প্রতিকি ছবি

Health Tips-Nail: নখের রং বদলে যাচ্ছে? রক্ত জমাট বাঁধছে? মারণ রোগ নয়তো! জানাচ্ছেন চিকিৎসক

রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে তো হয়। তবে বেশ কিছু লক্ষণ দেখে শরীরের রোগের সম্ভবনা খুঁজে পাওয়া সম্ভব।
রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে তো হয়। তবে বেশ কিছু লক্ষণ দেখে শরীরের রোগের সম্ভবনা খুঁজে পাওয়া সম্ভব।
এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি বলেন নখের আকার, আকৃতি রং দেখে শুধু চিকিৎসকরা নন, সাধারণ মানুষও কিন্তু একটু সচেতন হলেই রোগের উপস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারেন। কারণ, নানা রোগে নখের রং, আকৃতি-প্রকৃতির পরিবর্তন হয়।
এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি বলেন নখের আকার, আকৃতি রং দেখে শুধু চিকিৎসকরা নন, সাধারণ মানুষও কিন্তু একটু সচেতন হলেই রোগের উপস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারেন। কারণ, নানা রোগে নখের রং, আকৃতি-প্রকৃতির পরিবর্তন হয়।
জন্ডিসের মতো গুরুতর অসুখে আক্রান্ত হলে রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে নখেও। ফলে নখ হলুদ হয়ে যায়। তবে অতিমাত্রায় ধূমপান করলেও নখ হলুদ হয়ে যায়।
জন্ডিসের মতো গুরুতর অসুখে আক্রান্ত হলে রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে নখেও। ফলে নখ হলুদ হয়ে যায়। তবে অতিমাত্রায় ধূমপান করলেও নখ হলুদ হয়ে যায়।
নখের রং যদি ফ্যাকাসে, কিংবা নখ একটু চাপলে তেমন কোন লালাভ প্রভাব না দেখা যায়। পাশাপাশি রোগী যদি দুর্বলতা, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যায় পড়েন তবে সেক্ষেত্রে রক্তাল্পতার সম্ভবনা থাকে।
নখের রং যদি ফ্যাকাসে, কিংবা নখ একটু চাপলে তেমন কোন লালাভ প্রভাব না দেখা যায়। পাশাপাশি রোগী যদি দুর্বলতা, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যায় পড়েন তবে সেক্ষেত্রে রক্তাল্পতার সম্ভবনা থাকে।
হৃৎপিণ্ডের ইনফেকশনজনিত সমস্যার নাম ভাস্কুলাইটিস। এই রোগের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি হলো নখের তলায় ব্লিডিং। এর ফলে নখের তলায় রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়।
হৃৎপিণ্ডের ইনফেকশনজনিত সমস্যার নাম ভাস্কুলাইটিস। এই রোগের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি হলো নখের তলায় ব্লিডিং। এর ফলে নখের তলায় রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়।
নখের নিচে বাসা বাঁধতে পারে ভয়ংকর ক্যানসারও। যদি নখের নিচে কালো কালো স্পট তৈরি হয় এবং তা ধীরে ধীরে আকারে বাড়তে থাকে, তাহলে সাবধান হন।
নখের নিচে বাসা বাঁধতে পারে ভয়ংকর ক্যানসারও। যদি নখের নিচে কালো কালো স্পট তৈরি হয় এবং তা ধীরে ধীরে আকারে বাড়তে থাকে, তাহলে সাবধান হন।