প্রযুক্তি Technology News: ইনস্টা রিল-ভিডিওয় লাইক, রিচ নেই! কেন এমন হচ্ছে জানেন, আসল কারণ এবার প্রকাশ্যে Gallery October 30, 2024 Bangla Digital Desk যে সব ভিডিওর রিচ বেশি, এনগেজমেন্ট বেশি, লাইক-কমেন্ট বেশি থাকে, সেই সব ভিডিওকে অগ্রাধিকার দেয় ইনস্টাগ্রাম। আর যে সব ভিডিওর ভিউ কম, সেগুলির রেজোলিউশন কমিয়ে দেওয়া হয়। না, কোনও অভিযোগ নয়। এ কথা স্বীকার করে নিয়ে নিয়েছেন ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি নিজেই। বিশ্ব জুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। তবে গত কয়েক মাস ধরেই ক্রিয়েটরদের একাংশ অভিযোগ করছিলেন, ভিডিও আপলোডের পর গুণমান যেন কমে যাচ্ছে। বিশেষ করে যে সব ভিডিওর ভিউ কম। এতদিনে সামনে এল আসল কারণ। এই খবর নতুন ক্রিয়েটরদের জন্য উদ্বেগজনক। বিশেষ করে যাঁদের ফলোয়ার কম। কম রেজোলিউশনের ভিডিও ভিউয়ার্সদের উপর নেতিবাচক প্রভাব ফলে। তাঁদের মনে সেই সব ক্রিয়েটরদের সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। ক্রমাগত এমনটা চলতে থাকলে হতোদ্যম হয়ে পড়াও অস্বাভাবিক নয়। এই সম্পর্কে ইউজারদের অবগত করতে ইনস্টাগ্রাম বিশেষ পদ্ধতি নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন অ্যাডাম মেসোরি। এই পরিস্থিতিতে ক্রিয়েটরদের কী করণীয়? তাঁদের সামনে এখন ৩টি পথ খোলা রয়েছে। আকর্ষনীয় কনটেন্ট তৈরি, উন্নত মানের ভিডিও আপলোড এবং স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর উপর ফোকাস করা। তাহলেই অনেকটা কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আকর্ষণীয় কনটেন্ট – এমন কনটেন্ট তৈরি করতে হবে যা ভিউয়ার্সকে আকর্ষণ করবে। লাইক, কমেন্ট এবং শেয়ার হবে। ইন্টারঅ্যাকশন বাড়বে। ফলে ভিডিও কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না। ভিডিওর গুণমান – প্রথম দিন থেকেই উন্নত কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে। যাতে ইনস্টাগ্রাম কিছুটা মান কমালেও সেটা যেন চোখে না লাগে। এতে ভিউয়ার্সের মনে উচ্চ কোয়ালিটির ভিডিওর প্রভাব পড়বে। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও – ইনস্টাগ্রামে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ভাল পারফর্ম করে। তাই ছোট এবং ভাল ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে ইউজারকে, যা ইন্টারঅ্যাকশন বাড়াবে। এখনও পর্যন্ত Instagram-এ নিজের প্রোফাইল শেয়ার করার একটাই উপায় ছিল। আসলে @username শেয়ার করেই শুধুমাত্র নিজের Instagram প্রোফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। বর্তমানে Profile Card-এর সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন। এর মধ্যে প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য একদিকে থাকবে। আর অন্যদিকে থাকবে একটি ইজি-টু-স্ক্যান QR code।