হুগলি: জুনিয়র জাতীয় যোগাসন প্রতিযোগিতায় বাংলার মেয়েদের জয় জয়কার। সম্প্রতি হিমাচলের উন্নয়ন ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল দেশব্যাপী জুনিয়র জাতীয় যোগাসন প্রতিযোগিতা।
হরিয়ানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু-সহ ৩২ টি রাজ্যের ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই খেলায়। সেখানেই নজরকাড়া পারফরম্যান্স করে বাংলার মুখ উজ্জ্বল করেছে হুগলির তিন মেয়ে।
গোটা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গের হাওড়া, নদীয়া,বর্ধমান সহ বিভিন্ন জেলার ১৫ জনের বেশি প্রতিযোগী পদক জয় করেছে। জুনিয়ার যোগাসন ,সংগীত ও ছন্দময় যোগ ,গ্রুপ যোগাসন সহ চারটি বিভাগে প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তারা।
আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে পা হড়কে যাওয়ার পর, ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এরা
চলতি বছরের ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা হয়েছিল। যার মধ্যে হুগলি জেলার হয়ে মানকুন্ডুর শ্রীজা তিনটি বিভাগে পুরস্কৃত হয়।
জুনিয়ার একক যোগাসন – দ্বিতীয় স্থান,গ্রুপ যোগা নৃত্য প্রবাহ – প্রথম স্থান, ছন্দময় গ্রুপ – তৃতীয় স্থান পায়। বর্ধমানের হয়ে শেওড়াফুলির ঐন্দ্রিলা বর চারটি বিভাগে পদক জয় করেছে।
এছাড়াও শ্রীরামপুরের সৌমি পোললে জুনিয়র বিভাগে পদক জয় করেছে। সারা ভারত থেকে ১০০০এর বেশি জাতীয় ও আন্তর্জাতিক যোগ খেলোয়াড়, ২০০ জন যোগ্য জাতীয় রেফারি অংশগ্রহণ করেছিলেন।
এই বিষয়ে জয়ী সৃজা সাহা জানায়, আগামিদিনে যোগাসনে আরো বেশি সাফল্য অর্জন করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে এখন থেকেই। তার লক্ষ্য কমনওয়েলথ গেমে দেশের হয়ে পদক জয় করা।
আরও পড়ুন- বাদ একের পর এক তারকা! আরসিবির রিটেনশন তালিকায় থাকছে কারা? জানুন বিস্তারিত
কিছুদিনের মধ্যেই থাইল্যান্ডের তার আরওএকটি প্রতিযোগিতা রয়েছে সেখানে গিয়েও সাফল্য অর্জন করতে চায় সৃজা।
রাহী হালদার