লাইফস্টাইল Cabbage in Blood Sugar: ডায়াবেটিসে কি বাঁধাকপি খাওয়া যায়? এই সবজি খেলে হু হু করে বাড়ে ব্লাড সুগার? কতটা ক্ষতি? জানুন Gallery October 30, 2024 Bangla Digital Desk শীতকালীন বাজারে বাঁধাকপি থাকবে না, তা যেন হতেই পারে না৷ স্বাদে গুণে সেরা এই সবজি খাওয়া যায় আমিষ নিরামিষ নানা পদে৷ কিন্তু ব্লাড সুগার রোগীরা কি বাঁধাকপি খেতে পারবেন? সেই ধন্ধ দূর করেছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷ বাঁধাকপির উপকারিতা প্রচুর৷ হৃদরোগ এবং ক্যানসার প্রতিহত করে শীতকালীন এই সবজি৷ অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণ করে সার্বিক সুস্থতা বজায় রাখে৷ শীতকালীন একাধিক ফল এবং সবজির তুলনায় বাঁধকপিতে গ্লাইসেমিক ইনডেক্স কম৷ ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ পাশাপাশি বাঁধাকপিতে আছে প্রচুর ফাইবার৷ ফলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ বাড়ে না ওজন৷ বাঁধাকপির খাদ্যগুণে ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলও নিয়ন্ত্রিত হয়৷ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসকের বাধা না থাকলে বাঁধাকপি খেতেই পারেন মধুমেহ রোগীরা৷