খুদেদের হাতে বাজি তুলে দেওয়ার আগে মাথায় রাখুন বিষয়গুলি। প্রতীকী ছবি।

Diwali 2024: সামনেই আলোর উৎসব, খুদেদের হাতে বাজি তুলে দেওয়ার আগে মাথায় রাখুন ৫ বিষয়

দীপাবলির রাতে বাজির রোশনাই ছড়িয়ে পড়বে আকাশময় । বাজি নিয়ে বাড়ির ছোটদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকলেও পিছিয়ে নেই বড়রাও। আলোর উৎসবের অন্যতম অনুষঙ্গ বাজি পোড়ানো। প্রতীকী ছবি
দীপাবলির রাতে বাজির রোশনাই ছড়িয়ে পড়বে আকাশময় । বাজি নিয়ে বাড়ির ছোটদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকলেও পিছিয়ে নেই বড়রাও। আলোর উৎসবের অন্যতম অনুষঙ্গ বাজি পোড়ানো। প্রতীকী ছবি
১) খুদেদের বাজি থেকে দূরে রাখা জরুরি। বাচ্চারা যাতে নিজে থেকে বাজি না ধরায় সে দিকে সতর্ক থাকতে হবে। কারণ, আগুনে হাত পুড়ে যাওয়ার ভয় থেকেই যায়। তবে শুধু বাচ্চা বলে নয়, সকলেরই বাজি থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ানো উচিত। প্রতীকী ছবি
১) খুদেদের বাজি থেকে দূরে রাখা জরুরি। বাচ্চারা যাতে নিজে থেকে বাজি না ধরায় সে দিকে সতর্ক থাকতে হবে। কারণ, আগুনে হাত পুড়ে যাওয়ার ভয় থেকেই যায়। তবে শুধু বাচ্চা বলে নয়, সকলেরই বাজি থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ানো উচিত। প্রতীকী ছবি
বাজিতে প্রথম বার আগুন দেওয়ার পর তা না ফাটলে ফের আগুন ধরাতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সে ক্ষেত্রে অন্য বড় কোনও বিপদ হতে পারে। এক বার না ধরলে সেই বাজি ফেলে দিন। প্রতীকী ছবি
বাজিতে প্রথম বার আগুন দেওয়ার পর তা না ফাটলে ফের আগুন ধরাতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সে ক্ষেত্রে অন্য বড় কোনও বিপদ হতে পারে। এক বার না ধরলে সেই বাজি ফেলে দিন। প্রতীকী ছবি
অ্যালার্জি থাকলে আতশবাজির ধোঁয়ায় শ্বাসকষ্ট হয় অনেকেরই। সে ক্ষেত্রে বাজি ফাটছে, এমন জায়গা এড়িয়ে চলাই শ্রেয়। তবে একান্তই যেতে হলে মুখে মাস্ক পরে যাওয়া জরুরি। প্রতীকী ছবি৪) বাজি ফাটানোর সময় হাতের কাছে অবশ্যই অ্যালো ভেরা জেল রাখুন। আগুনে সামান্য ছ্যাঁকা খেলেও অ্যালো ভেরা কাজে আসতে পারে। অ্যালো ভেরা লাগিয়ে নিলে ফোস্কা পড়ার ভয় থাকে না। প্রতীকী ছবি
অ্যালার্জি থাকলে আতশবাজির ধোঁয়ায় শ্বাসকষ্ট হয় অনেকেরই। সে ক্ষেত্রে বাজি ফাটছে, এমন জায়গা এড়িয়ে চলাই শ্রেয়। তবে একান্তই যেতে হলে মুখে মাস্ক পরে যাওয়া জরুরি। প্রতীকী ছবি
৪) বাজি ফাটানোর সময় হাতের কাছে অবশ্যই অ্যালো ভেরা জেল রাখুন। আগুনে সামান্য ছ্যাঁকা খেলেও অ্যালো ভেরা কাজে আসতে পারে। অ্যালো ভেরা লাগিয়ে নিলে ফোস্কা পড়ার ভয় থাকে না। প্রতীকী ছবি
বাজি ফাটানোর পর সেগুলি যত্রতত্র ফেলে রাখবেন না। বাজির খোলগুলি এক জায়গায় করে জলে দিয়ে দিন। কিংবা পোড়া বাজির উপর খানিকটা বালি ছিটিয়ে দিন। প্রতীকী ছবি
বাজি ফাটানোর পর সেগুলি যত্রতত্র ফেলে রাখবেন না। বাজির খোলগুলি এক জায়গায় করে জলে দিয়ে দিন। কিংবা পোড়া বাজির উপর খানিকটা বালি ছিটিয়ে দিন। প্রতীকী ছবি