শ্রেয়স আইয়ার যখন টিমকে শিরোপা জিতিয়েছিলেন সেই  সময়ে দলের মেন্ট ছিলেন গৌতম গম্ভীর৷ এটা কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি ছিল৷ গম্ভীর এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২০১২, ২০১৪তে দলকে আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন৷

KKR and Shreyas Iyer: কেকেআরের তোলপাড় করা সিদ্ধান্ত! রিটেনশন ডেডলাইনের ৪৮ ঘণ্টা আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ ম্যানেজমেন্টের

KKR and Shreyas Iyer: কেকেআরের তোলপাড় করা সিদ্ধান্ত! রিটেনশন ডেডলাইনের ৪৮ ঘণ্টা আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ ম্যানেজমেন্টের
KKR and Shreyas Iyer: কেকেআরের তোলপাড় করা সিদ্ধান্ত! রিটেনশন ডেডলাইনের ৪৮ ঘণ্টা আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ ম্যানেজমেন্টের
শ্রেয়স আইয়ার যখন টিমকে শিরোপা জিতিয়েছিলেন সেই  সময়ে দলের মেন্ট ছিলেন গৌতম গম্ভীর৷ এটা কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি ছিল৷ গম্ভীর এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২০১২, ২০১৪তে দলকে আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন৷
শ্রেয়স আইয়ার যখন টিমকে শিরোপা জিতিয়েছিলেন সেই  সময়ে দলের মেন্ট ছিলেন গৌতম গম্ভীর৷ এটা কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি ছিল৷ গম্ভীর এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২০১২, ২০১৪তে দলকে আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন৷
মজার বিষয় গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন আইপিএল ২০২৪- শুরুর ঠিক আগেই৷ কেকেআর গত মরশুমে আইপিএলের নকআউটের যোগ্যতাই অর্জন করতে পারেনি, অথচ আইপিএল ২০২৪ একপেশে সেরা পারফরম্যান্স নিয়ে ট্রফি জিতেছিল৷
মজার বিষয় গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন আইপিএল ২০২৪- শুরুর ঠিক আগেই৷ কেকেআর গত মরশুমে আইপিএলের নকআউটের যোগ্যতাই অর্জন করতে পারেনি, অথচ আইপিএল ২০২৪ একপেশে সেরা পারফরম্যান্স নিয়ে ট্রফি জিতেছিল৷
কেকেআর আইপিএল ২০২৫-র রিটেনশন নিয়ে শ্রেয়স আইয়ারের সঙ্গে যোগাযোগ করলসর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুসারে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের সঙ্গে রিটেনশনের নানা সূত্র নিয়ে কথা বলছে৷ ১০ টি ফ্রাঞ্চাইজিকেই ৩১ তারিখের মধ্যে আইপিএল ২০২৫ -র জন্য আইপিএল রিটেনশন লিস্ট জমা দিতে হবে৷
কেকেআর আইপিএল ২০২৫-র রিটেনশন নিয়ে শ্রেয়স আইয়ারের সঙ্গে যোগাযোগ করল
সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুসারে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের সঙ্গে রিটেনশনের নানা সূত্র নিয়ে কথা বলছে৷ ১০ টি ফ্রাঞ্চাইজিকেই ৩১ তারিখের মধ্যে আইপিএল ২০২৫ -র জন্য আইপিএল রিটেনশন লিস্ট জমা দিতে হবে৷
এই মুহূর্তের রিপোর্ট অনুসারে আইয়ার রিটেনশন করতে চাওয়া প্লেয়ারের লিস্টে কেকেআরের প্রথম পছন্দ নয়৷ থিঙ্কটিঙ্কের সূত্র অনুসারে কেকেআর আরটিএম - কার্ডে শ্রেয়সকে নিলাম টেবল থেকে ছিনিয়ে নিতে পারে৷
এই মুহূর্তের রিপোর্ট অনুসারে আইয়ার রিটেনশন করতে চাওয়া প্লেয়ারের লিস্টে কেকেআরের প্রথম পছন্দ নয়৷ থিঙ্কটিঙ্কের সূত্র অনুসারে কেকেআর আরটিএম – কার্ডে শ্রেয়সকে নিলাম টেবল থেকে ছিনিয়ে নিতে পারে৷
এছাড়াও আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং সুনীল নারিন আইপিএলে কেকেআর ফ্রাঞ্চাইজির প্রথম পছন্দগুলি৷ এদেরই রিটেন করার কথা ভেবেছে কেকেআর৷
এছাড়াও আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং সুনীল নারিন আইপিএলে কেকেআর ফ্রাঞ্চাইজির প্রথম পছন্দগুলি৷ এদেরই রিটেন করার কথা ভেবেছে কেকেআর৷
পাশাপাশি আরটিএমের জন্য বরুণ চক্রবর্তী. মিচেল স্টার্কের মতো নাম ভাবনায় রয়েছে ৷ এরা কেকেআরের বোলিং ব্রিগেড সামলেছিলেন৷ আর এরাও কেকেআরকে ট্রফি জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন৷
পাশাপাশি আরটিএমের জন্য বরুণ চক্রবর্তী. মিচেল স্টার্কের মতো নাম ভাবনায় রয়েছে ৷ এরা কেকেআরের বোলিং ব্রিগেড সামলেছিলেন৷ আর এরাও কেকেআরকে ট্রফি জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন৷
নিজের ক্যাপ্টেন্সি স্কিলের জন্য কেকেআর অধিনায়ক আইপিএলের বাজারে চাহিদায় আছেনএকে তো তিনি কেকেআরকে আইপিএল ২০২৪- এ নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে ২০১৯ এ-ও তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ছিলেন৷
নিজের ক্যাপ্টেন্সি স্কিলের জন্য কেকেআর অধিনায়ক আইপিএলের বাজারে চাহিদায় আছেন
একে তো তিনি কেকেআরকে আইপিএল ২০২৪- এ নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে ২০১৯ এ-ও তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ছিলেন৷
আইয়ারকে কেকেআর আইপিএল ২০২২ এ নিলাম মঞ্চ থেকে তুলে নিয়েছিল৷ কিন্তু ২০২৩ এ চোটের কারণে তিনি অধিনায়কত্ব করতে পারেননি৷ নীতিশ রানা আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন৷ কিন্তু তৃতীয় মরশুমে আইপিএলে কেকেআর ফ্রাঞ্চাইজির জন্য পয়সা উসুল অধিনায়ক ছিলেন তিনি৷ ফলে সূত্র এখন যা বলছে তাতে শ্রেয়সকে ২০২৫এও  দলে রাখার জন্য অলআউট ঝাঁপাবে কেকেআর৷
আইয়ারকে কেকেআর আইপিএল ২০২২ এ নিলাম মঞ্চ থেকে তুলে নিয়েছিল৷ কিন্তু ২০২৩ এ চোটের কারণে তিনি অধিনায়কত্ব করতে পারেননি৷ নীতিশ রানা আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন৷ কিন্তু তৃতীয় মরশুমে আইপিএলে কেকেআর ফ্রাঞ্চাইজির জন্য পয়সা উসুল অধিনায়ক ছিলেন তিনি৷ ফলে সূত্র এখন যা বলছে তাতে শ্রেয়সকে ২০২৫এও  দলে রাখার জন্য অলআউট ঝাঁপাবে কেকেআর৷
শ্রেয়স আইয়ার হয়ে উঠতে পারে আইপিএল ২০২৫ এ কেকেআরের কি মেম্বার, কারণ দলের মেন্টর গৌতম গম্ভীর এখন টিম  ইন্ডিয়ার প্রধান কোচ৷ ফলে কেকেআরে আইপিএলের দলের জন্য তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না৷
শ্রেয়স আইয়ার হয়ে উঠতে পারে আইপিএল ২০২৫ এ কেকেআরের কি মেম্বার, কারণ দলের মেন্টর গৌতম গম্ভীর এখন টিম  ইন্ডিয়ার প্রধান কোচ৷ ফলে কেকেআরে আইপিএলের দলের জন্য তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না৷
কেকেআরের সাপোর্ট স্টাফ এবং গম্ভীরের সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছেন৷ রায়ান দুশখাতে এবং অভিষেক নায়ার এখন টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করছেন৷ ফলে কেকেআরের নেতৃত্বদানের কেসে আইয়ারই হতে পারেন ‘পুরনো চাল’-যা প্রবাদ অনুসারে ‘ভাতে বাড়ে৷ ’
কেকেআরের সাপোর্ট স্টাফ এবং গম্ভীরের সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছেন৷ রায়ান দুশখাতে এবং অভিষেক নায়ার এখন টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করছেন৷ ফলে কেকেআরের নেতৃত্বদানের কেসে আইয়ারই হতে পারেন ‘পুরনো চাল’-যা প্রবাদ অনুসারে ‘ভাতে বাড়ে৷ ’