Tag Archives: Mumbai Indians

Fan injured on DC vs MI match: আইপিএলে দুর্ঘটনা, দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছক্কার ঘায়ে আহত দর্শক

আইপিএলে ম্যাচ চলাকালীন ঘটল দুর্ঘটনা। মুম্বই বনাম দিল্লি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ছক্কার আঘাতে আহত হন স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছয়-চারের বন্যা হচ্ছিল। ১৪তম ওভারে খলিল আহমেদের একটি স্লোয়ার বলে ছয় মারেন টিম ডেভিড। স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক বলটিকে ক্যাচ ধরতে গেলে বলটি সোজা তার মুখে আঘাত করে। আঘাত পাওয়ার পরেই রক্তপাত শুরু হয়। তার পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ছেড়ে নিয়ে যাওয়া হয়।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

প্রসঙ্গত, দিল্লি বনাম মুম্বইয়ের ম্যাচে দু’টি দলই বড় রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে পাহাড়প্রমাণ ২৫৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও ২৪৭ রানে থেমে যায়। ১০ রানে দিতে আইপিএলের দৌড়ে ফিরে এল দিল্লি ক্যাপিটালস।

২৭ বলে ৮৪! মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি! আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেল ‘বড় দলের’!

নয়াদিল্লি: মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি আর ছক্কা! আইপিএলে তাণ্ডব অজি ব্যাটারের।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক। এই অজি ব্যাটার এদিন বুলডোজার চালালেন হার্দিক পান্ডিয়ার বোলারদের উপর দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসা জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৭ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন- মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিয়ো

দিল্লির হয়ে ব্যাটিং ওপেনিং করে দারুণ শুরু করেন ফ্রেজার ম্যাকগার্ক। প্রথম বল থেকেই ছন্দে ছিলেন তিনি। ফ্রেজার তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছেন ফ্রেজার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ভাল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে দিল্লি। ফলে প্লে-অফের আশা এখনও আছে। মুম্বই ইন্ডিয়ান্সে আপাতত পয়েন্ট টেবিলে ৯-এ। ফলে বোঝাই যাচ্ছে, প্লে-অফে খেলার আশা তাঁদের ক্রমশ ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

দিল্লি এদিন চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে। মুম্বই ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। এই হারের ফলে মুম্বই আরও কোণঠাঁসা হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এদিন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৬৩ রান করেন তিলক বর্মা।

IPL 2024 MI vs RR: যশস্বীর শতরান ও সন্দীপের ৫ উইকেট, মুম্বইকে ৯ উইকেটে হেলায় হারাল রাজস্থান

জয়পুর: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। এবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল সঞ্জু স্যামসনের দল। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরান ও সন্দীপ শর্মার ৫ উইকেট, ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থান আরও পোক্ত করল রয়্যালসরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয় চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। তিলক বর্মার লড়াকু ৬৫ রান ও নেহাল ওয়াধেরার ৪৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মানজনক স্কোর করে মুম্বই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ করে মুম্বই। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করে একাই ৫ উইকেট সন্দীপ শর্মা। একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন গড়লেন যুজবেন্দ্র চাহল।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল ও দস বাটলার। মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। মরশুমে প্রথম চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৭৪ রান করে রাজস্থান রয়্যালস। ৩৫ রান করে আউট হন বাটলার। তবে নিজের ইনিংস জারি রাখেন যশস্বী জয়লওয়াল। অর্ধশতরান পূরণ করেন তিনি।

আরও পড়ুনঃ Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

যশস্বীকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। মুম্বইয়ের কোনও বোলারই এদিন এই জুটি ভাঙতে সমর্থ হয়নি। সঞ্জু একটু ঠান্ডা মাথায় খেলেন। যশস্বী আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখে ও শতরান পূরণ করেন। শতরানের পার্টনারশিপও করেন যশস্বী-সঞ্জু জুটি। ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ৯টি চার ও ৭টি ছয় মারেন তিনি। ২৮ বলে ৩৮ করে অপরাজিত থাকেন সঞ্জু।

Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড।  (Photo Courtesy- AP)
ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল। (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা।  (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা। (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান  রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার।  (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।

IPL 2024 CSK vs MI: কাজে এল না রোহিতের সেঞ্চুরি, পার্থক্য গড়ে দিল ধোনির ২০ রান! মুম্বইকে ২০ রানে হারাল সিএসকে

মুম্বই: ফারাক গড়ে দিল এমএস ধোনির ৪ বলে ২০ রানের ইনিংসটাই। আর সেই ২০ রানেই হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পেল চেন্নাই সুপার কিংস। ধোনির ২০ রানের ইনিংসের কারণে কাজে এল না রোহিত শর্মার সেঞ্চুরিও। তবে পারফেক্ট ডুয়েল দেখল ক্রিকেট প্রেমিরা। প্রথমে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য ইনিংস। শেষে ৪ বলের ধোনি ধামাকা। পরে রোহিতের শতরান ও মাথিসা পাথিরানার দুরন্ত বোলিং। আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম দুই দলের লড়াই এবারের মত শেষ হাসি হাসল সিএসকে।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল হয়নি সিএসকের। রান পাননি অজিঙ্কে রাহানে। তারপর অর্ধশতরানের পার্টনারশিপ করেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড়। রাচিন রবীন্দ্র ফেরেন ২১ রান করে। এরপর দলের হয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে শক্ত ভিত রচনা করে দেয় চেন্নাইয়ের।

অর্ধশতরান করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। ৯০ রান জুটিতে যোগ করেন দুজনে। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল ব্যাট করে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করে রোহিত-ঈশান জুটি। ৭০ রানে পরপর জোড়া ঝটকা লাগে মুম্বইয়ের। ২৩ রান করে ঈশান কিশান ও খাতা না খুলেই আউট হন সূর্যকুমার যাদব। দুটি উইকেটই নেন মাথিসা পাথিরানা।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর একদিক থেকে রোহিত শর্মা নিজের ইনিংস চালিয়ে যান। মাঝে তিলক বর্মা ৩১ রান করে রোহিতকে কিছুটা সঙ্গ দিলেও অন্যান্য ব্যাটাররা কেউ বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত রোহিত নিজের শতরানও পূরণ করেন। কিন্তু দলকে ম্যাচ জেতাতে না পারায় সেঞ্চুরি করেও সেলিব্রেট করেননি হিটম্যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বই। ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ২০ রানে ম্যাচ জেতে সিএসকে। ৪ উইকেট নেন চেন্নাইয়ের মাথিসা পাথিরানা।

CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই

মুম্বই: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দলের লড়াই বলে কথা। ম্যাচের প্রথমার্ধেই বোঝা গেল কতটা হাড্ডাহাড্ডি সেই দ্বৈরথ। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। শেষে মাত্র ৪ বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।

এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

IPL 2024: সলমন খানের আত্মীয় অধিনায়ক হিসেবে জিতেছে আইপিএল! বলুন তো কে? জানলে চমকে যাবেন

আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।

রোহিত শর্মা মুম্বই ছেড়ে চেন্নাইতে! চাঞ্চল্যকর ‘খবর’ দিলেন প্রাক্তন তারকা

মুম্বইয়ের ক্যাপ্টেন আর নন তিনি। খেলছেন স্রেফ সিনিয়র ব্যাটার হিসেবে। তবে রোহিত শর্মাকে মুম্বইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর সমর্থকদের ক্ষোভের শেষ নেই।
মুম্বইয়ের ক্যাপ্টেন আর নন তিনি। খেলছেন স্রেফ সিনিয়র ব্যাটার হিসেবে। তবে রোহিত শর্মাকে মুম্বইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর সমর্থকদের ক্ষোভের শেষ নেই।
মুম্বই ইন্ডিয়ান্স এবার ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে হার্কি পান্ডিয়াকে। আর তাঁর নেতৃত্বে মুম্বইয় কার্যত ধুঁকছে। ফলে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে ফেরানোর দাবি উঠছে।
মুম্বই ইন্ডিয়ান্স এবার ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে হার্কি পান্ডিয়াকে। আর তাঁর নেতৃত্বে মুম্বইয় কার্যত ধুঁকছে। ফলে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে ফেরানোর দাবি উঠছে।
মুম্বইের অনেক সমর্থক মনে করেন, পরেরবারই রোহিত শর্মা আবার মুম্বইয়ের অধিনায়ক হিসেবে খেলবেন। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন এক প্রাক্তন ক্রিকেটার।
মুম্বইের অনেক সমর্থক মনে করেন, পরেরবারই রোহিত শর্মা আবার মুম্বইয়ের অধিনায়ক হিসেবে খেলবেন। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন এক প্রাক্তন ক্রিকেটার।
পরের মরশুমে রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। এমনই দাবি করলেন মাইকেল ভন।
পরের মরশুমে রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। এমনই দাবি করলেন মাইকেল ভন।
ধোনি ইতিমধ্যে ক্যাপ্টেন্সি ছেড়েছেন। পরেরবার আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা কম। ফলে মাইকেল ভনের দাবি, রোহিত শর্মা সিএসকেতে ধোনির অভাব পূরণ করবেন।
ধোনি ইতিমধ্যে ক্যাপ্টেন্সি ছেড়েছেন। পরেরবার আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা কম। ফলে মাইকেল ভনের দাবি, রোহিত শর্মা সিএসকেতে ধোনির অভাব পূরণ করবেন।
বিয়ার বাইশেপস পডকাস্টে মাইকেল ভন এমন দাবি করেছেন। উল্লেখ্য, আপাতত রুতুরাজ গায়কোয়াড় সিএসকে ক্যাপ্টেন।
বিয়ার বাইশেপস পডকাস্টে মাইকেল ভন এমন দাবি করেছেন। উল্লেখ্য, আপাতত রুতুরাজ গায়কোয়াড় সিএসকে ক্যাপ্টেন।
সঞ্চালক রনবীর অহলবাদিয়াকে এদিন ভন বলেছেন, পরেরবার রোহিত সিএসকের ক্যাপ্টেন হবেন। আর তাঁর এই আন্দাজ একেবারে সঠিক হতে চলেছে।
সঞ্চালক রনবীর অহলবাদিয়াকে এদিন ভন বলেছেন, পরেরবার রোহিত সিএসকের ক্যাপ্টেন হবেন। আর তাঁর এই আন্দাজ একেবারে সঠিক হতে চলেছে।

IPL 2024 MI vs RCB: ঈশান-সূর্যকুমারের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল আরসিবি, প্রেস্টিজ ফাইটে সহজ জয় পেল মুম্বই

মুম্বই: ঈশান কিশান ও সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিফলে গেল ফাফ ডুপ্লেসি, দীনেশ কার্তিক, রজত পাতিদারদের লড়াকু ইনিংস। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে হেলায় হারিয়ে সহজ পেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত, ঈশান, সুর্যকুমাররা রানে ফিরতেই সেই পুরনো চেনা ছন্দে পাওয়া গেল পাঁচ বারের আইপিএল জয়ী দলকে।

ঘরের মাঠে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল না হলেও ফাফ ডুপ্লেসি ও রজত পাতিদারের ইনিংসে ম্যাচে ফেরে আরসিবি। ৮২ রানের পার্টনারশিপ করেন দুজনে। অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক ও পাতিদার। ডুপ্লেসি ৪০ বলে ৬১ ও রজত পাতিদার ২৬ বলে ৫০ রানে ফিরতেই ফের চাপ বাড়ে আরসিবির ব্যাটিংয়ের উপর।

একটা সময় যেখানে মনে হচ্ছিল বড় স্কোর করতে পারবে না আরসিবি। তখনই ফের একবার অনবদ্য ব্যাটিং করে দলকে লড়াইয়ে ফেরান দীনেশ কার্তিক। মারকাটারি ব্যাটিং করেন ডিকে। ২৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন কার্তিক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। এবারের আইপিএলের দ্বিতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে আরসিবি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে পাওয়া যায় রোহিত শর্মা ও ঈশান কিশানকে। একের পর এক আক্রমণাত্মক শট খেলে আরসিবির বোলারদের কোনও পরিকল্পনাই সফল হতে দেননি। নবম ওভারেই শতরানের পার্টনারশিপ করে ফেলেন দুই তারকা ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ঈশান। ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন ঈশান কিশান। রোহিত ফেরেন ৩৮ রান করে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলে মধ্যেই টি-২০ বিশ্বকাপে ভারতের দল ঘোষণা! জানা গেল সম্ভাব্য তারিখ

তবে ঈশান ও রোহিতের ব্যাটিং ঝড় তো ট্রেলার ছিল। আসল তাণ্ডব তখনও বাকি ছিল। সূর্যকুমার যাদব ক্রিজে এসেই রীতিমত তাণ্ডব শুরু করেন। নিজের ফর্মে ফিরলেন ‘স্কাই’। নিজের ট্রেডমার্ক একের পর এক শট খেলে আরসিবি বোলারদের নাজেহাল করে দেন। ১৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৯ বলে ৫২ করে আউট হন সূর্যকুমার যাদব। ১৫.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই। ২১ রানে হার্দিক পান্ডিয়া ও ১৬ রানে তিলক বর্মা অপরাজিত থাকেন।