রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার আমতার মেলাইচণ্ডী মন্দিরের ৫১ সতীপীঠের অন্যতম | কথিত, সতীর মালাইচাকি পড়েছিল মা মেলাইচণ্ডীর এই পীঠে। বর্তমানে মেলাইচণ্ডী মন্দিরে রয়েছে কয়েকশো সেবায়েত পরিবার। মন্দিরে সারা বছর মায়ের পুজো হয় | মায়ের পুজো যেমন হয়, তেমন আবার ভোগ নিবেদনও করা হয় । প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় নিয়ম মেনে | দুর্গা পুজো, কালীপুজোতে বিশেষ পুজো হয় মায়ের | জোর প্রস্তুতি এই দীপান্বিতা কালীপুজোয় |
আরও পড়ুন : ইতিহাসের সঙ্গী ঐতিহ্য, বনগাঁর কালীমন্দির ‘সাত ভাই কালীতলা’-য় শ্যামাপূজার প্রস্তুতি তুঙ্গে
মায়ের মন্দিরে একদিকে রয়েছে রঘুনাথের মন্দির | অপরদিকে দুর্গেশ্বর শিবের মন্দির | মেলাইচণ্ডীর সামনে রয়েছে ওলাইচণ্ডীর মন্দির| বিশাল সিংহদুয়ার আছে মন্দিরের প্রবেশপথেই। কালী পুজোয় মায়ের বিশেষ পুজো, মায়ের মাহাত্ম্যর কথা উল্লেখ করেন আমতার মেলাইচণ্ডী মন্দিরের মেলাইচণ্ডী স্টেট-এর সম্পাদক।আগে কোনও মন্দির ছিল না, ছাউনিতে হত পুজো | বিশ্বাস আর আস্থায় ভরপুর এই মন্দিরে এলে মন ভরে যায়। এবারের কালীপুজোয় আপনার গন্তব্য হোক আমতার মেলাইচণ্ডী মন্দির।