নয়ডা: সলমন খানকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ২০ বছরের মহম্মদ তায়াব আলি পেশায় একজন কাঠের মিস্ত্রি৷ মঙ্গলবার ওই তরুণকে নয়ডা থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ৷ অভিযোগ, সলমন খানের পাশাপাশি কয়েকদিন আগে খুন হওয়া এনসিপি নেতা বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকেও খুনের হুমকি দিয়েছে এই তরুণ৷
দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকার উপার্জন করেন তায়াব আলি৷ নিজের এক কাকার সঙ্গে নয়ডার সেক্টক ৩৯-এ থাকছিল সে৷
আরও পড়ুন: খাবার-জল চেয়েও মিলল না সাড়া! ঘুমের মধ্যেই মৃত ছেলে, টের পেলেন না দৃষ্টিহীন দম্পতি
ধৃত ওই তরুণের মা উত্তর প্রদেশের বরেলি জেলার ভোজিপুরার মুদিয়া হাফিজ গ্রামে থাকেন৷ তাঁর অবশ্য দাবি, বোকামো করেই সলমন খানকে খুনের হুমকি দিয়েছেন তাঁর ছেলে৷ এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই৷ তায়াব আলির আরও দুই বোন এবং এক ভাই বাড়িতে রয়েছে৷
ধৃতের কাকাও দাবি করেছেন, পুলিশ এসে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পায়নি৷ ওই ব্যক্তির দাবি, নয়ডায় আসার পর থেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছে ওই তরুণ৷ সে যে এমন কাণ্ড ঘটিয়েছে, তা জেনেই অবাক হয়ে গিয়েছেন ধৃতের কাকাও৷
যদিও তায়াবের গ্রামেতার প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারে আর্থিক অনটন থাকলেও ওই তরুণ বরাবরই ডাকাবুকো স্বভাবের৷ মাঝেমধ্যেই গ্রামের মধ্যে অশান্তি পাকাত সে৷ এমন কি, একদিন সে নামকরা ডন হবে বলেও গ্রামবাসীদের জানিয়েছিল৷
নয়ডা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, জেরায় তায়াব দাবি করেছে নিছক মজা করার জন্যই সলমন খান এবং জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল সে৷ বরেলি জেলার পুলিশেরও দাবি, এখনও পর্যন্ত পুলিশের খাতায় তায়াবের অতীত কোনও অপরাধের রেকর্ড মেলেনি৷ তবে তার সঙ্গে কোনও দুষ্কৃতী দলের যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷