দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের চক্রবর্তী পরিবার বংশ পরম্পরায় জয়নগরের ধন্বন্তরি কালী মন্দিরে পুজো করে আসছেন। কালে কালে মন্দিরের আকার বৃদ্ধি পায়। কালীর মূর্তিও নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। জয়নগর মজিলপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ধন্বন্তরি কালী মন্দির।
চক্রবর্তী পরিবারের সেবাইত কমিটির এক সদস্য জানান, কালী পুজোয় নিষ্ঠা ভরে মায়ের পুজো হয়। ইতিহ্য মেনে রাতে ছাগল বলি হয় এখনও। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুজো চলে। মাকে মাংস ভোগ দেওয়ার নিয়ম। কিন্তু সেই মাংস হয় নিরামিষ, পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না করা হয়। এছাড়াও মাকে মাছের পদ ভোগে দেওয়া হয়। নিবেদন করা হয় খিচুড়ি, পোলাও, পায়েস ভোগ।
পুজোর সময় মা কালীকে নতুন শাড়ি, সোনার গয়নায় সাজিয়ে তোলা হয়। জাগ্রত এই পুজোয় ভিড় জমান দূর দূরান্তের মানুষ। এছাড়া বৈশাখ মাসে মায়ের আবির্ভাব তিথিতে পক্ষকাল ব্যাপী মেলা হয় এখানে।
সুমন সাহা