মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছে মোট ৫ জনকে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ধরে রাখতে খরত হয়েছে ৭৫ কোটি টাকা। মুম্বইয়ের পার্সে রয়েছে ৪৫ কোটি টাকা।

Mumbai Indians Retention List: মাত্র ৩ জনকে রিটেন করবে মুম্বই ইন্ডিয়ান্স! বাদ কারা? এতবড় চমক কল্পনার বাইরে!

হার্দিক পান্ডিয়াকে  অধিনায়ক হিসেবে দলে ফিরিয়েও ২০২৪ মরশুম একাবারেই ভাল যায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। আলোচনায় উঠে এসেছিল রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দ্বন্দ্বের তত্ত্ব।
হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে দলে ফিরিয়েও ২০২৪ মরশুম একাবারেই ভাল যায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। আলোচনায় উঠে এসেছিল রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দ্বন্দ্বের তত্ত্ব।
শুধু তাই নয়। শোনা গিয়েছিল হার্দিককে অধিনায়ক করা মেনে নিতে পারেননি সূর্যকুমার যাদবও। ফলে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ মরশুমের আগে ছাড়তে পারার সম্ভাবনার খবরও সামনে এসেছিল একাধিক রিপোর্টে।
শুধু তাই নয়। শোনা গিয়েছিল হার্দিককে অধিনায়ক করা মেনে নিতে পারেননি সূর্যকুমার যাদবও। ফলে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ মরশুমের আগে ছাড়তে পারার সম্ভাবনার খবরও সামনে এসেছিল একাধিক রিপোর্টে।
ফলে আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করার দিন যত এগিয়ে আসছে ততই কৌতুহল বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের মধ্যে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল কাদের রিটেন করবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে চলছে জোর চর্চা।
ফলে আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করার দিন যত এগিয়ে আসছে ততই কৌতুহল বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের মধ্যে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল কাদের রিটেন করবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে চলছে জোর চর্চা।
গত মরশুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই দলে বড় পরিবর্তন করা হয়েছে। গতবার পর্যন্ত দলের কোচ ছিলেন মার্ক বাউচার। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় ফের কোচ করা হয়েছে মুম্বইয়ের হয়ে আইপিএল জয়ী প্রাক্তন কোচ মাহেলা জয়াবর্ধনকে।
গত মরশুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই দলে বড় পরিবর্তন করা হয়েছে। গতবার পর্যন্ত দলের কোচ ছিলেন মার্ক বাউচার। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় ফের কোচ করা হয়েছে মুম্বইয়ের হয়ে আইপিএল জয়ী প্রাক্তন কোচ মাহেলা জয়াবর্ধনকে।
এবার প্রশ্ন হচ্ছে কাদের রিটেন করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত যেটুকু আভাস পাওয়া গিয়েছে তাতে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে রিটেন করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ এই ৩ জনকে দলের মেরুদণ্ড মনে করা হচ্ছে।
এবার প্রশ্ন হচ্ছে কাদের রিটেন করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত যেটুকু আভাস পাওয়া গিয়েছে তাতে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে রিটেন করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ এই ৩ জনকে দলের মেরুদণ্ড মনে করা হচ্ছে।
ফলে বাকি ৩ ক্রিকেটারের জন্য আরটিএম মানে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। আরটিএমে মুম্বই সূর্যকুমার যাদব ও ঈশান কিশানকে ফের দলে নিতে পারে। আর একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে কাকে নেওয়া তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।
ফলে বাকি ৩ ক্রিকেটারের জন্য আরটিএম মানে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। আরটিএমে মুম্বই সূর্যকুমার যাদব ও ঈশান কিশানকে ফের দলে নিতে পারে। আর একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে কাকে নেওয়া তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।