ব্যবসা-বাণিজ্য Money Making Tips: টাকা দ্বিগুণ, তিন গুণ বা চার গুণ করতে চান? বিনিয়োগে এই সূত্রগুলো ব্যবহার করুন, উপকার পেতে পারেন Gallery October 30, 2024 Bangla Digital Desk বিনিয়োগ থেকে ৩ গুণ বা ৪ গুণ রিটার্ন পেতে কে না চায়। কিন্তু ব্যাপারটা সহজ নয়। এর জন্য প্রচুর ধৈর্য, গবেষণা এবং শৃঙ্খলা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, কষ্টের টাকা সেখানেই বিনিয়োগ করা উচিত, যেটা সম্পর্কে বিনিয়োগকারীর স্বচ্ছ ধারণা রয়েছে। অন্যের কথায় বা কারও পরামর্শে বিনিয়োগ করলে সমস্যায় পড়তে হতে পারে। পার্সোনাল ফাইন্যান্সের জগতে কান পাতলেই নানা রকম ফর্মুলার কথা শোনা যায়। অনেক মাথা ঘামিয়ে আর্থিক বিশেষজ্ঞরা এই সব ফর্মুলা তৈরি করেছেন। যাতে সাধারণ বিনিয়োগকারীদের সুবিধা হয়। তিনি আর্থিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এখানে এমনই ৩টি ফর্মুলার হদিশ দেওয়া হল, যার সাহায্যে বিনিয়োগ দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হতে কত সময় লাগবে, সহজেই গণনা করতে পারবেন বিনিয়োগকারী। তাছাড়া আর্থিক লক্ষ্য অর্জনের জন্য কত শতাংশ গড় রিটার্ন সহ আর্থিক স্কিমে বিনিয়োগ করা উচিত, বোঝা যাবে তাও। রুল অফ ৭২: এই ফর্মুলায় বিনিয়োগ দ্বিগুণ হতে কত সময় লাগবে, তা বোঝা যায়। এর জন্য ৭২-কে সম্ভাব্য বার্ষিক রিটার্নের হার দিয়ে ভাগ করতে হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরে নেওয়া যাক, একজন বিনিয়োগকারী বার্ষিক ৮ শতাংশ রিটার্নের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলেন। এখন ৭২-কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ৯। তাহলে বিনিয়োগ দ্বিগুণ হতে তাঁর ৯ বছর সময় লাগবে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৯ বছরে ২ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে। রুল অফ ১১৪: এই ফর্মুলা থেকে বিনিয়োগ ৩ গুণ হতে কত সময় লাগবে গণনা করা যায়। এতে শুধু ৭২-এর বদলে ১৪৪ ব্যবহার করতে হবে। বাকি সব এক। যেমন কোনও স্কিম থেকে যদি বার্ষিক ১০ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়, তাহলে বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে ১১৪/১০=১১.৪ বছর সময় লাগবে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে ১১.৪ বছরে ২ লাখ টাকা রিটার্ন মিলবে। রুল অফ ১৪৪: এই ফর্মুলা থেকে বোঝা যায় বিনিয়োগ ৪ গুণ হতে কত সময় লাগবে। এতে ৭২ বা ১১৪-এর বদলে ১৪৪ ব্যবহার করতে হবে। ধরে নেওয়া যাক, কোনও স্কিম থেকে ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পাওয়া যাচ্ছে। তাহলে বিনিয়োগ চার গুণ হতে ১৪৪/১২ =১২ বছর সময় লাগবে। ১ লাখ টাকা বিনিয়োগ করলে তা ২ লাখ টাকা হতে সময় লাগবে ১২ বছর। এর ফর্মুলাকে উল্টোভাবে প্রয়োগ করে বিনিয়োগকে এত বছরে ৪ গুণ করতে হলে বার্ষিক কত শতাংশ রিটার্নের প্রয়োজন, তাও গণনা করা যায়।