ঘূর্ণিঝড়ে কোন কোন জেলার কত ক্ষয়ক্ষতি হল? ফের বৈঠকে মুখ্যমন্ত্রী! কী সিদ্ধান্ত হতে পারে?

CM Mamata Banerjee: ঘূর্ণিঝড়ে কোন কোন জেলার কত ক্ষয়ক্ষতি হল? ফের বৈঠকে মুখ্যমন্ত্রী! কী সিদ্ধান্ত হতে পারে?

কলকাতা: দানা নিয়ে বৈঠক করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ঘূর্ণিঝড়ের প্রকোপে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে ফের বৈঠক মুখ‍্যমন্ত্রীর। মঙ্গলবার দুপুর ২ টো থেকে নবান্নে বৈঠক ডাকেন মমতা। আগামীকাল কৃষি জমির ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন তিনি।

কৃষি দফতর ও পঞ্চায়েত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ‍্যমন্ত্রী। ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ‍্যের বেশ কয়েকটি জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের মধ‍্যে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলির কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই শস্য বীমার সময়সীমা বাড়িয়েছে রাজ্য।

আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ‍্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না

প্রসঙ্গত, দানা ঘূর্ণিঝড়ের রাজ‍্যে আঘাত হানার দিন, বৃহস্পতিবার রাতে নবান্নেই রাত কাটিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দফায় খোঁজ নিয়েছেন ঝড়ের অবস্থান এবং প্রতিটি জেলার অবস্থা সম্পর্কে। ফোনে কথা বলেছিলেন দুর্যোগ প্রভাবিত জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে।

আরও পড়ুন: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস‍্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই

বৃহস্পতিবার কলকাতার বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধনে করেন মুখ্যমন্ত্রী৷ উত্তর কলকাতার গিরিশ পার্কের পর মুখ্যমন্ত্রী পৌঁছন জানবাজারের কালীপুজোর উদ্বোধনে৷ সেখান থেকে শেক্সপিয়র সরণীর একটি কালীপুজোর উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই এলাকাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যেই পড়ে৷

দুর্গাপুজোর মতোই নির্বিঘ্নে কালীপুজোর আয়োজন করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, শব্দ বাজি ফাটানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্যও বারংবার অনুরোধ করলেন তিনি৷