দক্ষিণবঙ্গ বহরমপুরের বাসিন্দাদের সুখবর দিলেন ইউসুফ পাঠান! জানালেন ভবিষ্যতের পরিকল্পনা Gallery October 29, 2024 Bangla Digital Desk বহরমপুর লোকসভা আসন থেকে জয়ী হয়ে ইতিমধ্যেই একাধিকবার পা রেখেছেন বহরমপুরের মাটিতে। আগামী এক সপ্তাহের মধ্যে বহরমপুর লোকসভার মানুষের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে বলে জানালেন খোদ সাংসদ ইউসুফ পাঠান । বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিজয়া সন্মেলনীর আয়োজন করা হচ্ছে দলীয়ভাবে। সেখানেই উপস্থিত থাকছেন তারকা সাংসদ ইউসুফ পাঠান। মুর্শিদাবাদের বড়ঞার কিষাণমান্ডিতে বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানে যোগদান করে ইউসুফ পাঠান জানান, আগামিদিনে বহরমপুরে তৈরি হবে ক্রিকেট অ্যাকাডেমি, জমি পেলেই। এছাড়াও আগে যা কোনও দিন কেও কিছু ভাবেনি তাই তৈরি হবে। প্রশাসনের কাছে দাবি রাখব, তাতে শিশু এবং মহিলারা উপকৃত হবেন। যা শীঘ্রই প্রকাশ পাবে আগামী এক সপ্তাহের মধ্যেই। বহরমপুর ও বেলডাঙায় রেলের ওভারব্রীজের দাবী দীর্ঘদিনের। ফলে বহরমপুর পঞ্চাননতলা ও বেলডাঙাতে ওভারব্রীজের জন্য রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা পরিদর্শন করেছেন। কাজ শুরু হতে পারে শীঘ্রই বলেই দাবি করেছেন ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরেই বহরমপুরে স্পোর্টস একাডেমী ও একাধিক কর্মকান্ডের কথা ঘোষণা করেছিলেন ইউসুফ পাঠান। তবে সাংসদ হতেই তিনি সেই কাজ আরও তৎপরতার সঙ্গে শুরু করছেন বলে সুত্রের খবর।