পুরুলিয়া : চিকিৎসার জন্য গ্রামাঞ্চলের মানুষদের অন্যতম ভরসা যোগ্য জায়গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যে-কোনো সমস্যায় মানুষ ছুটে যান স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর তাই নির্ভরশীল গ্রামবাসীরা। গুরুত্বপূর্ণ এই জায়গাতেই যদি জলের সমস্যা দেখা দেয় তাহলে নাজেহাল অবস্থা হয় রোগী সহ রোগীর পরিজনদের।
বাঘমুন্ডি ব্লকের মানুষদের ভরসাযোগ্য জায়গা পাথরডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রতিদিন বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। কিন্তু এখানেই দেখা দিয়েছে নতুন সমস্যা। এই হাসপাতালে দেখা দিয়েছে জলসংকট। হাসপাতাল চত্বরে মিলছে না জল। জলের জন্য ছুটে যেতে হচ্ছে স্থানীয় ব্লক অফিসে। যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। এছাড়াও চারিদিক নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আরও পড়ুন: ‘দানা’র দাপট কাটলেও পিছু ছাড়বে না বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট
এ বিষয়ে রোগীর এক আত্মীয় ভীম সিং মুড়া বলেন, হাসপাতালে সম্প্রতি জলের সমস্যা দেখা দিয়েছে। এতে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার ব্যবস্থা করা হোক।
আরও পড়ুন: রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল ৬৭ বছরের বৃদ্ধ , ভাইরাল ভিডিও!
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গনেশ কুমার বলেন, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের সমস্যা যথেষ্ট রয়েছে। জল নেই বললেই চলে। এই স্বাস্থ্য কেন্দ্রে আসা মানুষদের নানান সমস্যায় পড়ছে। তাদের সমস্যা যাতে সমাধান করা হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।এই জলের সমস্যার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জলের সমস্যা কবে সমাধান হয় সেই আশায় রয়েছে রোগী সহ রোগীর পরিজনেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি