলে এতে অনেক ধরনের ব্যাকটেরিয়াও জমে যায় এবং ব্যবহারকারীদের ক্ষতি করার পাশাপাশি এটি ফোনের সেন্সরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
ব্যাটারি প্রভাবিত হবে
ফোন গরম হয়ে গেলে তা ব্যাটারির ক্ষমতাকেও প্রভাবিত করবে। ফোন গরম করা ব্যাটারির চার্জিংকে প্রভাবিত করবে এবং ধীরে ধীরে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যাবে। কভারটি যদি ভাল মানের না হয়, তাহলে এতে অনেক ধরনের ব্যাকটেরিয়াও জমে যায় এবং ব্যবহারকারীদের ক্ষতি করার পাশাপাশি এটি ফোনের সেন্সরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
স্পিকার ক্ষতিগ্রস্ত হবে ফোনে কভার রেখে দিলে এটি পরিষ্কার করা সমস্যা। তাই ফোনের স্পিকারে ময়লা জমতে শুরু করে এবং এমন একটা সময় আসবে যখন স্পিকার ময়লা জমে আটকে যাবে। এই কারণে ফোন আর আগের মতো জোরে বাজবে না। এর জন্য পাতলা কভার লাগানো উচিত।

স্পিকার ক্ষতিগ্রস্ত হবে
ফোনে কভার রেখে দিলে এটি পরিষ্কার করা সমস্যা। তাই ফোনের স্পিকারে ময়লা জমতে শুরু করে এবং এমন একটা সময় আসবে যখন স্পিকার ময়লা জমে আটকে যাবে। এই কারণে ফোন আর আগের মতো জোরে বাজবে না। এর জন্য পাতলা কভার লাগানো উচিত।

Mobile Phone Hacks: মোবাইল জলে পড়েছে? শুধু মুছলে হবে না! সঙ্গে সঙ্গে করুন এই কাজ, ভেতর থেকে টেনে বের করবে জল

মোবাইলের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হল জল কারণ মোবাইল একবার জলে পড়ে গেলে খারাপ হয়ে যায় সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনার মোবাইল যদি বৃষ্টিতে ভিজে যায় বা হঠাৎ জলে গিয়ে পড়ে তাহলে আপনাকে তৎক্ষণাৎ কি করতে হবে জেনে নিন
মোবাইলের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হল জল। কারণ মোবাইল একবার জলে পড়ে গেলে খারাপ হয়ে যায় সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনার মোবাইল যদি বৃষ্টিতে ভিজে যায় বা হঠাৎ জলে গিয়ে পড়ে যায় তাহলে আপনাকে তৎক্ষণাৎ কী করতে হবে জেনে নিন।
আপনার মোবাইলের বাইরের জল শুকিয়ে যেতে পারে কিন্তু ভিতরে বা চার্জারের জায়গায় জল বেরোতে পারে না। তাই আপনাকে কি করতে হবে ফোন জলে পড়ে গেলেই কি করণীয়
মোবাইলের বাইরের জল শুকিয়ে যায়, কিন্তু ভিতরে বা চার্জারের জায়গায় জল বেরোতে পারে না। ফোন জলে পড়ে গেলেই কি করতে হবে, যাতে ভেতরের জলও ভাল করে বেরিয়ে যেতে পারে।
এই বৃষ্টিতে আপনার মোবাইলটি পুরো ভিজে গিয়েছে। বা কোন সময় আপনার বাচ্চা আপনার ফোনটিকে নিয়ে হঠাৎ জলের বালতিতে ফেলে দিয়েছে কি করবেন ভেবে উঠতে পারছেন না
এই বৃষ্টিতে আপনার মোবাইলটি পুরো ভিজে গেছে। বা কোন সময় আপনার বাচ্চা আপনার ফোনটিকে নিয়ে হঠাৎ জলের বালতিতে ফেলে দিয়েছে কি করবেন ভেবে উঠতে পারছেন না
মোবাইল যদি একবার জলে পড়ে যায় তাহলে চার্জার এবং স্পিকার এর মধ্যে জল ঢুকে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোবাইল জলে পড়ে গেলে আমরা সকলেই হয় শুকনো কাপড় দিয়ে মুছি বা সেটাকে মোছার পরে রোদে বা গরম কোন হিটের সামনে দিয়ে রাখি
মোবাইল যদি একবার জলে পড়ে যায় তাহলে চার্জার এবং স্পিকার এর মধ্যে জল ঢুকে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোবাইল জলে পড়ে গেলে আমরা সকলেই হয় শুকনো কাপড় দিয়ে মুছি বা সেটাকে মোছার পরে রোদে বা গরম কোন হিটের সামনে দিয়ে রাখি
সাথে সাথে জল থেকে তুলে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েই আপনি আপনার ফোনে গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে সিক্স মাই স্পিকার বলে সার্চ করুন
সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েই আপনি আপনার ফোনে গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে সিক্স মাই স্পিকার বলে সার্চ করুন।
ওয়েবসাইটটা আসবে সেটা কে টার্চ করলেই আপনার ফোনে একটি আওয়াজ হবে। আর সেই আওয়াজের মধ্যে দিয়েই আপনার ফোনের ভিতরে থাকা চার্জিং সকেট এবং স্পিকার থেকে জল বেরিয়ে আসবে।
ওয়েবসাইটটা আসবে সেটা কে টাচ করলেই আপনার ফোনে একটি আওয়াজ হবে। আর সেই আওয়াজের মধ্যে দিয়েই আপনার ফোনের ভিতরে থাকা চার্জিং সকেট এবং স্পিকার থেকে জল বেরিয়ে আসবে।

Smartphone Tips: চার্জারের তার কাটা? তাতেই দিনরাত ফোন চার্জ? ব‍্যাটারির বারোটা বাজছে না তো? আসল সত‍্যি জানলে চমকে যাবেন

ফোন ছাড়া আজকের জীবনযাপন একেবারেই কল্পনা করা যায় না। বর্তমান সময়ে এটি শুধু কল করার জন্যই ব্যবহৃত হয় না, ছোট-বড় প্রায় সব ধরনের কাজই আমরা মোবাইলের মাধ্যমে করে থাকি। আজকাল ফোনের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে, এটিকে সর্বদা চার্জ দিয়ে রাখা জরুরি হয়ে পড়েছে।
ফোন ছাড়া আজকের জীবনযাপন একেবারেই কল্পনা করা যায় না। বর্তমান সময়ে এটি শুধু কল করার জন্যই ব্যবহৃত হয় না, ছোট-বড় প্রায় সব ধরনের কাজই আমরা মোবাইলের মাধ্যমে করে থাকি। আজকাল ফোনের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে, এটিকে সর্বদা চার্জ দিয়ে রাখা জরুরি হয়ে পড়েছে।
এখন আমরা যখন চার্জিংয়ের কথা বলছি, তখন ফোনটি কীভাবে সঠিক ভাবে চার্জ করা যায় তাও জানা উচিত। ফোন পুরনো হতে শুরু করলে একটু ধীরগতির হয়ে যায়।
অবশ‍্য ফোনটি কীভাবে সঠিক ভাবে চার্জ করা যায় তাও জানা উচিত। ফোন পুরনো হতে শুরু করলে একটু ধীরগতির হয়ে যায়।
এর পাশাপাশি ফোনের চার্জারেও পরিবর্তন দেখা যায়। পুরনো চার্জারের লক্ষণ হল এর অ্যাডাপ্টার নোংরা হয়ে যাওয়া এবং এর তারও অনেক জায়গায় কেটে যায়।
এর পাশাপাশি ফোনের চার্জারেও পরিবর্তন দেখা যায়। পুরনো চার্জারের লক্ষণ হল এর অ্যাডাপ্টার নোংরা হয়ে যাওয়া এবং এর তারও অনেক জায়গায় কেটে যায়।
যদি তার কাটা থেকে যায়, আমরা প্রায়শই লক্ষ্য করি যে চার্জ করার সময় আমাদের বারবার চার্জারটি সরাতে হয়, নয়তো ফোনটি মাঝপথেই চার্জ হওয়া বন্ধ করে দেয়।
যদি তার কাটা থেকে যায়, আমরা প্রায়শই লক্ষ্য করি যে চার্জ করার সময় আমাদের বারবার চার্জারটি সরাতে হয়, নয়তো ফোনটি মাঝপথেই চার্জ হওয়া বন্ধ করে দেয়।
কিন্তু অনেকেই জেনে অবাক হবেন যে এরকম চার্জার দিয়ে ফোন চার্জ করলে শুধু এই সমস্যাই নয়, আরও অনেক ধরনের সমস্যা হয়, যার দিকে খুব কম মানুষই হয়তো মনোযোগ দেন।
কিন্তু অনেকেই জেনে অবাক হবেন যে এরকম চার্জার দিয়ে ফোন চার্জ করলে শুধু এই সমস্যাই নয়, আরও অনেক ধরনের সমস্যা হয়, যার দিকে খুব কম মানুষই হয়তো মনোযোগ দেন।
কেটে যাওয়া চার্জার দিয়ে ফোন চার্জ করা ঠিক না কি বিপজ্জনক, কেন না এই সত্যটি অনেকেই জানেন না। এই প্রতিবেদনে রইল সেই চেনা প্রশ্নের সঠিক উত্তর।
কেটে যাওয়া চার্জার দিয়ে ফোন চার্জ করা ঠিক না কি বিপজ্জনক।এই সত্যটি অনেকেই জানেন না। এই প্রতিবেদনে রইল সেই চেনা প্রশ্নের সঠিক উত্তর।
অ্যাপলের সাপোর্ট পেজে একটি ব্লগে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্থ কেবল বা চার্জার ব্যবহার করা, বা ভেজা থাকা অবস্থায় চার্জ করার ফলে আগুন, বৈদ্যুতিক শক, আঘাত বা অন্য যে কোনও ক্ষতি হতে পারে ফোনে।
অ্যাপলের সাপোর্ট পেজে একটি ব্লগে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্থ কেবল বা চার্জার ব্যবহার করা, বা ভেজা থাকা অবস্থায় চার্জ করার ফলে আগুন, বৈদ্যুতিক শক, আঘাত বা অন্য যে কোনও ক্ষতি হতে পারে ফোনে।
একটি খারাপ তার একটি ভাল তারের মতো ততটা শক্তি বহন করতে সক্ষম নাও হতে পারে, যা ধীর গতির চার্জের কারণ হতে পারে। একটি খারাপ তারের ফোনের সঙ্গে ততটা ভাল ভাবে সংযুক্ত হয় না, যার ফলে ফোন মাঝে মাঝে চার্জ হয় বা আবার হয়ও না।একটি খারাপ তার একটি ভাল তারের মতো ততটা শক্তি বহন করতে সক্ষম নাও হতে পারে, যা ধীর গতির চার্জের কারণ হতে পারে। একটি খারাপ তারের ফোনের সঙ্গে ততটা ভাল ভাবে সংযুক্ত হয় না, যার ফলে ফোন মাঝে মাঝে চার্জ হয় বা আবার হয়ও না।
একটি খারাপ তার একটি ভাল তারের মতো ততটা শক্তি বহন করতে সক্ষম নাও হতে পারে, যা ধীর গতির চার্জের কারণ হতে পারে। একটি খারাপ তারের ফোনের সঙ্গে ততটা ভাল ভাবে সংযুক্ত হয় না, যার ফলে ফোন মাঝে মাঝে চার্জ হয় বা আবার হয়ও না।
একটি খারাপ কেবল আমাদের ফোনের চার্জিং পোর্ট বা এমনকি ব্যাটারিরও ক্ষতি করতে পারে। এই কারণে, আমাদের ফোন চার্জ নাও হতে পারে, বা ব্যাটারির আয়ু কমে যেতে পারে।
একটি খারাপ কেবল আমাদের ফোনের চার্জিং পোর্ট বা এমনকি ব্যাটারিরও ক্ষতি করতে পারে। এই কারণে, আমাদের ফোন চার্জ নাও হতে পারে, বা ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

Sim cards block in Pakistan: সরকারকে কর দেননি, বন্ধ হয়ে যাচ্ছে ৫ লাখের উপর সিম কার্ড, কড়া পদক্ষেপ পাকিস্তান সরকারের

কর ফাঁকি দেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সরকার। ২০২৩ সালে যারা কর দেননি, তাদের মোবাইলের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ (এফবিআর) এমনই জানিয়েছে একটি ইনকাম ট্যাক্স জেনারেল অর্ডারে। কর না দেওয়ার জন্য ফ্রিচজ হয়ে যাবে ৫ লাখ ৬ হাজার ৬৭১টি সিম কার্ড।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না কেকেআরের কোনও খেলোয়াড়, মুম্বই থেকে দলে চার

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ পাকিস্তান টেলিকমিউনিকেশান অথারিটিকে জানিয়েছে, তারা যেন সব টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেয় করখেলাপি ৫,০৬,৬৭১টি সিম বন্ধ করে দিতে। সিম ব্যানের সময়সীমা দেওয়া হয়েছে ১৫ মে পর্যন্ত।

আরও পড়ুন: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?

এফবিআরের হিসাব অনুযায়ী, পাকিস্তানে পাঁচ লাখেরও বেশি নাগরিকের আয় করযোগ্য, কিন্তু এরা কেউই ২০২৩ সালে আয়কর ফাইল করেননি। পাকিস্তান সরকার এই ৫,০৬,৬৭১টি সিম কার্ড বন্ধ করার মাধ্যমে জনগণকে বার্তা দিতে চায় যাতে নিম্নবিত্ত নাগরিকেরাও এ বার আয়কর ফাইল করেন এবং নিজেদের আয় সম্পর্কে পাকিস্তান সরকারের কাছে নিজেরা স্বচ্ছ থাকেন। তবে দেশের নাগরিকদের আয়করের আয়তায় আনার জন্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এফবিআরের হিসাব অনুযায়ী পাকিস্তানে আয়কর দিয়েছেন ৫৩ লক্ষ নাগরিক।