তবে প্রথম চার জনকেই রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। শেষ দুজনকে রাখতে পারে আরটিএম কার্ড ব্যবহার করে কেনার জন্য। সেই তালিকায় থাকতে পারেন খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার।

KKR News: দলের সবথেকে বড় তারকাকে বাদ দিচ্ছে কেকেআর! বড় বিপদ ডাকছে না তো নাইটরা?

তবে কেকেআরের রিটেনশন তালিকা থেকে দলের সবথেকে বড় তারকার বাদ পড়ার সম্ভাবনা প্রবল। গতবার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা, আইপিএলের ইতিহাস রেকর্ড দাম দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। তবে এত বড় তারকাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার পিছনে রয়েছে একাধিক কারণ।
তবে কেকেআরের রিটেনশন তালিকা থেকে দলের সবথেকে বড় তারকার বাদ পড়ার সম্ভাবনা প্রবল। গতবার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা, আইপিএলের ইতিহাস রেকর্ড দাম দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। তবে এত বড় তারকাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার পিছনে রয়েছে একাধিক কারণ।
ধারাবাহিকতার অভাব স্টার্ককে এবার বাদ দেওয়ার অন্যতম কারণ হতে পারে। গতবার প্লেঅফ ও ফাইনাল বাদে ভাল পারফর্ম করতে পারেননি স্টার্ক। রানও খরচ করেছেন প্রচুর। সেই কারণেই নতুন কোনও পেসারের দিতে যেতে পারে কেকেআর।
ধারাবাহিকতার অভাব স্টার্ককে এবার বাদ দেওয়ার অন্যতম কারণ হতে পারে। গতবার প্লেঅফ ও ফাইনাল বাদে ভাল পারফর্ম করতে পারেননি স্টার্ক। রানও খরচ করেছেন প্রচুর। সেই কারণেই নতুন কোনও পেসারের দিতে যেতে পারে কেকেআর।
এর পাশাপাশি স্টার্কের যে দাম ছিল অত টাকা দিয়ে তাঁকে রিটেন করা সম্ভব নয়। এবার আর একজন প্লেয়ারের পিছনে এতট টাকা খরচ করতে রাজি নয় নাইট ম্যানেজমেন্ট। মেগা নিলামে পার্সে মোটা টাকা রেখেই নামতে চাইছে কেকেআর।
এর পাশাপাশি স্টার্কের যে দাম ছিল অত টাকা দিয়ে তাঁকে রিটেন করা সম্ভব নয়। এবার আর একজন প্লেয়ারের পিছনে এতট টাকা খরচ করতে রাজি নয় নাইট ম্যানেজমেন্ট। মেগা নিলামে পার্সে মোটা টাকা রেখেই নামতে চাইছে কেকেআর।
এছাড়া মিচেল স্টার্কের চোটের প্রবণতা রয়েছেষ গত মরশুমেও একটি ম্যাচ বেঞ্চে বসতে হয়েছিল। এছাড়া বয়সও একটা সমস্যা হতে পারে আধুনিক টি-২০ ক্রিকেটের কথা বিচার করে।
এছাড়া মিচেল স্টার্কের চোটের প্রবণতা রয়েছেষ গত মরশুমেও একটি ম্যাচ বেঞ্চে বসতে হয়েছিল। এছাড়া বয়সও একটা সমস্যা হতে পারে আধুনিক টি-২০ ক্রিকেটের কথা বিচার করে।
এছাড়া এবারের আইপিএলের মেগা নিলামে কেকেআর কৌশলগত কারণেও স্টার্ককে বাদ দিতে পারে। টি-২০ ক্রিকেট স্পেশালিস্ট বোলার যে ব্যাটেও দলের জন্য প্রয়োজনে অবদান রাখতে পারে তেমন কাওকে নিতে পারে নাইটরা। এবার দেখার রিলিজ করে ফের নিলামে স্টার্কের জন্য ঝাপায় কিনা কেকেআর।
এছাড়া এবারের আইপিএলের মেগা নিলামে কেকেআর কৌশলগত কারণেও স্টার্ককে বাদ দিতে পারে। টি-২০ ক্রিকেট স্পেশালিস্ট বোলার যে ব্যাটেও দলের জন্য প্রয়োজনে অবদান রাখতে পারে তেমন কাওকে নিতে পারে নাইটরা। এবার দেখার রিলিজ করে ফের নিলামে স্টার্কের জন্য ঝাপায় কিনা কেকেআর।