নয়াদিল্লি: প্রবীণদের জন্য নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পশ্চিমবঙ্গ এবং কেরল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অভিযোগ করলেন, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গ এবং দিল্লির তৃণমূল এবং আপ সরকার অসুস্থ মানুষকে কেন্দ্রীয় সরকারের সুবিধা থেকে বঞ্চিত করছে, যা অমানবিক৷ পশ্চিমবঙ্গ এবং দিল্লির প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী৷
এ দিন প্রবীণ নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷ এই প্রকল্পে সত্তর বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, সেই প্রবীণ নাগরিকরা বাৎসরিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন৷ যাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন৷ নতুন এই প্রকল্পে দেশের প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন বলে কেন্দ্রীয় সরকারের দাবি৷
আরও পড়ুন: রাস্তার পাশ থেকে গরম গরম মোমো খান? মহিলার যে পরিণতি হল, শুনলে ভয় করবে
প্রকল্পের উদ্বোধন করতে গিয়েই প্রধানমন্ত্রী বলেন, আমি দিল্লি এবং পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ আপনারা সমস্যায় আছেন জেনেও আমি আপনাদের সাহায্য করতে পারছি না৷ কারণ এই দুই দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যোগ দিচ্ছে না৷ রাজনৈতিক স্বার্থে অসুস্থ মানুষকে বঞ্চিত করা মানবতার কোনও পরীক্ষাতেই উত্তীর্ণ হয় না৷ আমি গোটা দেশের মানুষের সেবা করতে পারি কিন্তু দিল্লি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থের প্রাচীর বাধা হয়ে দাঁড়াচ্ছে৷
আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৬০ শতাংশ এবং রাজ্য সরকার ৪০ শতাংশ খরচ বহন করে৷ যদিও পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকারের নিজস্ব স্বাস্থ্য বিমা রয়েছে৷ ফলে দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশ নেয়নি বলে বহুদিন ধরেই অভিযোগ করছে কেন্দ্র৷ পাল্টা দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকার তাঁদের নিজস্ব স্বাস্থ্য বিমা প্রকল্পকে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের তুলনায় অনেক বেশি কার্যকরী এবং সুবিধেজনক বলে দাবি করেছে৷