Tag Archives: Technology

Technology News: বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola! দাম সাধ্যের মধ্যে, ফিচার কী কী

ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। মডেলের নাম ‘Motorola Edge 50 Fusion’। বছরের পর বছর ধরে গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Motorola। সেই তালিকায় যুক্ত হল Edge 50 Fusion। এর দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু।

লঞ্চের আগেই ফোনের বেশ কিছু বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। যেমন Moto Edge 50 Fusion-এ দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 2 প্রসেসর। সঙ্গে রয়েছে স্লিক ডিজাইন। লঞ্চ অনুষ্ঠানে Motorola ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর টিএম নরসিংহম বলেন, “আমরা Moto Edge 50 Fusion লঞ্চ করতে পেরে রোমাঞ্চিত। এই মডেল গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির অনন্য অভিজ্ঞতা দেবে”।

সঙ্গে তিনি যোগ করেন, “Moto Edge 50 Fusion-এ আমরা মূলত দুর্দান্ত ডিজাইন এবং ক্যামেরার উপর ফোকাস করেছি। এই মডেল ইউজারদের প্রত্যাশাকে ছাপিয়ে বলে বলে আত্মবিশ্বাসী আমরা। ভবিষ্যতের মোবাইল প্রযুক্তির নয়া রূপে অবদান রাখার পাশাপাশি গ্রাহকের মনেও স্থায়ী ছাপ রেখে যাবে”।

আরও পড়ুন: ডাউনলোড ফিচার সরিয়ে দিচ্ছে Netflix! নামিয়ে রাখতে পারবেন না পছন্দের শো? কী করবেন

আরও পড়ুন: সিলিং ফ্যান কোন উচ্চতায় ব্যবহার করলে ঘর হবে বরফের মতো ঠান্ডা! আসল কায়দা চমকে দেবে

Motorola Edge 50 Fusion আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে – মার্শমেলো ব্লু ভেগান লেদার ফিনিশ, হট পিঙ্ক ইন ভেগান সোয়েড ফিনিশ এবং ফরেস্ট ব্লু ইন পিএমএমএ (অ্যাক্রাইলিক গ্লাস) ফিনিশ। ২২ মে দুপুর থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল-সহ খুচরো দোকানগুলোতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। Moto Edge 50 Fusion দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB+128GB এবং 12GB+256GB। ফোনের ওজন মাত্র ১৭৫ গ্রাম। এই ক্যাটাগরির সবচেয়ে হালকা ফোন এটাই। পাশাপাশি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

8GB+128GB ভ্যারিয়েন্টের দাম পড়ছে ২২,৯৯৯ টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ২ হাজার টাকার ছাড় মিলবে। অর্থাৎ ২০,৯৯৯ টাকাতেই এই ফোন হাতে পাবেন গ্রাহক। এছাড়া ফ্লিপকার্ট থেকে কিনলে পুরনো ফোনের বদলে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস মিলবে। পাশাপাশি 12 GB + 256 GB ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা। কিন্তু গ্রাহক যদি বিশেষ অফারগুলির সুবিধা নেন তবে ২২,৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই ফোন।

Sugarcane Juice Seller: আখের রস বিক্রি করতে আর কষ্ট হবে না, সামান্য খরচে এই মেশিন বসালেই কেল্লাফতে

মালদহ: এই গরমে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি হতে দেখা যায়। তার চাহিদাও থাকে যথেষ্ট। কিন্তু আখের রস বের করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় দোকানদারদের। বাহুবল না থাকলে এই ব্যবসা করা বেশ কঠিন। কিন্তু এখন এমনই একটা দুর্দান্ত যন্ত্র চলে এসেছে যে বাহুবল ছাড়াই সহজে বার করে ফেলতে পারবেন আখের রস। এই যন্ত্র কিনতে খরচও হবে সামান্য।

আপনি যদি আখের রস বিক্রেতা হয়ে থাকেন তবে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। প্রচুর শক্তি দিয়ে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আর আখের রস বার করতে হবে না। এই নতুন মেশিন দিয়ে খুব সহজেই আখের রস বার করা যাচ্ছে। ইতিমধ্যে বাজারে বেশ কিছু আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন।‌আপনি হয়ত ভাবতে পারেন এই মেশিন বসাতে খরচ প্রচুর। কিন্তু একেবারেই তা নয়। খুব সামান্য খরচেই এই মেশিন যে কেউ কিনতে পারবেন। এমনকি এই মেসিন বহনযোগ্য। আপনি আপনার ঠেলাগাড়ি বা ভ্যানেই এই মেশিন বসাতে পারবেন।

আরও পড়ুন: অত্যধিক গরমে সুপারি চাষের ব্যাপক ক্ষতি

তবে আধুনিক এই মেশিন চালাতে প্রয়োজন পড়বে বিদ্যুতের। তবে খুব একটা বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না। সামান্য ভোল্টেজেই এই মেশিন আপনি চালাতে পারবেন। তাই অনেকে ইনভেটারের সাহায্যে চালাচ্ছেন আখের রস বার করার এই আধুনিক মেশিন। আখের রস বিক্রেতা মহম্মদ হাসানুল জামান বলেন, এই মেশিনের সাহায্যে আখের রস বার করতে শক্তির প্রয়োজন হচ্ছে না। অল্প সময়ে বেশি আখের রস বার করা যাবে। ব্যাটারির সাহায্যে চলছে এই মেশিন। সাধারণ মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধা রয়েছে। খরচ খুব সামান্য।

আখের রস বিক্রেতারা সহজেই নিজেদের ভ্যান বা ঠেলাগাড়িতে ব্যাটারি সমেত এই মেশিন বসাতে পারবেন। মালদহের বাজারে বেশ কয়েকজন আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন। তাঁরা বলছেন, এই মেশিন বসাতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। হাতে ঘোরানো মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধে রয়েছে। প্রথমত দৈহিক শক্তি খরচ না করে আখের রস বার করা যাচ্ছে। অল্প সময়ে অধিক পরিমাণে আখের রস বার করতে পারছেন বিক্রেতারা। ফলে বেশি পরিমাণে বিক্রিও করতে পারছেন। এই মেশিন খুব অল্প ভোল্টেজে চলছে। দুটি ব্যাটারি লাগালেই টানা একদিন চলবে এই মেশিন। এর ফলে প্রচন্ড গরমে আখের রস বিক্রি করতে গিয়ে আর কষ্টের মধ্যে পড়তে হবে না ব্যবসায়ীদের।

হরষিত সিংহ

লাগবে না পুলিশ! সহজেই খুঁজে পাবেন চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল, জানুন কীভাবে

বর্তমানে ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এখন ফোনে মানুষের অনেক প্রয়োজনীয় তথ্য বা জিনিস থাকে। ফলে ফোন হারিয়ে গিলে মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয়।
বর্তমানে ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এখন ফোনে মানুষের অনেক প্রয়োজনীয় তথ্য বা জিনিস থাকে। ফলে ফোন হারিয়ে গিলে মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয়।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা দ্রুত খুঁজে পাওয়া বা ফোনের লোকেশন ট্র্যাক করার একটি সহজ উপায় রয়েছে। যেটা ব্যবহার করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন পেয়ে যেতে পারেন।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা দ্রুত খুঁজে পাওয়া বা ফোনের লোকেশন ট্র্যাক করার একটি সহজ উপায় রয়েছে। যেটা ব্যবহার করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন পেয়ে যেতে পারেন।
ফোন খুঁজে পাওয়ার জন্য গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি খুব কার্যকরী হতে পারে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন। নিজের জি মেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে।
ফোন খুঁজে পাওয়ার জন্য গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি খুব কার্যকরী হতে পারে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন। নিজের জি মেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে যে শুধু নিজের মোবাইল ট্র্যাক করতে পারবেন তা নয়, বাড়ির অন্যান্য মোবাইলও আপনি ট্র্যাক করতে পারবেন। অন্যান্য ফোনের তথ্য এই অ্যাপে নির্দিষ্ট পদ্ধতিতে সেভ করলেই সব ফোন ট্র্যাক করা যায়।
এই অ্যাপের মাধ্যমে যে শুধু নিজের মোবাইল ট্র্যাক করতে পারবেন তা নয়, বাড়ির অন্যান্য মোবাইলও আপনি ট্র্যাক করতে পারবেন। অন্যান্য ফোনের তথ্য এই অ্যাপে নির্দিষ্ট পদ্ধতিতে সেভ করলেই সব ফোন ট্র্যাক করা যায়।
অ্যাপটি পুরো ইনস্টল করার পর ফোনের লোকেশন সবসময় অন রাখতে হবে। অ্যাপে এলার্ট সিস্টেমও রয়েছে। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর যখনও তা অন করা হবে সেখান অ্যালার্ম বাজতে থাকবে।
অ্যাপটি পুরো ইনস্টল করার পর ফোনের লোকেশন সবসময় অন রাখতে হবে। অ্যাপে এলার্ট সিস্টেমও রয়েছে। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর যখনও তা অন করা হবে সেখান অ্যালার্ম বাজতে থাকবে।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।
বাড়ির অন্যান্য সদস্যর স্মার্টফোনও অ্যাপে যোগ করার জন্য তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যার ফলে যে কোনও একটি ফোন হারিয়ে গেলে তার তথ্য আপনি অন্য ফোনে পেয়ে যাবেন।

Mosquito Liquid Vaporizer Machine: রাতে মশা মারার লিক্যুইডেটর মেশিন টানা চালিয়ে রাখেন? এতে কতটা বিদ্যুৎ খরচ হয় জানেন?

মশার উপদ্রব থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করা হয়। অনেকেই অল আউট বা গুড নাইটের মতো মশা তাড়ানোর মেশিন ব্যবহার করেন।
মশার উপদ্রব থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করা হয়। অনেকেই অল আউট বা গুড নাইটের মতো মশা তাড়ানোর মেশিন ব্যবহার করেন।
এই মেশিনগুলির সাহায্যে আপনি মশাদের কামড় থেকে বাঁচতে পারবেন। সারা রাত শান্তিতে ঘুমানোর জন্য অনেকেই এই মেশিন ব্যবহার করেন। তবে অনেকে আবার ভাবেন, এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়!
এই মেশিনগুলির সাহায্যে আপনি মশাদের কামড় থেকে বাঁচতে পারবেন। সারা রাত শান্তিতে ঘুমানোর জন্য অনেকেই এই মেশিন ব্যবহার করেন। তবে অনেকে আবার ভাবেন, এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়!
মশার কামড় থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে সেটা সহজেই জানা যায়। সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে আপনি কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার উপর।
মশার কামড় থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে সেটা সহজেই জানা যায়। সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে আপনি কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার উপর।
উল্লেখ্য, বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।
উল্লেখ্য, বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।
অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।
অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।
আমরা যদি পুরো মাসের হিসেব করি তা হলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুত খরচ হয়।
আমরা যদি পুরো মাসের হিসেব করি তা হলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুত খরচ হয়।
এই মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনাল উত্তপ্ত হয়ে রিফিলে তাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।
এই মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনাল উত্তপ্ত হয়ে রিফিলে তাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।

East Bardhaman News: উপকরণ সামান্য! স্বল্পমূল্যে এয়ারকুলার বানিয়ে তাক লাগালেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: গরমে নাজেহাল হয়ে উঠছেন সকলেই। তাই গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই এসি অথবা এয়ার কুলার কিনছেন। তবে অনেকেই আছেন যাদের এসি অথবা এয়ার কুলার কেনার সামর্থ্য নেই। তাই যাঁদের এসি অথবা এয়ার কুলার কেনার সামর্থ্য নেই তাঁদের কথা মাথায় রেখেই, স্বল্প খরচে নিজের হাতে এয়ার কুলার তৈরি করলেন ৭২ বছরের এক বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা অরূপ কুমার মোদক। বর্তমানে তাঁর বয়স প্রায় ৭২ বছর।

তবে বয়স হলেও তিনি এই বয়সে যা তৈরি করেছেন তা দেখে রীতিমতো সবাই অবাক হচ্ছেন। স্বল্প খরচে তৈরি করেছেন এয়ার কুলার। ইতিমধ্যেই এই এয়ার কুলার বানানোর জন্য তাঁর কাছে প্রচুর অর্ডার আসতেও শুরু করেছে। দিনের পর দিন বেড়েই চলেছে অরূপ বাবুর তৈরি এয়ার কুলারের চাহিদা। এই প্রসঙ্গে অরূপ কুমার মোদক বলেন, “সাধারণত একটা এয়ারকুলার কিনতে গেলে ৫-৬ হাজার টাকার নীচে ভাল জিনিস পাওয়া যায় না। কিন্তু সাধারণ গরিব মানুষেরা এই গরমে যে কষ্ট পাচ্ছে তার জন্য কি করা যায় সেটা চিন্তা করতে করতেই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমি একটা এয়ারকুলার তৈরি করলাম। এটা দেখার পরে এখন অনেকেই আমাকে তৈরি করে দেওয়ার জন্য ধরেছে। এটা খুবই স্বল্প ব্যয় এবং কম বিদ্যুৎ খরচে চলবে। “

পূর্ব বর্ধমানের অরূপ কুমার মোদক বর্তমানে কালনা পুরসভার ডাঙাপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে অরূপবাবু পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর কথায় তিনি ষষ্ঠ শ্রেণীর পর থেকেই মেকানিকাল কাজে আগ্রহী হয়ে চলে যান। পরবর্তীতে স্কুল জীবন পেরিয়ে তিনি টেকনিক্যাল লাইনে আসেন। এবং বর্তমানে তিনি ওয়াটার ফিল্টার বিভাগে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন : প্রোমোশন, অগাধ টাকা, দাম্পত্য প্রেম, বাড়িতে সম্পদ ও শান্তি! শুধু কিছু পাতিলেবু রাখুন এভাবে

অরূপবাবু প্রায় বেশিরভাগ সময় নতুন কিছু বানানোর চেষ্টা করেন। সেরকমই তিনি এবার নিজের হাতে তৈরি করেছেন এয়ার কুলার। অরূপ বাবু আরও বলেন, “এটা তৈরি করতে লেগেছে একটা এগজস্ট ফ্যান , ভিতরে একটা সাবমারসিবল ছোট পাম্প আছে। নেট আছে, ছোবড়া আছে। কিছু পাইপ কানেকশনের কাজ আছে এবং একটা জার ব্যবহার করা হয়েছে। নেট দিয়ে ঘেরা আছে যাতে হাত লাগলেও বাচ্চাদের কোনও ক্ষতি না হয়।”

এই গরমে এহেন স্বল্পমূল্যের এয়ার কুলার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কালনার এই ৭২ বছরের অরূপ কুমার মোদক। মূলত সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এহেন কুলার তৈরি করে খুবই খুশি এবং আনন্দিত পূর্ব বর্ধমানের অরূপ বাবু।

AC: এসি কম চালিয়েই ঘর হবে কনকনে ঠান্ডা, নির্দিষ্ট এই তাপমাত্রায় চালান, বিদ্যুত বিলও হবে অর্ধেক

*অনেকেই বিশ্বাস করেন, তাঁরা যদি তাঁদের এসি কম তাপমাত্রায় রাখেন তবে এসি খুব দ্রুত এবং শীতল বাতাস সরবরাহ করবে। তবে আজ আমরা জানাচ্ছি, এটি সঠিক ধারণা নয়। সংগৃহীত ছবি। 
*অনেকেই বিশ্বাস করেন, তাঁরা যদি তাঁদের এসি কম তাপমাত্রায় রাখেন তবে এসি খুব দ্রুত এবং শীতল বাতাস সরবরাহ করবে। তবে আজ আমরা জানাচ্ছি, এটি সঠিক ধারণা নয়। সংগৃহীত ছবি।
*সম্প্রতি ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির (বিইই) তরফে জানানো হয়েছে, আমাদের এসি যদি ২৪ ডিগ্রিতে সেট করি তাহলেই আমরা এসি থেকে থেকে সেরা শীতল বাতাস পাব। সংগৃহীত ছবি। 
*সম্প্রতি ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির (বিইই) তরফে জানানো হয়েছে, আমাদের এসি যদি ২৪ ডিগ্রিতে সেট করি তাহলেই আমরা এসি থেকে থেকে সেরা শীতল বাতাস পাব। সংগৃহীত ছবি।
*বর্তমানে ভারতের বিভিন্ন অংশে অত্যন্ত দ্রুত গরম বাড়তে শুরু করেছে। অনেকেই গরম থেকে বাঁচতে কুলার বা এসির সাহায্য নেন। কিন্তু এসিতে বিল বেশি ওঠায় অনেকেই এসি ব্যবহার করতে চান না। আজ আমরা জানব কীভাবে কম খরচে এসি থেকে অতিরিক্ত শীতলতা পাওয়া যাবে। সংগৃহীত ছবি। 
*বর্তমানে ভারতের বিভিন্ন অংশে অত্যন্ত দ্রুত গরম বাড়তে শুরু করেছে। অনেকেই গরম থেকে বাঁচতে কুলার বা এসির সাহায্য নেন। কিন্তু এসিতে বিল বেশি ওঠায় অনেকেই এসি ব্যবহার করতে চান না। আজ আমরা জানব কীভাবে কম খরচে এসি থেকে অতিরিক্ত শীতলতা পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
*আমরা যখন একটি নতুন এসি কিনি, তখন প্রায়ই বলা হয় যে এসির জন্য বছরের পর বছর সার্ভিসিং এর প্রয়োজন হয় না। মনে রাখতে হবে এটিও একটি গুজব। আসলে সময়ে সময়ে আমাদের এসির সার্ভিসিং করা উচিত। এমনটি করা হলে এসি ভাল ঠান্ডা বাতাস প্রদান করবে এবং ঠান্ডা বাতাসও দীর্ঘস্থায়ী হবে। এ ছাড়াও এতে আমাদের বিদ্যুৎও সাশ্রয় করে। সংগৃহীত ছবি। 
*আমরা যখন একটি নতুন এসি কিনি, তখন প্রায়ই বলা হয় যে এসির জন্য বছরের পর বছর সার্ভিসিং এর প্রয়োজন হয় না। মনে রাখতে হবে এটিও একটি গুজব। আসলে সময়ে সময়ে আমাদের এসির সার্ভিসিং করা উচিত। এমনটি করা হলে এসি ভাল ঠান্ডা বাতাস প্রদান করবে এবং ঠান্ডা বাতাসও দীর্ঘস্থায়ী হবে। এ ছাড়াও এতে আমাদের বিদ্যুৎও সাশ্রয় করে। সংগৃহীত ছবি।
*বিদ্যুৎ বিল দ্রুত বাড়ে বলে আমরা বেশিক্ষণ এসি চালু রাখি না। তবে যদি এসি চালিয়েও কম বিদ্যুতের বিল পেতে হয় তবে এর জন্য আমাদের প্রথমে একটি কাজ করতে হবে। আমাদের প্রতি দুই সপ্তাহে আমাদের এসি ফিল্টার পরিষ্কার করতে হবে এবং এতেই এটি আমাদের বিদ্যুতের বিল কমিয়ে দেবে। সংগৃহীত ছবি। 
*বিদ্যুৎ বিল দ্রুত বাড়ে বলে আমরা বেশিক্ষণ এসি চালু রাখি না। তবে যদি এসি চালিয়েও কম বিদ্যুতের বিল পেতে হয় তবে এর জন্য আমাদের প্রথমে একটি কাজ করতে হবে। আমাদের প্রতি দুই সপ্তাহে আমাদের এসি ফিল্টার পরিষ্কার করতে হবে এবং এতেই এটি আমাদের বিদ্যুতের বিল কমিয়ে দেবে। সংগৃহীত ছবি।
*কেউ যদি চান যে তাঁর এসি দ্রুত নষ্ট না হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে এসি লাগানোর পর এর পেছনের অংশ এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে না। সংগৃহীত ছবি। 
*কেউ যদি চান যে তাঁর এসি দ্রুত নষ্ট না হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে এসি লাগানোর পর এর পেছনের অংশ এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে না। সংগৃহীত ছবি।
*কেউ যদি বাড়ির ঘরে এসির শীতলতা আরও বাড়াতে চান তবে এই কৌশলটিও ব্যবহার করতে হবে। কেউ যখন তাঁদের রুমে এসি চালু করেন, তখন ফ্যানও চালানো উচিত, তবে ফ্যান শুধুমাত্র কম বা মাঝারি গতিতেই চালানো উচিত। এটি আমাদের ঘরকে আরও দ্রুত ঠান্ডা করে তুলবে। সংগৃহীত ছবি।
*কেউ যদি বাড়ির ঘরে এসির শীতলতা আরও বাড়াতে চান তবে এই কৌশলটিও ব্যবহার করতে হবে। কেউ যখন তাঁদের রুমে এসি চালু করেন, তখন ফ্যানও চালানো উচিত, তবে ফ্যান শুধুমাত্র কম বা মাঝারি গতিতেই চালানো উচিত। এটি আমাদের ঘরকে আরও দ্রুত ঠান্ডা করে তুলবে। সংগৃহীত ছবি।

Latest Smartphones 5G: নতুন ফোন কিনবেন? 5G স্মার্টফোন, দাম ১৫ হাজারের কম! বাজার কাঁপাচ্ছে মোবাইলের এই মডেলগুলি, জানুন

প্রায় প্রতি সপ্তাহে নতুন ফোন লঞ্চ হয়ে চলেছে। এর মধ্যে সকলের চাহিদা পূরণ করে এমন একটি ডিভাইস খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে। তাই আমরা এই মাসে ভারতে ১৫,০০০ টাকার কম দামে পাওয়া সেরা 5G স্মার্টফোনগুলির একটি তালিকা তৈরি করেছি।
প্রায় প্রতি সপ্তাহে নতুন ফোন লঞ্চ হয়ে চলেছে। এর মধ্যে সকলের চাহিদা পূরণ করে এমন একটি ডিভাইস খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে। তাই আমরা এই মাসে ভারতে ১৫,০০০ টাকার কম দামে পাওয়া সেরা 5G স্মার্টফোনগুলির একটি তালিকা তৈরি করেছি।
১) Realme 12x 5G -৪GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য Realme 12x 5G-এর দাম ১১,৯৯৯ টাকা। ৬GB RAM/১২৮GB ভ্যারিয়েন্টের জন্য ১৩,৪৯৯ টাকা এবং ৮GB RAM/১২৮GB ভ্যারিয়েন্টের জন্য ১৪,৯৯৯ টাকা।

বাজেট স্মার্টফোনটিতে ১২০Hz রিফ্রেশ রেট, ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট এবং ৯৫০nits পিক ব্রাইটনেস সহ একটি ৬.৭২-ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি সামনের দিকে পান্ডা গ্লাস সুরক্ষা এবং স্প্ল্যাশ ও ধুলো প্রতিরোধের জন্য একটি IP৫৪ রেটিং সহ আসে। যার অর্থ স্মার্টফোনটি যে কোনও দিক থেকে হালকা বৃষ্টি এবং স্প্ল্যাশ সহ্য করতে পারে। Realme-এর লেটেস্ট মিড-রেঞ্জার ফোন MediaTek Dimensity ৬১০০+ প্রসেসরে চলে এবং সমস্ত গ্রাফিক্স-নিবিড় কাজের জন্য একটি Mali G57 GPU-এর সঙ্গে যুক্ত।
১) Realme 12x 5G –
৪GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য Realme 12x 5G-এর দাম ১১,৯৯৯ টাকা। ৬GB RAM/১২৮GB ভ্যারিয়েন্টের জন্য ১৩,৪৯৯ টাকা এবং ৮GB RAM/১২৮GB ভ্যারিয়েন্টের জন্য ১৪,৯৯৯ টাকা।
বাজেট স্মার্টফোনটিতে ১২০Hz রিফ্রেশ রেট, ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট এবং ৯৫০nits পিক ব্রাইটনেস সহ একটি ৬.৭২-ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি সামনের দিকে পান্ডা গ্লাস সুরক্ষা এবং স্প্ল্যাশ ও ধুলো প্রতিরোধের জন্য একটি IP৫৪ রেটিং সহ আসে। যার অর্থ স্মার্টফোনটি যে কোনও দিক থেকে হালকা বৃষ্টি এবং স্প্ল্যাশ সহ্য করতে পারে। Realme-এর লেটেস্ট মিড-রেঞ্জার ফোন MediaTek Dimensity ৬১০০+ প্রসেসরে চলে এবং সমস্ত গ্রাফিক্স-নিবিড় কাজের জন্য একটি Mali G57 GPU-এর সঙ্গে যুক্ত।
Vivo T3x 5G -Vivo T3x-এর এন্ট্রি-লেভেল মডেলের দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়, যা ১২৮GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৪GB RAM পেয়ার করে।গ্রাহকদের কাছে অভিন্ন স্টোরেজ ক্ষমতা সহ ৬GB এবং ৮GB RAM ভ্যারিয়েন্টগুলি বেছে নেওয়ার বিকল্প রয়েছে। যার দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা।

Vivo T3x ফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭২-ইঞ্চির ফ্ল্যাট ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে, যা মসৃণ ভিজ্যুয়াল নিশ্চিত করে। এর পিক ব্রাইটনেস ১০০০ নিটস এবং এটি T3x Snapdragon 6 Gen 1 SoC দ্বারা চালিত। এটি মাইক্রো SD কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত সম্প্রসারণযোগ্য স্টোরেজ অফার করে, যা পর্যাপ্ত ১২৮GB ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে দেয়। স্মার্টফোনটি ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি দ্বারা চালিত হয়, যা Android 14-ভিত্তিক FuntouchOS 14-তে চলে।
Vivo T3x 5G –
Vivo T3x-এর এন্ট্রি-লেভেল মডেলের দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়, যা ১২৮GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৪GB RAM পেয়ার করে।গ্রাহকদের কাছে অভিন্ন স্টোরেজ ক্ষমতা সহ ৬GB এবং ৮GB RAM ভ্যারিয়েন্টগুলি বেছে নেওয়ার বিকল্প রয়েছে। যার দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা।
Vivo T3x ফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭২-ইঞ্চির ফ্ল্যাট ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে, যা মসৃণ ভিজ্যুয়াল নিশ্চিত করে। এর পিক ব্রাইটনেস ১০০০ নিটস এবং এটি T3x Snapdragon 6 Gen 1 SoC দ্বারা চালিত। এটি মাইক্রো SD কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত সম্প্রসারণযোগ্য স্টোরেজ অফার করে, যা পর্যাপ্ত ১২৮GB ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে দেয়। স্মার্টফোনটি ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি দ্বারা চালিত হয়, যা Android 14-ভিত্তিক FuntouchOS 14-তে চলে।
Motorola এর সর্বশেষ বাজেট স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে। ৮GB RAM/১২৮GB স্টোরেজ ১৪,৯৯৯ টাকা এবং ১২GB RAM/২৫৬GB স্টোরেজ ১৬,৯৯৯ টাকা।G64 5G-তে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ IPC LCD ডিসপ্লে, যার ১২০Hz রিফ্রেশ রেট এবং ৫৬০ nits এর পিক ব্রাইটনেস সমর্থন করে। এটি MediaTek Dimensity 7025 প্রসেসর দ্বারা চালিত এবং Android 15 OS এর জন্য নিশ্চিত সমর্থন সহ Android 14 অপারেটিং সিস্টেমে চলে। স্মার্টফোনটি একটি বিশাল ৬০০০ mAh ব্যাটারি ব্যাকআপ পায় এবং বক্সের ভিতরে একটি ৩৩W দ্রুত চার্জার রয়েছে।
Motorola এর সর্বশেষ বাজেট স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে। ৮GB RAM/১২৮GB স্টোরেজ ১৪,৯৯৯ টাকা এবং ১২GB RAM/২৫৬GB স্টোরেজ ১৬,৯৯৯ টাকা।
G64 5G-তে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ IPC LCD ডিসপ্লে, যার ১২০Hz রিফ্রেশ রেট এবং ৫৬০ nits এর পিক ব্রাইটনেস সমর্থন করে। এটি MediaTek Dimensity 7025 প্রসেসর দ্বারা চালিত এবং Android 15 OS এর জন্য নিশ্চিত সমর্থন সহ Android 14 অপারেটিং সিস্টেমে চলে। স্মার্টফোনটি একটি বিশাল ৬০০০ mAh ব্যাটারি ব্যাকআপ পায় এবং বক্সের ভিতরে একটি ৩৩W দ্রুত চার্জার রয়েছে।
Realme Narzo 70 5G -এই মাসের শুরুতে লঞ্চ হওয়া, Realme Narzo 70 5G স্টার্ট দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ১৪,৯৯৯ টাকায় ৬GB RAM/১২৮GB স্টোরেজ এবং ১৫,৯৯৯ টাকায় ৮GB RAM/১২৮GB স্টোরেজ।

স্মার্টফোনটিতে ১২০Hz রিফ্রেশ রেট, ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট এবং ১২০০ nits এর পিক ব্রাইটনেস সহ একটি ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি MediaTek Dimensity 7050 5G SoC দ্বারা চালিত এবং ডায়নামিক RAM বৈশিষ্ট্য সহ ১৬GB পর্যন্ত বর্ধিত র‍্যাম অফার করে৷
Realme Narzo 70 5G –
এই মাসের শুরুতে লঞ্চ হওয়া, Realme Narzo 70 5G স্টার্ট দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ১৪,৯৯৯ টাকায় ৬GB RAM/১২৮GB স্টোরেজ এবং ১৫,৯৯৯ টাকায় ৮GB RAM/১২৮GB স্টোরেজ।
স্মার্টফোনটিতে ১২০Hz রিফ্রেশ রেট, ২৪০Hz টাচ স্যাম্পলিং রেট এবং ১২০০ nits এর পিক ব্রাইটনেস সহ একটি ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি MediaTek Dimensity 7050 5G SoC দ্বারা চালিত এবং ডায়নামিক RAM বৈশিষ্ট্য সহ ১৬GB পর্যন্ত বর্ধিত র‍্যাম অফার করে৷
Samsung Galaxy F15 5G -Samsung Galaxy F15 5G মার্চ মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল এবং তারপর থেকে যাঁরা বাজেটে স্মার্টফোন কিনতে চাইছেন তাঁদের জন্য কিন্তু একটি Samsung ব্র্যান্ডিং সহ এটি একটি দুর্দান্ত ডিভাইস। স্মার্টফোনটি বিশাল ৬০০০mAh ব্যাটারি এবং ৪ বছরের OS আপডেট যুক্ত।

ফোনটি ৪GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১২,৯৯৯ টাকা থেকে শুরু হয় এবং ৮GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হয়। F15 5G-তে ৯০Hz রিফ্রেশ রেট সমর্থন সহ একটি ৬.৫-ইঞ্চির ফুল HD+ sAMOLED ডিসপ্লে রয়েছে। বাজেট স্মার্টফোনটি MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত এবং ৬GB পর্যন্ত RAM এবং ১২৮GB পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। Galaxy F15 5G ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণের জন্য সমর্থন সহ আসে।
Samsung Galaxy F15 5G –
Samsung Galaxy F15 5G মার্চ মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল এবং তারপর থেকে যাঁরা বাজেটে স্মার্টফোন কিনতে চাইছেন তাঁদের জন্য কিন্তু একটি Samsung ব্র্যান্ডিং সহ এটি একটি দুর্দান্ত ডিভাইস। স্মার্টফোনটি বিশাল ৬০০০mAh ব্যাটারি এবং ৪ বছরের OS আপডেট যুক্ত।
ফোনটি ৪GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১২,৯৯৯ টাকা থেকে শুরু হয় এবং ৮GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হয়। F15 5G-তে ৯০Hz রিফ্রেশ রেট সমর্থন সহ একটি ৬.৫-ইঞ্চির ফুল HD+ sAMOLED ডিসপ্লে রয়েছে। বাজেট স্মার্টফোনটি MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত এবং ৬GB পর্যন্ত RAM এবং ১২৮GB পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। Galaxy F15 5G ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণের জন্য সমর্থন সহ আসে।

AC Buying Tips: টাকা বাঁচাতে পুরনো AC কিনছেন? উল্টে আকাশছোঁয়া হতে পারে বিদ্যু‍তের বিল! সর্বনাশ হওয়ার আগে এখনই জানুন জরুরি টিপস

গরমে দহন জ্বালায় অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহে একটু শীতলতার ছোঁয়া পেতে এসির কিনছেন অনেকেই। কিন্তু সকলেরই তো আর নতুন এসি কেনার সামর্থ্য থাকেনা
গরমে দহন জ্বালায় অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহে একটু শীতলতার ছোঁয়া পেতে এসির কিনছেন অনেকেই। কিন্তু সকলেরই তো আর নতুন এসি কেনার সামর্থ্য থাকেনা
বিভিন্ন জায়গায় পুরোনো এসি মেরামত করে বিক্রয় করা হচ্ছে। সেসব এসির দামও প্রায় অর্ধেক। অনেক সময় পুরনো এসি কিনলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। সেজন্য পুরনো এসি কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া উচিত।
বিভিন্ন জায়গায় পুরোনো এসি মেরামত করে বিক্রয় করা হচ্ছে। সেসব এসির দামও প্রায় অর্ধেক। অনেক সময় পুরনো এসি কিনলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। সেজন্য পুরনো এসি কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া উচিত।
পুরোনো এসি কেনার আগে দেখে নিন এসি ভালো ব্র্যান্ডের কিনা। ভাল ব্র্যান্ডের এসির সুনামের পাশাপাশি রিভিউও দেখে নিন।
পুরোনো এসি কেনার আগে দেখে নিন এসি ভালো ব্র্যান্ডের কিনা। ভাল ব্র্যান্ডের এসির সুনামের পাশাপাশি রিভিউও দেখে নিন।
পুরানো এসির কাগজপত্রগুলো চেক করে নিন। সেটি উনিই প্রথম ব্যবহার করেছেন ও কতদিন ব্যবহার করেছেন তা জানুন। মেরামত করার প্রয়োজন হলে কোনো ধরনের সুবিধা পাবেন কিনা দেখুন।
পুরানো এসির কাগজপত্রগুলো চেক করে নিন। সেটি উনিই প্রথম ব্যবহার করেছেন ও কতদিন ব্যবহার করেছেন তা জানুন। মেরামত করার প্রয়োজন হলে কোনো ধরনের সুবিধা পাবেন কিনা দেখুন।
পুরানো এসি কেনার আগে এসির ফিল্টার স্ট্যাটাস দেখে নিন। ফিল্টার স্ট্যাটাসের সঙ্গে এসির কার্যকারিতা ঘনিষ্ঠভাবে জড়িত। খুব বেশি পুরোনো ফিল্টারের এসি কেনা ঠিক নয়।
পুরানো এসি কেনার আগে এসির ফিল্টার স্ট্যাটাস দেখে নিন। ফিল্টার স্ট্যাটাসের সঙ্গে এসির কার্যকারিতা ঘনিষ্ঠভাবে জড়িত। খুব বেশি পুরোনো ফিল্টারের এসি কেনা ঠিক নয়।
এসির বিদ্যুৎ খরচ কেমন হবে, ইনভার্টারসহ কিনা সেসব বিষয় যাচাই করে নিন। ইনভার্টারসহ এসি কেনার চেষ্টা করুন।
এসির বিদ্যুৎ খরচ কেমন হবে, ইনভার্টারসহ কিনা সেসব বিষয় যাচাই করে নিন। ইনভার্টারসহ এসি কেনার চেষ্টা করুন।

Online Dating App: Tinder-Bumble ডেটিং অ্যাপ ব্যবহার করেন? এখনই সাবধান না হলে বড় ক্ষতি! আঁতকে ওঠার মতো তথ্য ফাঁস গবেষকের দৌলতে

Dating App: অনলাইন ডেটিং প্ল্যাটফর্মগুলোর এখন রমরমা বাজার। চিরাচরিত পথের বাইরে অন্যভাবে গড়ে উঠছে বন্ধুত্ব, প্রেম, সাহচর্য। ডেটিং অ্যাপের আলাপ বিয়ে পর্যন্ত গড়িয়েছে, এমন ঘটনাও কম নয়। সব মিলিয়ে রোম্যান্টিক সম্পর্কে বিপ্লব এসেছে বললে খুব একটা ভুল হবে না। স্মার্টফোনের হাতে জীবনের লাগাম। ইন্টারনেট জুড়ে ডেটিং অ্যাপ। আজকাল নতুন মানুষের সঙ্গে খুব সহজেই আলাপ করা যায়, দেখা করা যায়। ভাল লাগা, মন্দ লাগাগুলো জানতে আর দীর্ঘ পথ পেরতে হয় না। এক ক্লিকেই হাতে চলে আসে সবকিছু।

প্রশ্ন হল, ডেটিং অ্যাপে কী গোপনীয়তা বজায় থাকে? সম্প্রতি ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার মোজিলার গবেষকরা ইউজারদের গোপনীয়তার উপর ভিত্তি করে ২৫টি ডেটিং অ্যাপে গবেষণা চালান। এর মধ্যে রয়েছে Tinder, Bumble, Hinge, OkCupid-এর মতো জনপ্রিয় অ্যাপও। কিন্তু যে তথ্য উঠে এসেছে তাতে চমকে যেতে হবে।

গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ ডেটিং অ্যাপ, প্রায় ৮০ শতাংশই বিজ্ঞাপনের জন্য ইউজারদের ব্যক্তিগত তথ্য শেয়ার বা বিক্রি করে। এই প্রকল্পে কাজ করা গবেষকদের মধ্যে মিশা রাইকভ বলছেন, “ডেটিং অ্যাপগুলো দাবি করে, আপনি যত বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন, ততটাই মনের মানুষ পাবেন। এটা আদৌ সত্যি কি না, তা জানার কোনও উপায় নেই। আমরা যা জানি সেটা হল, বেশিরভাগ ডেটিং অ্যাপই ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পারে না”। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ অ্যাপ ইউজাররা যা আপলোড করেন, তা থেকে মেটাডেটা সংগ্রহ করে। এর মধ্যে ছবি, ভিডিও তো বটেই, ইউজার কখন, কোথায় ক্লিক করেছেন, সেই তথ্যও থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, Hinge, OkCupid, Tinder এবং BLK সহ বেশ কয়েকটি অ্যাপ ইউজারের অবস্থানও অ্যাক্সেস করতে পারে।

আরও পড়ুন: আপনার প্রেমিকের নামের প্রথম অক্ষর কি এটাই? জ্যোতিষীর থেকে জেনে নিন সে আসলে কেমন মানুষ

যখন ইউজার অ্যাপ ব্যবহার করছে না, সেই সময়ও ইউজারের অবস্থানের উপর লক্ষ্য রাখে কিছু অ্যাপ। গবেষকরা গোপনীয়তা রক্ষার জন্য ইউজারদের কিছু টিপস দিয়েছেন। তাঁদের পরামর্শ হল, থার্ড পার্টি অ্যাপ থেকে এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত নয়। টিন্ডার বা বাম্বল প্রোফাইলকে লিঙ্কডইন প্রোফাইলের মতোই দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘অ্যাপ পারমিশন’ সীমিত করা। তবেই গোপন কথাটি গোপনে থাকবে।

Google Messages Apps: এসএমএসে স্প্যাম লিঙ্ক খুলতে গেলেই সতর্ক করবে গুগল মেসেজিং অ্যাপ, আসছে নয়া ফিচার

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্মার্টফোনের নিরাপত্তা বাড়াতে এবং স্প্যাম কমাতে নতুন ফিচার নিয়ে আসছে গুগল মেসেজিং অ্যাপ। এসএমএসের আদর্শ বিকল্প হিসেবে উঠে এসেছে গুগলের এই অ্যাপ।
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্মার্টফোনের নিরাপত্তা বাড়াতে এবং স্প্যাম কমাতে নতুন ফিচার নিয়ে আসছে গুগল মেসেজিং অ্যাপ। এসএমএসের আদর্শ বিকল্প হিসেবে উঠে এসেছে গুগলের এই অ্যাপ।
কিন্তু স্প্যাম মেসেজ এবং অজানা লিঙ্ক বড় সমস্যা। PiunikaWeb-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই সমস্যা মোকাবিলায় বর্তমানে আপডেট নিয়ে কাজ করছে গুগল।
কিন্তু স্প্যাম মেসেজ এবং অজানা লিঙ্ক বড় সমস্যা। PiunikaWeb-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই সমস্যা মোকাবিলায় বর্তমানে আপডেট নিয়ে কাজ করছে গুগল।
গুগল মেসেজিং অ্যাপের সম্ভাব্য আপডেটে অজানা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করার আগে পপ-আপের মাধ্যমে সতর্ক করা হবে ইউজারকে।
গুগল মেসেজিং অ্যাপের সম্ভাব্য আপডেটে অজানা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করার আগে পপ-আপের মাধ্যমে সতর্ক করা হবে ইউজারকে।
ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধি এবং হ্যাকারদের হাত থেকে বাঁচানোর লক্ষ্যেই গুগল এই আপডেট নিয়ে আসছে বলে জানা গিয়েছে।
ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধি এবং হ্যাকারদের হাত থেকে বাঁচানোর লক্ষ্যেই গুগল এই আপডেট নিয়ে আসছে বলে জানা গিয়েছে।
গুগল মনে করছে, কোনও লিঙ্কে ক্লিক করার আগে পপ-আপ ভেসে উঠলে, কাজটা করা উচিত হবে কি না, তা নিয়ে ইউজার ফের ভাবতে বাধ্য হবেন।
গুগল মনে করছে, কোনও লিঙ্কে ক্লিক করার আগে পপ-আপ ভেসে উঠলে, কাজটা করা উচিত হবে কি না, তা নিয়ে ইউজার ফের ভাবতে বাধ্য হবেন।
AssembleDebug নামের টিপস্টারের জন্য পপ-আপ মেসেজ ব্যবহার করেছিল গুগল। যাইহোক, পপ আপ মেসেজে লেখা থাকবে, “সাবধান, এই প্রেরক আপনার পরিচিত নন”।
AssembleDebug নামের টিপস্টারের জন্য পপ-আপ মেসেজ ব্যবহার করেছিল গুগল। যাইহোক, পপ আপ মেসেজে লেখা থাকবে, “সাবধান, এই প্রেরক আপনার পরিচিত নন”।
এর নীচে থাকবে সতর্কবার্তা, “আপনি চেনেন না এমন ব্যক্তিদের থেকে আসা লিঙ্কে অবাঞ্ছিত বা ক্ষতিকর সামগ্রী থাকতে পারে”। ইউজাররা মেসেজের প্রতিক্রিয়া দেওয়ার জন্য দুটি বিকল্প পাবেন।
এর নীচে থাকবে সতর্কবার্তা, “আপনি চেনেন না এমন ব্যক্তিদের থেকে আসা লিঙ্কে অবাঞ্ছিত বা ক্ষতিকর সামগ্রী থাকতে পারে”। ইউজাররা মেসেজের প্রতিক্রিয়া দেওয়ার জন্য দুটি বিকল্প পাবেন।
লিঙ্ক ক্লিক করতে না চাইলে ‘ক্যানসেল’ বাটন টিপলেই হবে। এরপরেও লিঙ্ক খুলতে চাইলে একটা চেকবক্স আসবে। সেখানে লেখা থাকবে “সম্ভাব্য ঝুঁকি নিয়ে চালিয়ে যান”। এই অপশনে ক্লিক করলে লিঙ্ক খুলবে।
লিঙ্ক ক্লিক করতে না চাইলে ‘ক্যানসেল’ বাটন টিপলেই হবে। এরপরেও লিঙ্ক খুলতে চাইলে একটা চেকবক্স আসবে। সেখানে লেখা থাকবে “সম্ভাব্য ঝুঁকি নিয়ে চালিয়ে যান”। এই অপশনে ক্লিক করলে লিঙ্ক খুলবে।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে, স্ট্যান্ডার্ড এসএমএস মেসেজেও এই ফিচার দেওয়া হতে পারে। আসন্ন সতর্কতা বার্তাটি 20240402_01_RCO0 বা গুগল মেসেজের বিটা সংস্করণে মিলবে। অ্যাপে এই ফিচার চালুর আগে বিটা টেস্টাররা পরীক্ষা করে দেখবেন।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে, স্ট্যান্ডার্ড এসএমএস মেসেজেও এই ফিচার দেওয়া হতে পারে। আসন্ন সতর্কতা বার্তাটি 20240402_01_RCO0 বা গুগল মেসেজের বিটা সংস্করণে মিলবে। অ্যাপে এই ফিচার চালুর আগে বিটা টেস্টাররা পরীক্ষা করে দেখবেন।
এটা গুগল মেসেজের উন্নত সংস্করণ হতে চলেছে। অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করার সময় ডায়লগ বক্স ভেসে উঠবে।
এটা গুগল মেসেজের উন্নত সংস্করণ হতে চলেছে। অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করার সময় ডায়লগ বক্স ভেসে উঠবে।
যাইহোক, অবিরত ট্যাপ করে এই ধাপ এড়ানো যেতে পারে। ইউজারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যই যে এই পদক্ষেপ বলাইবাহুল্য। গুগল গত কয়েক বছরে RCS স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা করছে।
যাইহোক, অবিরত ট্যাপ করে এই ধাপ এড়ানো যেতে পারে। ইউজারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যই যে এই পদক্ষেপ বলাইবাহুল্য। গুগল গত কয়েক বছরে RCS স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা করছে।
২০২২ সালে একাধিক অভিযোগ উঠেছিল যে ইউজারদের কাছে প্রচারমূলক মেসেজ স্প্যাম করে RCS-এর অপব্যবহার করা হচ্ছে। তারপরই এই পদক্ষেপ।
২০২২ সালে একাধিক অভিযোগ উঠেছিল যে ইউজারদের কাছে প্রচারমূলক মেসেজ স্প্যাম করে RCS-এর অপব্যবহার করা হচ্ছে। তারপরই এই পদক্ষেপ।