প্রযুক্তি Diwali Lights: খুদে খুদে আলোতেই এত! দীপাবলিতে বাড়ি সাজাবেন টুনি বাল্ব দিয়ে? জানেন এই আলো জ্বললে কত খরচ হয় বিদ্যুত্? অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে Gallery October 28, 2024 Bangla Digital Desk দীপাবলিকে বলা হয় আলোর উত্সব। ওইদিন চারদিক আলোয় আলোময় হয়ে ওঠে। একসময় আলোর সাজের ভরসা ছিল প্রদীপ মোমবাতি। তবে আধুনিকীকরণের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে প্রদীপের সঙ্গে সমান তালে জনপ্রিয় হয়ে উঠেছে টুনি বাল্ব। লাল, নীল, হলুদ আলোয় অনেকেই এখন সাজিয়ে তোলেন নিজেদের বাড়ি। দীপাবলির সময় এলেই প্রতিটা বাড়ির চেহারাই বদলে দেয় এই ছোট্ট ছোট্ট আলো। দীপাবলির দিন, বা তার কয়েকদিন আগে থেকেই বাড়ি সেজে ওঠে টুনি বাল্বের আলোয়। বেশ কয়েকদিন ধরে আপনার বাড়িকে রঙীন করে রাখে খুদে বাল্ব। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, এই টুনি বাল্ব জ্বালালে ঠিক কতটা খরচ হয় ইলেকট্রিসিটি। এই ছোট ছোট LED লাইটগুলিতে বিদ্যুতের খরচ কত হয় তা অনেকেই জানেন না। সাধারণত, বাড়িতে ১০ মিটারের মতো বড় এলইডি আলোর স্ট্রিং ব্যবহার করা হয়। যে কোনো স্ট্রিংয়ের পাওয়ার খরচ নির্ভর করে এটি কত বড় এবং এতে কী ধরনের লাইট ব্যবহার করা হয়েছে তার ওপর। সাধারণ একটি ১০ মিটার দীর্ঘ এলইডি আলোর স্ট্রিং এর শক্তি খরচ ৫-১০ ওয়াট। এর মানে এই বাল্ব গুলি এক ঘণ্টায় ০.০০৫-০.০১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। এই এলইডি লাইটগুলি যদি দিনে ৮ ঘন্টা জ্বলে। এভাবে প্রতিদিন ০.০৪-০.০৮ ইউনিট এবং মাসে মোটামুটিভাবে ১.২ থেকে ২.৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তবে প্রতিটি লাইটের খরচ মোটেই সমান নয়। বিভিন্ন কোম্পানির লাইট আলাদা আলাদা ওয়াটের বিদ্যুত্ খরচ করে। পাশাপাশি সব লাইটের স্ট্রিং ১০ মিটার লম্বা হয় না। কখনও ১১ মিটার বা ১২ মিটারও হতে পারে। তার উপর নির্ভর করেও খরচ বাড়তে পারে বা কমতে পারে।