ধরুন, এমন কেউ আপনাকে চাইছে, যাকে আপনি একেবারেই পছন্দ করছেন না৷ সে ক্ষেত্রে তাঁকে সোজাসুজি না বলে দিন৷

Relationship Tips: প্রাক্তন কি জীবনে ফিরতে চাইছে? ৫ লক্ষণেই বুঝে নিন আশঙ্কা সত্যি কি না

প্রেমে ইতি টেনেছেন৷ নানা কারণে এই সম্পর্ক ভাল লাগছে না, তাই শেষ অবধি এই সিদ্ধান্ত৷ অথচ আপনার অপর জন এই সিদ্ধান্তকে খুব ভাল ভাবে নিতে পারে নি৷ আপনি হয়তো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছেন৷ কিন্তু তিনি কি আপনার কেবলই বন্ধু হতে চায়? কী বলছেন মনোবিদরা আসুন জেনে নিই৷
প্রেমে ইতি টেনেছেন৷ নানা কারণে এই সম্পর্ক ভাল লাগছে না, তাই শেষ অবধি এই সিদ্ধান্ত৷ অথচ আপনার অপর জন এই সিদ্ধান্তকে খুব ভাল ভাবে নিতে পারে নি৷ আপনি হয়তো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছেন৷ কিন্তু তিনি কি আপনার কেবলই বন্ধু হতে চায়? কী বলছেন মনোবিদরা আসুন জেনে নিই৷
সমাজমাধ্যমে নজরদারি: যদি আপনার প্রক্তন আপনার জীবনে সত্যি-সত্যি ফিরে আসতে চান, তাহলে তিনি সমাজমাধ্যমে আপনার উপর নজর চালিয়ে যাবেন৷ সে চাইবে আপনার কাছ থেকে দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে৷ খেয়াল রাখুন প্রাক্তন আপনার সমাজমাধ্যমের পোস্টে লাইক বা কমেন্ট করছেন কি না৷
সমাজমাধ্যমে নজরদারি: যদি আপনার প্রক্তন আপনার জীবনে সত্যি-সত্যি ফিরে আসতে চান, তাহলে তিনি সমাজমাধ্যমে আপনার উপর নজর চালিয়ে যাবেন৷ সে চাইবে আপনার কাছ থেকে দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে৷ খেয়াল রাখুন প্রাক্তন আপনার সমাজমাধ্যমের পোস্টে লাইক বা কমেন্ট করছেন কি না৷
শুভেচ্ছাবার্তাদীপাবলি হোক বা আপনার জীবনে বড় সাফল্য সবেতেই তিনি আপনাকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভুলছেন না৷ অর্থাৎ তিনি এখনও ভুলছেন না৷
শুভেচ্ছাবার্তা
দীপাবলি হোক বা আপনার জীবনে বড় সাফল্য সবেতেই তিনি আপনাকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভুলছেন না৷ অর্থাৎ তিনি এখনও ভুলছেন না৷
বন্ধুদের কাছ থেকে খবর নেওয়া যদি সম্পর্কের বয়স অনেকদিনের হয়, তাহলে নিজেদের বন্ধু সার্কেলে এমন বন্ধু আছে, যাঁরা দুজনেরই  খুব কাছের৷ জানুন তাঁদের কাছ থেকে  আপনার ব্যাপারে কি জানতে চাইছে?
বন্ধুদের কাছ থেকে খবর নেওয়া
যদি সম্পর্কের বয়স অনেকদিনের হয়, তাহলে নিজেদের বন্ধু সার্কেলে এমন বন্ধু আছে, যাঁরা দুজনেরই খুব কাছের৷ জানুন তাঁদের কাছ থেকে আপনার ব্যাপারে কি জানতে চাইছে?
হঠাৎ দেখা হওয়া: বন্ধুর বাড়ি হোক বা কর্মক্ষেত্র যে সমস্ত জায়গায় আগে যেতেন, সেখানে বারবার যাচ্ছেন৷ এই ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় নাই হতে পারে৷ সেটা একটু খেয়াল করুন৷
হঠাৎ দেখা হওয়া: বন্ধুর বাড়ি হোক বা কর্মক্ষেত্র যে সমস্ত জায়গায় আগে যেতেন, সেখানে বারবার যাচ্ছেন৷ এই ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় নাই হতে পারে৷ সেটা একটু খেয়াল করুন৷
প্রক্তন আবার আপনার জীবনে ফিরতে চাইলে আপনার কাছে অবশ্যই ক্ষমা চাইবেন৷ নতুন করে সব কিছু শুরু করার আর্জি জানাবে৷
প্রক্তন আবার আপনার জীবনে ফিরতে চাইলে আপনার কাছে অবশ্যই ক্ষমা চাইবেন৷ নতুন করে সব কিছু শুরু করার আর্জি জানাবে৷
যদি সত্যি আবেগ থাকে তাহলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন৷ যদি তাঁর কাছ থেকে নিরাপত্তার অভাব বোধ না করেন, তবে অবশ্যই সংবেদনশীলের মতো আচরণ করুন৷ কিন্তু যদি তিনি আগে টক্সিক ব্যবহার করতেন, সে ক্ষেত্রে অবশ্যই ভেবে পা ফেলবেন৷
যদি সত্যি আবেগ থাকে তাহলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন৷ যদি তাঁর কাছ থেকে নিরাপত্তার অভাব বোধ না করেন, তবে অবশ্যই সংবেদনশীলের মতো আচরণ করুন৷ কিন্তু যদি তিনি আগে টক্সিক ব্যবহার করতেন, সে ক্ষেত্রে অবশ্যই ভেবে পা ফেলবেন৷