হাসপাতালে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই বিষয় নিয়ে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। শুধু তাই নয়, মহিলার দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। প্রতীকী ছবি।

Crime News: বাসের ভিতর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ কন্ডাক্টরের বিরুদ্ধে… আতঙ্কে চুঁচুড়া

রানা কর্মকার, চুঁচুড়া: বাসের মধ্যে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির হরিপাল বাসস্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বাস কন্ডাক্টরকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিপাল চুঁচুড়া ১৮ নম্বর রোডের বাসে হারিট থেকে হরিপাল আসছিল ওই ছাত্রী। তখনই ঘটে এই ঘটনা। হরিপাল বাস স্ট্যান্ডে নেমেই বাস কন্ডাক্টরের কুকীর্তির কথা স্থানীয়দের জানান ওই ছাত্রী।  উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে ওই বাস কন্ডাক্টরকে।
তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। হরিপাল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: আরজি করের পর এবার এসএসকেএম! বিস্ফোরক অভিযোগ, কারা পাঠাচ্ছে ‘এসব’?

আরও পড়ুন: ‘আমার ৮৩ কেজি ওজন, ভদ্রমহিলার চল্লিশ কেজি!’ পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন তন্ময়

তবে বাসের মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক বেড়েছে আরও। নিরাপত্তা কোথায়, সে নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে। ঘটনার প্রতিবাদ করে উত্তেজিত জনতা। চুঁচুড়া এমনিতে জনবহুল এলাকা। সেখানে এহেন ঘটনা কেন, তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে।