দেশ Train derailed news: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি Gallery October 29, 2024 Bangla Digital Desk ফের ট্রেন দুর্ঘটনা! ফের বেলাইন হল যাত্রীবাহী ট্রেন। এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মা বেলহা দেবী ধাম স্টেশনের কাছে। প্রতীকী ছবি। জানা গিয়েছে শান্টিং অপারেশনের সময়ে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ১২ কোচের এই ট্রেনটির মধ্যে ২টো কোচ দুর্ঘটনার কবলে পড়ে। প্রতীকী ছবি। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৫টা নাগাদ। এর জেরে দীর্ঘ ৬ ঘণ্টার জন্য রেল পরিষেবায় সমস্যা তৈরি হয়। রেলগেট বন্ধ থাকে প্রায় ৬ ঘণ্টা ধরে। প্রতীকী ছবি। যদিও দুর্ঘটনার সময়ে ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। প্রতীকী ছবি। দুর্ঘটনা প্রসঙ্গে স্টেশন সুপারিনটেনডেন্ট শামিম আহমেদ বলেন, “বিকল্প লাইন ধরে ট্রেন চলছিল, তবে ক্রসিং প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল”। রেলকর্মীদের প্রচেষ্টায় ১১টা ১৫ নাগাদ বেলাইন কামরা দুটিকে লাইনে স্থানান্তরিত করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়”। প্রতীকী ছবি।