জয়পুর: মর্মান্তিক দুর্ঘটনা। ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস৷ আর তাতেই মৃত্যু হল অন্তত দশ জনের। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় আহতও হয়েছেন প্রায় ৩০ জন ৷ তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ের ওই দুর্ঘটনাস্থলেই ১০ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। চিকিৎসা চলাকালীন আরও পাঁচ জনের মৃত্য়ু হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় লক্ষ্মণগড় থানার পুলিশ।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র দেশ, যেখান থেকে চাঁদ সবচেয়ে কাছে! কোন দেশ? নামটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন
পুলিশ সুপার ভুবন ভূষণ যাদব জানিয়েছেন, প্রাইভেট বাসটি সালাসার থেকে লক্ষ্মণগড় যাচ্ছিল। সেই সময়ই লক্ষ্মণগড়ের কাছে ব্রিজে ধাক্কা মারে বাসটি। আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে, কী কারণে বাসটি সরাসরি ব্রিজে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।