মুম্বই: বক্স অফিসে তাঁর ছবির ফলাফল যেমনই হোক, দানধ্যানে আগোগোড়াই তিনি দিলদরিয়া। অযোধ্যার হনুমানদের জন্য দীপাবলীর আগে এক কোটি টাকা দান করলেন অভিনেতা। চলতি বছরেই হাজি আলির দরগা সংস্কারের জন্য দান করেন প্রায় ১.২১ কোটি টাকা।
সূত্রের খবর, অযোধ্যায় নিরাপদ স্থানে প্রতিদিন ১২০০ টিরও বেশি হনুমানকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন অক্ষয়। ফিডিং ভ্যানে নাম লিখে অভিনেতা তাঁর প্রয়াত বাবা-মা এবং শ্বশুর রাজেশ খান্নাকেও শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিদিন অযোধ্যা ভ্রমণকারী লক্ষাধিক তীর্থযাত্রীদের কোনও অসুবিধা ছাড়াই শহরের জনবহুল অংশগুলি থেকে দূরে নির্দিষ্ট একটি স্থানে হনুমানগুলিকে সঠিকভাবে খাওয়ানো হবে। একই সঙ্গে শহর যাতে পরিচ্ছন্ন থাকে, তা-ও নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ‘…যেন আমারই জায়গা’! সঞ্চালকের ভূমিকায় সুদীপ্তা, কোন অনুষ্ঠানে দেখা যাবে, জেনে নিন
আরও পড়ুন: ‘…যেন আমারই জায়গা’! সঞ্চালকের ভূমিকায় সুদীপ্তা, কোন অনুষ্ঠানে দেখা যাবে, জেনে নিন
২০২৩ সালে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন অক্ষয়। দীপাবলিতে মুক্তি পাবে ‘সিংহম এগেইন’। রোহিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।